এইতো মাত্র কিছুদিন আগে কিনে ফেললাম বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত হ্যান্ডসেট ওয়ালটন প্রিমো। কেনার পর থেকেই চেস্টা করে যাচ্ছি এটি রুট করার। কিন্তু ৬/৭ টা পদ্ধতি অ্যাপ্লাই করার পরেও সফল হতে না পেরে একরকম হতাসই হয়ে পরেছিলাম। কিন্তু আজ অবশেষে সফল হলাম, সেই সাথে নিজের মনে অনেক্ষন হাসলাম:) কারণ এটি রুট করা খুবই সোজা!! আমি শুধু শুধু এতদিন অনেক কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করেছি। পুরোপুরি সময় নস্ট। তবে অবশেষে কাজ হয়েছে, এতেই আমি খুশী 🙂
যাই হোক, কাজের কথায় আসি- আশা করি রুট করার সুবিধা/অসুবিধা সবাই জানেন। তবে আগেই বলে নেই- রুট করলে আপনি হ্যান্ডসেটের ওয়ারেন্টি হারাবেন! তবে আমি রুট করার সাথে সাথে আন-রুট করার পদ্ধতিও দেখাব। এছাড়া আপনি স্টক-রম ইন্সটল করে সেট একদম আগের মত করে ফেলতে পারবেন। ফলে ওয়ারেন্টি নিয়ে কোন সমস্যা হবার কথা না। তবুও যা করার নিজ দায়িত্তে করবেন। কোথাও ভুল করে ফোন ব্রিক করে ফেললে অথবা ওয়ারেন্টি হারালে আমি দায়ী থাকব না। আমার সাথে একমত হলে আসুন শুরু করি-
ব্যাস, কাজ শেষ। এবার আপনি আপনার সেটের ফুল অ্যাকসেস পেয়ে গেলেন!! ইচ্ছামত সেট ব্যবহার করুন।
আন-রুট করাও রুট করার মতই সোজা! রুট করার সময় আমরা SU-Busybox-Installer.zip ফাইল সিলেক্ট করেছিলাম। এক্ষেত্রে SU-Uninstaller.zip ফাইলটি সিলেক্ট করতে হবে। তাহলেই সেট আন-রুটেড হয়ে যাবে!!
হুমম....... সবাই যাতে বুঝতে পারে, সেজন্য আমি বিস্তারিত বর্ণনাসহ স্ক্রীনশটের ব্যবহার বেশী করেছি। তাই টিউনের সাইজ অনেক বড় হয়ে গেছে। তবে আমি শিউর, একবার নিজে ট্রাই করলে আপনাদের কাছে সব ডালভাত মনে হবে এবং এই টিউনে আর কখনো ফিরে আসতে হবে না 🙂
আমার টিউন দেখেও যদি কেউ বুঝে উঠতে না পারেন, তবে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখানে CWM Recovery ইংরেজি ভাষায় আছে, আর আমাদেরটা চায়না ভাষায়। তবে অপশন সব একই। একটু ভাল করে খেয়াল করলেই বুঝবেন আশা করি 🙂
এই পোস্ট টেকটিউন্সে পাবলিশ করার পর অনেকেই নিজেকে হিমু বলে দাবি করছে এবং এই পোস্ট তার নিজের লেখা বলে দাবী করছে!!
তাই এখানে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিলাম। বাকি যারা নিজেকে হিমু বলে দাবী করছে, তারা সবাই ভুয়া!!
গত ২ দিন ধরে অনেকেই আমার কাছে ওয়ালটন প্রিমো হ্যান্ডসেটের স্টক-রম চেয়ে আসছিল। কিন্তু দিতে পারছিলাম না, কারণ আমার কচ্ছপগতির নেটের গতি + মিডিয়াফায়ার ঝামেলার কারণে। মিডিয়াফায়ারে ৯৯% আপলোড হয়ে আপলোড ফেইল দেখায়, তাই মিডীয়াফায়ার বাদ দিয়ে 4shared এ আপলোড করে দিলাম। একটু কস্ট করে ডাউনলোড করে নেন 🙂
আর রম রিস্টোর অথবা ব্যাকাপ করার পদ্ধতি জানতে চাইলে আমার এই টিউনটি দেখতে পারেন।
ওয়ালটন প্রিমোর স্টক-রম এখান থেকে ডাউনলোড করে নিন।
সবাই ভাল থাকবেন 🙂
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
ভাই, আপনি Stock Rom টা দিলে ভাল হয় আমার এক Friend এর সেট ব্রিক হয়ে গিয়েছে তার স্টক রমটা দরকার কখন আপলোড দিবেন আপনি?