প্রথমেই হিমু ভাই কে অনেক ধন্যবাদ জানাতে চাই তার আপলোড করা ওয়ালটন প্রিমোর স্টক-রম এর জন্য।তবে আমার মতো অনেকেই রম টা রিস্টোর করতে পারেন নি। অনেক খুঁজে পেতে একটা সমাধান পেলাম যা হয়তো আপনাদের কাজে লাগবে।
ব্যাস হয়ে গেলো, এইবার CWM Recovery Use করে ব্যাকআপ টি রিস্টোর করে দেখুন আশা করি কাজ করবে।
আমি সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল ব্রাদার, এভাবে সবাই মিলে কাজ করলেই সব প্রব্লেম দূর করা সম্ভব। এই প্রবলেমটা বেশী হয়- ফোল্ডার রিনেম করলে। CWM যেভাবে ফোল্ডার বানায় সেভাবেই রেখে দেয়া উচিৎ।
যাই হোক, আপনার কাজ হইছে তো?? রম রিস্টোর করছেন সফলভাবে??