এন্ড্রয়েড মোবাইল/ট্যাব এ কোরআন শরীফ………দেখুন।পড়ুন।শুনুন।

আস-সালামু-আলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।

যারা এন্ড্রয়েড মোবাইল/ট্যাব ব্যবহার করেন তাদের জন্য এই টিউন।এখন এন্ড্রয়েড ব্যবহার করে মোবাইলেই পবিত্র কোরআন শরীফ পড়তে পারবেন।কিভাবে?

আসুন জেনে নিই।

বাংলা অনুবাদ সহ কোরআন  শরীফ

এই লিঙ্ক থেকে গুগল প্লে এর প্লে স্টোর এ যান।পছন্দ হলে INSTALL এ ক্লিক করে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে মেনু থেকে ব্রাউস করে এপ্লিকেশন টা অন করুন।তাহলে উপরের ছবির মত আসবে।এখান থেকে আপনার পছন্দ মত সূরা সিলেক্ট করে পড়তে থাকুন।

বাংলা অর্থ উচ্চারন সহ কোরআন শরীফ

এবার দেখুন বাংলা MP3 উচ্চারন সহ কোরআন শরীফ।এই এপ্লিকেশন টা আমার অনেক প্রিয়।

এই লিঙ্ক থেকে ইন্সটল করে অন করুন।

Surah/Chapter list থেকে কোন সূরার অর্থ শুনতে চান তা সিলেক্ট করুন।এটার জন্য ইন্টারনেট লাগবে।কারণ নেট থেকে ডাউনলোড করে তারপর আপনাকে শোনাবে।তবে একবার ডাউনলোড করে নিলে আর ডাউনলোড করতে হবেনা।

আরবী তেলাওয়াত সহ কোনআন শরীফ(বিখ্যাত ক্বারিদের সমন্বয়ে)

এটা চমৎকার একটা আপ্লিকেশন।এখানে বিখ্যাত সব সূরা তেলাওয়াত কারিদের তালিকা দেয়া আছে।সাথে আছে ৩০ পারা সম্পুর্ন কোরআন তেলাওয়াত।

এখান থেকে প্লে স্টোর এ যেয়ে ইন্সটল করে নিন।

Reciters List থেকে তেলাওয়াতকারি কে বেছে নিন।আর কোন সূরা শুনতে চান সেটা SURAH LIST থেকে বেছে ডাউনলোড করে নিন।এই এপ্লিকেশন ব্যবহার করতেও ইন্টারনেট লাগবে।তবে সূরা ডাউনলোড হয়ে গেলে আর ইন্টারনেট এর দরকার হবেনা।নিচের ছবি থেকে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করলেই সূরা ডাউনলোড শুরু হয়ে যাবে।এবং অঙ্কে কম সময়েই সূরা ডাউনলোড হয়ে যায়।

যখন সূরা প্লে হবে তখন Pages লেখা তে ক্লিক করে একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে সূরা ছবি আকারে এসে যাবে।তখন আপনি নিজেও পড়তে পারবেন।

আশা করি এই এপ্লিকেশন গুলো সবার ভালো লাগবে।রাস্তাইয় চলা ফেরা করার সময় কানে হেডফোন লাগিয়ে গান না শুনে অর্থ সহ কোরআন শরীফ শুনুন অথবা বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ পড়ুন।অনেক কাজে দিবে।

সবাইকে ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আল্লাহ আপনার ভালো করুক। এই ভালো টিউন টি করার জন্য আপনাকে ধন্যবাদ।

    @ziajuel: আপনাকেও ধন্যবাদ টিউন টি দেখার এবং পড়ার জন্য

ধন্যবাদ আপনাকে এত ভাল একটি পোস্টের জন্য। যাদের ফোনের ইন্তারনাল মেমোরি কম তাদের বলব আপনারা সুরাগুলোর MP3 audio পিসি থেকে বা মোবাইল থেকে ডাউনলোড করে SD card এ রাখুন। আর প্লে করার সময় মেমোরি কার্ড থেকে প্লে করুন। এই জন্য কোন apps এর প্রয়োজন নেই। আর সুরা দেখে দেখে তিলওয়াত করার জন্য প্রথম আপসটি ইন্সটল করুন। আমার কাছে মিশারি আল আফসি সাহেবের তেলওয়াত খুব ভাল লাগে। চাইলে আপনারা এই লিঙ্ক থেকে পিসিতে সুরা গুলো ডাউনলোড করে নিতে পারেন।http://www.islamfactory.com/quran/mp3/mishary-bin-rashid-al-afasy

    @Ahmed Mohammad Rasel: এই APPS গুলো ইন্টারনাল মেমরিতে সেভ হলেও সূরা গুলো কিন্তু সরাসরি SD Card এ গিয়ে সেভ হয়।তাই চিন্তা করার কারন নেই।

    আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য

onek sundor tune…

সবার শেষের সফটওয়ার টা দিয়ে কোরান পড়া যাবে?

ধন্যবাদ মুকুট ভাই

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Level 0

আল-হামদুলিল্লাহ!!! এতদিন ধরে এটাই খুঁজছিলাম। আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন।

    @tuhin_bgd: সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

খুব সুন্দর হইছে ভাই

.apk file download er link dile amr jonno valo hoto. vai direct .apk file er link ta den. bangla quran er jonno

অনেক সুন্দর। আমার কাজে আসবে। ধন্যবাদ শেয়ার করবার জন্য। আমি যদিও বর্তমানে iQuran নামক এ্যাপ ব্যবহার করছি। এটাও অনেক ভালো। শুধু বাংলা অনুবাদ নেই।

মুকুট ভাই আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন

Level 0

Mukut vai apnar tune ta khub valo. ami 1st er apps tar kotha bolbo. ami ai apps ta run korilam kisu din age problem ta holo bangla lekha thik buja jai but arbi j lekha gulo ase ta ullta hoye astedse. ami saymphony w10 use kori atar kono solve ase apnar kase????????

    @sayed: কি জানি ভাই।আমার তো সব ই ঠিক আছে।আমি প্রিমো ব্যবহার করি।

Level 0

ভাই কারও কাছে কি Walton Primo রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন । আমার কাছে একটা রুটেড ROM আছে কিন্তু এটা বাগ হচ্ছে Camera ও Google play open হয় না । আবার Original ROM এর Root করলেও Apps সব মুভ করা যায় না যেটা একটা অনেক বড় সমস্যা । কারও কাছে Supported পরিহ্মীত রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন আমি এবং আমার অনেকেই উপকৃত হবে ।

Level 0

অসংখ্য ধন্যবাদ. খুব সুন্দর হইcha

ধন্যবাদ। ইসলাম সম্পর্কে অনেক কিছু এক সঙ্গে খুঁজে পেতে দেখুন – Islamic web directory: http://bit.ly/Kbg4JT