গুগোল প্লে স্টোরের ফ্রি গেম এবং এপ্লিকেশন ডাউনলোড করুন সরাসরি পিসি-তে..

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি সবাই অনেক ভাল আছেন। টাইটেল দেখেই বুঝে গেছেন কি পাচ্ছেন আজ এ টিউনে। গুগোল প্লে স্টোরের এপ্লিকেশন গুলো ডাউনলোড করতে অনেকেরই সমস্যা হচ্ছে। তাহলে আপডেটেড থাকা যাবে কিভাবে এই নিয়ে যারা চিন্তিত তাদের কাজে লাগার মতই এক জিনিস নিয়ে হাজির হলাম। এর সম্পর্কে আমি খোঁজ পাই বিদেশী এক সাইটে, কিন্তু সাইটটির নাম আমার মনে না থাকায় রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারছি না। গুগোল প্লে এর এপ্লিকেশন নামাতে আমাদের প্রয়োজন হবে মোট দুইটি সফট্‌ওয়্যার। ১. জাভা রান টাইম এনভায়রনমেন্ট আর ২. রিয়েল এপিকে লিচার। যাদের কম্পিউটারে এরই মধ্যে জাভা ইন্সটল করা আছে তাদের আর কষ্ট করে আবার ইন্সটল করতে হবে না। আর যাদের কম্পিউটারে জাভা নেই তারা এই লিংক থেকে এখনি নামিয়ে নিন  (২৯.৭ মেগা বাইট)। এবার নামিয়ে নিন রিয়েল এপিকে লিচার।

রিয়েল এপিকে লিচার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (মাত্র ৪ মেগা বাইট) ভার্ষণ ১.৩.৫

এবার যে কোন রার এক্সট্রাক্টর দিয়ে রার ফাইল টি খুলুন। নিচের ছবির মত ফাইল গুলি পাবেন।

১. Real APK Leecher.exe রান করুন। নিচের ছবির মত উইন্ডো চালু হবে।

২. Edit এ ক্লিক করে Options এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো পাবেন।

৩. আপনার গুগোল প্লে স্টোরের একাউন্ট এবং পাস ওয়ার্ড দিন (আমি ব্যক্তিগত ভাবে পরামর্শ করি আপনি একটা নতুন গুগোল একাউন্ট[জিমেইল] খুলে সেটি আপনার এন্ড্রয়েড ডিভাইসের ডিফল্ট গুগোল একাউন্ট হিসেবে ব্যবহার করুন)

৪. Device ID বের করার জন্য ডায়াল প্যাডে গিয়ে *#*#৮২৫৫#*#* চাপুন । নিচের মত স্ক্রীন পাবেন।

৫. ইমেইল পাসওয়ার্ড এবং ডিভাইস আইডি দিয়ে সেভ করুন।

৬. ডান দিকের কোনায় Search android market by এ আপনার ইচ্ছা অনুযায়ী সার্চ করুন এবং পছন্দের ফাইলটি ডাউনলোড করুন।

এটি দিয়ে শুধু ফ্রী এপ্লিকেশন গুলো ডাউনলোড করতে পারবেন। কোন পেইড এপ্‌স ডাউনলোড করা যাবে না। নিজের ব্যক্তিগত কোন ইমেইল একাউন্ট ব্যবহার না করে একটি নতুন আইডি শুধু এই কাজের জন্য খুলুন এবং আপনার এন্ড্রয়েডের গুগোল প্লে স্টোরের জন্য ডিফল্ট হিসেবে সেভ করে নিবেন। এখন ইচ্ছা মত ডাউন লোড করুন যা খুশি তাই।

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

১১ নভেম্বর ২০১২ তে এই একই টপিকের টিউন হয়ে গেছে। টিউনার md mamun । এটি টিপ্‌স এন্ড ট্রিক্স সেগমেন্টে থাকায় আমি অ্যান্ড্রয়েড সেগমেন্টে খুঁজে না পাওয়ায় একই জাতীয় টিউন হয়ে গেছে। অনাকাংখিত সমজাতীয় টিউন করার জন্য দুঃখিত। আগের টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“Device ID বের করার জন্য ডায়াল প্যাডে গিয়ে *#*#৮২৫৫#*#* চাপুন”

চাপলাম, কিন্তু কিছু দেখায়নাতো !!!

Gtalk Service Monitor নামে একটা উইন্ডো খোলার কথা।

Level 0

screen shot gula load hosse na

Level 0

Install “device id” application from google play to ur android phone after lunching application you will get your device id directlly

দারুন জিনিস ভাই আমি আগে থেকেই ব্যবহার করি। শেয়ার করার জন্য ধন্যবাদ। কিন্তু আমার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে সেটা 30 MB এর বড় app হলে ফুল ডাউনলোড হই না। আপনাদের কি অবস্থা জানাবেন প্লিজ।

Level 0

মূলত আমার tune থেকে করা
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/163772

    @mfanik: ধন্যবাদ। আপনার টিউনটি আমি দেখতে মিস করে ফেলেছিলাম আর এই টিউন করার আগে আমি অ্যান্ড্রয়েড সেগমেন্টে এজাতীয় টিউন খুজে না পাওয়ায় একই টিউন হয়ে গেছে। আবারো ধন্যবাদ।

Level 0

সব কিছু মত করছি……কিন্তু ডাউনলোড হচ্ছে না। eeError Message e
error message dicche…..
Download failed due to bad device ID or internet connection

Level 0

ধন্যবাদ ভাই। আমি পেরেছি। মোবাইলে সেটআপ দিয়ে মন্তব্য করলাম।

ভাই rar file open করলে win RAR digonostic massege ! C:\DOCUME~1\MDA794~1.SAL\LOCALS~1\Temp\Real APK Leecher v1.1.9.zip: Unexpected end of archive আসে .এখন কি করব?আমার [email protected].আমি winRAR use করি .

Level New

ভাই আমার সব কিছুই ঠিক আসে কিন্তু সার্চ দিলে বলে >>>can’t load the list of apps.please check your internet connection<<<< আমার নেট connection thik ase এখন কি করব বলবেন please!!!!

অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আমার সব কিছুই ঠিক আসে কিন্তু সার্চ দিলে বলে >>>can’t load the list of apps.please check your internet connection<<<< আমার নেট connection thik ase এখন কি করব বলবেন please!!!!

আমার ও একই সমস্যা

Level 0

http://www.1mobile.com/ tay gala,,, search kore shobgulo apps pawya jabe,,Thanks

micromax a110 kinesi. kintu ekta somossa. Ba, ami bujhte parsina r ta holo=
jokhon camera open kori tokhon ekti message ase j

your storage has not enough space………

kintu, amar internal memory free ase 1.3 GB O external memory ase 7GB er opor.

doya kore kew zodi somadhan ta bolten…….

root koren@ মোঃ মামুনুর রশিদ নাহিদ