গত ২ দিন ধরে অনেকেই আমার কাছে ওয়ালটন প্রিমো হ্যান্ডসেটের স্টক-রম চেয়ে আসছিল। কিন্তু দিতে পারছিলাম না, কারণ আমার কচ্ছপগতির নেটের গতি + মিডিয়াফায়ার ঝামেলার কারণে। মিডিয়াফায়ারে ৯৯% আপলোড হয়ে আপলোড ফেইল দেখায়, তাই মিডীয়াফায়ার বাদ দিয়ে 4shared এ আপলোড করে দিলাম। একটু কস্ট করে ডাউনলোড করে নেন 🙂
আর রম রিস্টোর অথবা ব্যাকাপ করার পদ্ধতি জানতে চাইলে আমার এই টিউনটি দেখতে পারেন।
ওয়ালটন প্রিমোর স্টক-রম এখান থেকে ডাউনলোড করে নিন।
সবাই ভাল থাকবেন 🙂
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
হিমু ভাই এটা কি অরজিনাল স্টক রম??????