আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বিভিন্ন ম্যাসেঞ্জার এবং চ্যাটিং সফটওয়্যার এন্ড্রয়েডের জন্য । আশা করি সবাই আপনাদের পছন্দেরটি এখানে পেয়ে যাবেন। এন্ড্রয়েড গুগোল এর প্রোডাক্ট হওয়ায় সবাই ডিফল্ট ভাবেই পেয়ে যান গুগোল টক। তাই গুগোলটক ছাড়া অন্যান্য ম্যাসেঞ্জার গুলোই এখানে দেওয়া হচ্ছে।
১. স্কাইপঃ স্কাইপের নাম শোনেননি বা ব্যবহার করেননি এমন ইন্টারনেট ব্যবহারকারী হয়ত খুজেই পাওয়া যাবে না। আর এন্ড্রয়েডের এই স্কাইপ দিয়ে কম্পিউটারের মত সব কিছুই করতে পারবেন। ম্যাসেজিং, ভয়েস কল, ভিডিও কল সবই সাপোর্ট* করে।
২. ইয়াহু ম্যাসেঞ্জারঃ বহুল ব্যবহৃত এই ক্লায়েন্টটি. এর মাধ্যমে ভয়েস কল , ভিডিও কল এর পাশাপাশি এই দেশ গুলোতেঃ USA, Philippines, Vietnam, India, Indonesia, Malaysia, Canada, Pakistan, Kuwait and Thailand; ফ্রি এসএমএস পাঠাতে পারবেন।
৩. ফ্রীংঃ সিম্বিয়ান মোবাইলের জন্য ভিডিও কল এর কাজে বহুল ব্যবহৃত ও আলোচিত এই ম্যাসেঞ্জার।
৪. নিমবাজঃ এটি আরও একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত চ্যাট ক্লাইন্ট। ভয়েস কল করতে এবং মেসেজিং এ এটি বেশ কার্যকর। এটি একটি মাল্টি মেসেঞ্জার। একই সাথে গুগোল টক, ইয়াহু, ফেসবুক ইত্যাদিতে কানেক্টেড থাকতে এর জুড়ি নেই।
৫. ইবাডিঃ জাভা মোবাইলে এই চ্যাট সফট্ওয়্যার ব্যবহার করেননি এমন লোক খুজে দেখা যেতে পারে 😀 । যাই হোক এই মাল্টি মেসেঞ্জার সফট্ওয়্যারটি ডাউনলোড করে রাখতে পারেন।
৬. মিগ৩৩: এর কথা আর নাই বলি। ছেলে পেলে এইটার পিছনে যে হাজার হাজার টাকা উড়ায় সে কথাও হয়ত সবার জানা আছে।
৭. ফেসবুক এপ্ টা না দিলেই নয়। নিয়ে নিন এর সর্বশেষ ভার্সনটি।
.
৮. বিনু এসএমএসঃ বিশ্বব্যাপী শুধু ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ করে ফ্রী এসএমএস পাঠানোর জন্য আদর্শ এক সফট্ওয়্যার। যদিও এখন এর ফ্রি এসএমএস ক্রেডিট লিমিট খুবই সীমিত তবুও কাজে আসতে পারে অনেকেরই। এটি নিয়ে আগেই টেকটিউন্সে টিউন হয়েছে। বিস্তারিত জানতে এখানে ঘুরে আসতে পারেন।
৯. IM+ pro : স্কাইপ, ইয়াহু, জিমেইল, এমএসএন, জাবার সহ প্রায় সব মেসেজিং সার্ভিস এক সাথে পাবেন এই সফট্ওয়্যারে।
আজ এ পর্যন্তই। উপরের সকল এপস নিয়েই কোন না কোন টিউন খুঁজে পাবেন, আর অনেকেই এগুলোর উপর অনেক অভিজ্ঞ, তাই বেশি কিছু লেখা হয়নি। তাতে অবশ্য কোন ক্ষতি নেই। একবার করে ব্যবহার করে দেখলেও দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ।
*ভিডিও কল হ্যান্ডসেট নির্ভরশীল (কোন কোন হ্যান্ডসেটে ৩জি/ওয়াই ফাই নেটওয়ার্ক ছাড়া ভিডিও কল কাজ করেনা)
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সোজা প্রিয়তে! সবগুলো ফাইল মিডিয়াফায়ারে আপলোড করার জন্য আপনাকে ধইন্যা। দেখা যায়, নতুন প্রবাসী ভাই এর আগমন গটছে! 😀