আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি সবাই অনেক ভাল আছেন। টাইটেল দেখেই বুঝে গেছেন কি পাচ্ছেন আজ এ টিউনে। গুগোল প্লে স্টোরের এপ্লিকেশন গুলো ডাউনলোড করতে অনেকেরই সমস্যা হচ্ছে। তাহলে আপডেটেড থাকা যাবে কিভাবে এই নিয়ে যারা চিন্তিত তাদের কাজে লাগার মতই এক জিনিস নিয়ে হাজির হলাম। এর সম্পর্কে আমি খোঁজ পাই বিদেশী এক সাইটে, কিন্তু সাইটটির নাম আমার মনে না থাকায় রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারছি না। গুগোল প্লে এর এপ্লিকেশন নামাতে আমাদের প্রয়োজন হবে মোট দুইটি সফট্ওয়্যার। ১. জাভা রান টাইম এনভায়রনমেন্ট আর ২. রিয়েল এপিকে লিচার। যাদের কম্পিউটারে এরই মধ্যে জাভা ইন্সটল করা আছে তাদের আর কষ্ট করে আবার ইন্সটল করতে হবে না। আর যাদের কম্পিউটারে জাভা নেই তারা এই লিংক থেকে এখনি নামিয়ে নিন (২৯.৭ মেগা বাইট)। এবার নামিয়ে নিন রিয়েল এপিকে লিচার।
রিয়েল এপিকে লিচার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (মাত্র ৪ মেগা বাইট) ভার্ষণ ১.৩.৫
এবার যে কোন রার এক্সট্রাক্টর দিয়ে রার ফাইল টি খুলুন। নিচের ছবির মত ফাইল গুলি পাবেন।
১. Real APK Leecher.exe রান করুন। নিচের ছবির মত উইন্ডো চালু হবে।
২. Edit এ ক্লিক করে Options এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো পাবেন।
৩. আপনার গুগোল প্লে স্টোরের একাউন্ট এবং পাস ওয়ার্ড দিন (আমি ব্যক্তিগত ভাবে পরামর্শ করি আপনি একটা নতুন গুগোল একাউন্ট[জিমেইল] খুলে সেটি আপনার এন্ড্রয়েড ডিভাইসের ডিফল্ট গুগোল একাউন্ট হিসেবে ব্যবহার করুন)
৪. Device ID বের করার জন্য ডায়াল প্যাডে গিয়ে *#*#৮২৫৫#*#* চাপুন । নিচের মত স্ক্রীন পাবেন।
৫. ইমেইল পাসওয়ার্ড এবং ডিভাইস আইডি দিয়ে সেভ করুন।
৬. ডান দিকের কোনায় Search android market by এ আপনার ইচ্ছা অনুযায়ী সার্চ করুন এবং পছন্দের ফাইলটি ডাউনলোড করুন।
এটি দিয়ে শুধু ফ্রী এপ্লিকেশন গুলো ডাউনলোড করতে পারবেন। কোন পেইড এপ্স ডাউনলোড করা যাবে না। নিজের ব্যক্তিগত কোন ইমেইল একাউন্ট ব্যবহার না করে একটি নতুন আইডি শুধু এই কাজের জন্য খুলুন এবং আপনার এন্ড্রয়েডের গুগোল প্লে স্টোরের জন্য ডিফল্ট হিসেবে সেভ করে নিবেন। এখন ইচ্ছা মত ডাউন লোড করুন যা খুশি তাই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“Device ID বের করার জন্য ডায়াল প্যাডে গিয়ে *#*#৮২৫৫#*#* চাপুন”
চাপলাম, কিন্তু কিছু দেখায়নাতো !!!