দেখে নিন কিভাবে Android CWM / Nandroid Backup করার সময় MD5 mismatch error ফিক্স করবেন

প্রথমেই হিমু ভাই কে অনেক ধন্যবাদ জানাতে চাই তার আপলোড করা ওয়ালটন প্রিমোর স্টক-রম এর জন্য।তবে আমার মতো অনেকেই রম টা রিস্টোর করতে পারেন নি। অনেক খুঁজে পেতে একটা সমাধান পেলাম যা হয়তো আপনাদের কাজে লাগবে।

  • প্রথমেই এখান থেকে ফাইল টি ডাউনলোড করে নিন।
  • হিমু ভাইয়ের করা পোস্ট অনুসরণ করে ব্যাকাপ টি SD Card এ copy করে নিন।
  • মোবাইল চালু করে তা পিসি তে ডাটাক্যাবল দিয়ে usb debugging mode এ কানেক্ট করুন।
  • আমার দেয়া ফাইলটি এক্সট্রাক্ট করুন। Command Prompt এ লিখুন cd [এক্সট্রাক্ট করা ফোল্ডার লোকেশন] এবং এন্টার দিন।
  • এরপর লিখুন adb shell এবং এন্টার দিন।
  • cd /sdcard/clockworkmod/backup/ 2012-11-16.17.57.40 (2012-11-16.17.57.40 হিমু ভাইয়ের দেয়া  backup ফোল্ডার ) লিখুন এবং এন্টার দিন।
  • rm nandroid.md5  লিখুন এবং এন্টার দিন।
  • md5sum *img > nandroid.md5  লিখুন এবং এন্টার দিন।

ব্যাস হয়ে গেলো, এইবার CWM Recovery Use করে ব্যাকআপ টি রিস্টোর করে দেখুন আশা করি কাজ করবে।

Level 0

আমি সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল ব্রাদার, এভাবে সবাই মিলে কাজ করলেই সব প্রব্লেম দূর করা সম্ভব। এই প্রবলেমটা বেশী হয়- ফোল্ডার রিনেম করলে। CWM যেভাবে ফোল্ডার বানায় সেভাবেই রেখে দেয়া উচিৎ।
যাই হোক, আপনার কাজ হইছে তো?? রম রিস্টোর করছেন সফলভাবে??

    @হিমু: অবশ্যই, এখন আমি অন্য একটা রম এর সাথে মিলিয়ে একটা customize rom তৈরির চেষ্টা চালাচ্ছি.

    @হিমু: ভাই কেউ আমাকে HELP করবেন? আমি একটি সেট কিনতে চাই। বাজেট ১০০০০। ওয়ালটন প্রিমো নাকি SYMPHONY W25 কোনটা বেশি ভাল হবে? WALTON PRIMO এর ইন্টারনেট স্পিড কি SYMPHONY W25 এর মত হবে ? নাকি এর চেয়ে কম হবে? PLS HELP Me.

Level 0

vai kichui to bujlam na…
plz vai ekto bistarito likhen. jodi screenshoot diten aro valo hoito.

    @nomus: ভাই এটা আমার প্রথম টিউন. আর screen shot দেয়ার মতো সময় ছিলনা, পরে update করে দিব. কোনটা বুঝতে পারেননি, specifically বলেন.

Level 0

onek kichui bujte pari nai.. jodi screenshot den tobe hoyto bujte parbo…
anyway ekhane adb shell er kaj ki…?????

    @nomus: ADB সম্পর্কে জানতে এখানে এবং এখানে দেখুন. PC এর command prompt থেকে android device এ shell command execute korar jonno এটি use করা হয়.

Level 0

সাইফ ভাই কাজ হইছে কিন্তু ছোট একটা সমস্যা রয়ে গেছে।
সেটা হল, সেট অন হওয়ার সময় প্রথমে k-touch লোগো আসে পরে walton এর লোগো আসে।
সমাধান জানা থাকলে জানান…

ভাই কেউ আমাকে HELP করবেন? আমি একটি সেট কিনতে চাই। বাজেট ১০০০০। ওয়ালটন প্রিমো নাকি SYMPHONY W25 কোনটা বেশি ভাল হবে? WALTON PRIMO এর ইন্টারনেট স্পিড কি SYMPHONY W25 এর মত হবে ? নাকি এর চেয়ে কম হবে? PLS HELP Me.

Level 0

maximus max 901 e cwm recovery kivabe flash dibo? aktu jodi bolten vai!!!

Level 0

cd /sdcard/clockworkmod/backup/ 2012-11-16.17.57.40
vai ei part a kaj hossena.
bole “can’t s to…………………”
what to do???

    @বনি: Be sure to copy the backup folder copied to your sdcard/clockworkmod/backup/ folder. Also double check the nandroid backup folder name and run cd /sdcard/clockworkmod/backup/[your backup folder name].