এন্ড্রয়েডের জন্য নিয়ে নিন আপনার পছন্দের PDF Reader …

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই বরাবরের মতই অনেক ভাল আছেন। আজ হাজির হলাম এন্ড্রয়েডের জন্য বিভিন্ন জনপ্রিয় পিডিএফ ভিউয়ার/সফট্‌ওয়্যার নিয়ে। আমাদের মধ্যে বেশির ভাগ এন্ড্রয়েড ইউজারই এডোবি রিডার ব্যবহার করে থাকি। আজ নিয়ে এসেছি বিভিন্ন পেইড এন্ড্রয়েড পিডিএফ এপ্লিকেশন । যার যেটি পছন্দ হয় ডাউনলোড করে নিন। যদিও আপনাদের মোবাইলে প্রি-ইন্সটলড পিডিএফ ক্লায়েন্ট আছে বা আপনাদের মোবাইলের প্রি ইন্সটল্‌ড অফিস এপ্লিকেশন গুলো দিয়েও হয়ত আপনারা পিডিএফ ফাইল গুলো পড়ে থাকতে পারেন। যাই হোক তাহলে এখন ডাউনলোড শুরু করার পালা।

১. এডোবি রিডারঃ যাহেতু এটি সবচেয়ে বেশি ব্যবহৃত পিডিএফ রিডার তাই এটিকে প্রথমেই রাখতে হচ্ছে।

এডোবি রিডার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফাইল সাইজ ৬.৪০ মেগা বাইট; ফাইল ভার্ষন ১০.৪.২)

২. ইজেড পিডিএফ রিডার এনোটেট ফর্মঃ এটাকে পৃথিবীর প্রথম মাল্টিমিডিয়া পিডিএফ সফট্‌ওয়্যার বলা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ কপি বিক্রী হয়েছে এই এপ্লিকেশন। এর সাহায্যে আপনি পিডিএফ ফর্ম পূরণ করতে পারবেন। সেই সাথে এটি আপনাকে পিডিএফ ডকুমেন্ট পড়ে শোনানোর কাজও করতে পারে এর মূল্য ৩.৯৯ ইউএস ডলার। বিনামূল্যে ডাউনলোড করে নিন। 🙂

ইজেড পিডিএফ রিডার এনোটেট ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফাইল সাইজ ৭.৩৪ মেগা বাইট; ফাইল ভার্ষন ২.০.২.০)

৩. ফক্সিট মোবাইল পিডিএফঃ কম্পিউটারের জন্য আরেকটি জনপ্রিয় পিডিএফ ভিউয়ার/ এডিটর ফক্সিট রিডার এর মোবাইল সংস্করণ এই এপ্লিকেশন। এর মুল্য ২.৯৯ ইউএস ডলার। বিনামূল্যে ডাউনলোড করে নিন। 🙂

ফক্সিট মোবাইল পিডিএফঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফাইল সাইজ ৪.১৫ মেগা বাইট; ফাইল ভার্ষন ১.০.১)

৪. রিপ্লিগো পিডিএফ রিডারঃএটি অনেকটা এডোবি এক্রোব্যাট রিডারের মত। স্ক্রলিং বেশ ভাল। এটিও একটি পেইড এপ্লিকেশন। তবে ফ্রিতেই পাচ্ছেন। এর মুল্য ২.৯৯ ইউএস ডলার।

রিপ্লিগো পিডিএফ রিডারঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন(ফাইল সাইজ ১.৬ মেগা বাইট; ফাইল ভার্ষন ৪.১.১)

৫. কিউ পিডিএফ নোট্‌স - পিডিএফ রিডার এবং ফর্মঃ

কিউ পিডিএফ নোট্‌স - পিডিএফ রিডার এবং ফর্মঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফাইল সাইজ ৩.৯১ মেগা বাইট; ফাইল ভার্ষন ২.০.৮)

আজ এ পর্যন্তই। আবার শীঘ্রই হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। কোন লিংক কাজ না করলে মন্তব্যে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ ভাই

Level 0

onek dhonnobad. ez-ta khujta chilam.

অনেক ধন্যবাদ।

symphony w10 ( android) e ki bangla likha jabe??? mayabi bangla keyboard or onno konota diea??? plzzz hlp, if u know, plzzz

plz amk ektu help koren
for w10

1. ekta valo english to bangla dictionary er link,,
2. ekta valo bangla to english dictionary er link,,! jekhane banglish (ex, ami,amar) e likhe search dile onek gula english word show korbe ,

plz,bro,khub upokar hobe,! plz