আমি আজই রেজিষ্ট্রেশন করলাম টেকটিউনসে। এর আগে Walton primo এর China ভাষায় CWM রম এর আপডেট দেখেছি। আমি আজ xda forum এ এই সেটের English CWM পেলাম। আমার Walton primo ফোনে এটি ভালোভাবে কাজ করছে। আপনাদের জন্য আমি এটি পোষ্ট করছি। CWM ইনস্টল করার জন্য গাইড 1. প্রয়োজনীয় ফাইল (ফ্ল্যাশ এর জন্য) ডাউনলোড করুন 2. Fastboot মোডে আপনার ফোন (পাওয়ার এবং ভলিউম +) বুট করুন, অর্থাৎ সবুজ পর্দা আসা পর্যন্ত 3. ডাউনলোডকৃত ফাইল এক্সট্রাক্ট করে “Flash to recovery.bat” এ ক্লিক করুন
4. Done...
কাজ হল কিনা তা চেক করার জন্য ফোনটি রিবুট করুন recovery মোডে (পাওয়ার এবং ভলিউম + , লাল স্ক্রীন আসলে বাটনগুলো ছেড়ে দিন)
আমি ইমেজ এ্যাড করতে পারছি না, তাই স্ক্রীনশট দিতে পারলাম না। আশা করি আপনাদের কাজে লাগবে।
এটি আমার প্রথম পোষ্ট। তাই ভুল হলে শুধরে দিবেন। সবাই ভালো থাকবেন।
আমি Nil_Akash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek thanks.