অনেকেই এই পদ্ধতি জানেন অনেকে জানেন না।
➡ ১।যেহেতু আপনার মাইক্রোএসডি মেমরি কার্ডের একটি পার্টিশন তৈরি করা হবে তাই আগে সব কিছু কম্পিউটারে ব্যাকআপ রেখেনিন যাতে কোন সমস্যা হলে কোন ডাটা না হারায়।
➡ ২।সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ
➡ (Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।)
➡ এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।
➡ ৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।
➡ ৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)
➡ Superuser request Allow করুন
➡ নিচের মত messege দেখালে ফোন restart করুন
তাহলেই মুল কাজ শেষ।
➡ ৫। সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য Link2sd চালু করে Menu>Storage info তে গেলে নিচের মত দেখাবে
➡ ৬। এরপর Menu>Multiselect এ যান।
➡ এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)
➡ App মার্ক করা শেষ হলে Menu>Action>Create link সিলেক্ট করেন।
➡ নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।তারপর ok দেন।
➡ কাজ শেষ হলে নিচের মত দেখাবে।
➡ এরপর menu>configure এ গিয়ে Autilink এ টিক মার্ক করে বের হয়ে আসুন।
কাজ শেষ। লেখায় ভুল হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি তানভির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ। ভাই একটি প্রশ্ন যদি এভাবে সফলভাবে করি তারপর মেমোরি কার্ড যদি খুলে আবার লাগায় তাতে কি কোন সমস্যা বা আবার কোন চেঞ্জ করতে হবে কি না?