এবার রুট (Root) করুন আপনার ওয়াল্টন প্রিমো (Walton Primo) হ্যান্ডসেট !! সাথে থাকছে আন-রুট (Un-Root) করার ব্যবস্থাও!! একবার দেখলে ক্লাশ ফাইভের বাচ্চাও পারবে :) (Updated)

এইতো মাত্র কিছুদিন আগে কিনে ফেললাম বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত হ্যান্ডসেট ওয়ালটন প্রিমো। কেনার পর থেকেই চেস্টা করে যাচ্ছি এটি রুট করার। কিন্তু ৬/৭ টা পদ্ধতি অ্যাপ্লাই করার পরেও সফল হতে না পেরে একরকম হতাসই হয়ে পরেছিলাম। কিন্তু আজ অবশেষে সফল হলাম, সেই সাথে নিজের মনে অনেক্ষন হাসলাম:) কারণ এটি রুট করা খুবই সোজা!! আমি শুধু শুধু এতদিন অনেক কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করেছি। পুরোপুরি সময় নস্ট। তবে অবশেষে কাজ হয়েছে, এতেই আমি খুশী 🙂
যাই হোক, কাজের কথায় আসি- আশা করি রুট করার সুবিধা/অসুবিধা সবাই জানেন। তবে আগেই বলে নেই- রুট করলে আপনি হ্যান্ডসেটের ওয়ারেন্টি হারাবেন! তবে আমি রুট করার সাথে সাথে আন-রুট করার পদ্ধতিও দেখাব। এছাড়া আপনি স্টক-রম ইন্সটল করে সেট একদম আগের মত করে ফেলতে পারবেন। ফলে ওয়ারেন্টি নিয়ে কোন সমস্যা হবার কথা না। তবুও যা করার নিজ দায়িত্তে করবেন। কোথাও ভুল করে ফোন ব্রিক করে ফেললে অথবা ওয়ারেন্টি হারালে আমি দায়ী থাকব না। আমার সাথে একমত হলে আসুন শুরু করি-

**রুট করার আগে করণীয়**

  • **রুট করার আগে প্রথম এবং অবশ্যপালনীয় যে কাজটি করবেন সেটি হল- আপনার হ্যান্ডসেটের অফিশিয়াল রমের ব্যকাপ নেয়া, যাকে আমরা স্টক রম বলি। এতে কোন সমস্যা হলে রম রিস্টোর করে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। ওয়ালটন প্রিমোর রম ব্যাকাপ রাখার পদ্ধতি জানতে আমার এই টিউনটি দেখতে পারেন।
  • ** রুট করতে হলে আপনার হ্যান্ডসেটে CWM Recovery ইন্সটল করা থাকতে হবে। সেটিও এখানে পাবেন।

- এবার আসি Rooting প্রক্রিয়ায় -

  • ** ভিতরে কয়েকটি ফাইল পাবেন। সেগুলোর মধ্যে SU-Busybox-Installer.zip এবং SU-Uninstaller.zip এই ফাইল দুটি কপি করে আপনার ওয়ালটন সেটের এসডি কার্ডে কপি করুন। এখানে বলে রাখা ভাল- ফাইলদুটি সরাসরি এসডিকার্ডের রুটে কপি করবেন। এসডি কার্ডের ভিতরের কোন ফোল্ডারে নয়।
  • ** ফাইল ট্রান্সফার করা হয়ে গেলে আপনার হ্যান্ডসেটটি বন্ধ করুন।
  • ** এবার আমাদের রিকভারি স্ক্রীনে ঢুকতে হবে। এজন্য হ্যন্ডসেটের ভলিউম-আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন- যতক্ষন পর্যন্ত না লাল স্ক্রীন আসে। লাল স্ক্রীন আসার সাথে সাথে বাটনগুলো ছেড়ে দিন। কয়েকসেকেন্ড পর নিচের মত CWM রিকভারি স্ক্রীন পাবেন।

.

  • ** ভলিউম কি আপ-ডাউন করে এখান থেকে ৫ নম্বর অপশন হাইলাইট করুন এবং পাওয়ার বাটন চেপে সেটি সিলেক্ট করুন।

.

  • ** পরের আপশনগুলো থেকে ১ নম্বর অপশন সিলেক্ট করুন।

  • ** ১ নম্বর অপশন সিলেক্ট করার পর আপনার এসডি কার্ডের ভিতর SU-Busybox-Installer.zip ফাইলটি সিলেক্ট করুন।

  • ** নিচের মত Yes.... অপশন সিলেক্ট করুন।

  • ** ৪/৫ সেকেন্ড পর নিচের Installation Complete! লেখা স্ক্রীন পাবেন। তাহলেই বুঝবেন- আপনার সেট রুট করা হয়ে গেছে 🙂 এবার সেট রিস্টার্ট দিতে পারেন।

  • ** তবে যারা আমার মত সন্দেহপ্রবণ, তারা রুট হল কিনা যাচাই করার জন্য সেট চালু করুন এবং দেখুন নিচের মত SuperUser নামে কোন অ্যাপ্লিকেশন ইন্সটল হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে আপনার সেট রুট হয়ে গেছে।

  • ** যারা রুট সম্পর্কে ধারণা রাখেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে রুট হয়ে গেছে। তবুও যারা ১০০% সিউর হতে চান, তারা আমার দেয়া .rar ফাইলের ভেতর Root Checker Pro v1.2.8.apk নামে একটি সফটওয়্যার পাবেন। এটি আপনার এসডিকার্ডে ট্রান্সফার করে ইন্সটল করুন। সফটওয়্যার ওপেন করলে নিচের মত দেখতে পাবেন-

  • Agree বাটনে ট্যাপ করুন। তাহলে নিচের মত পাবেন
  • ** Okay বাটনে ক্লিক করুন। নিচের মত স্ক্রীন পাবেন-

  • ** Verify Root বাটনে ক্লিক করুন। নিচের মত পাবেন-

  • ** Allow বাটনে ট্যাপ করুন। যদি নিচের মত- সবুজ অক্ষরে Congratulations! You have root access! দেখতে পান, তাহলে মনে করবেন আপনার সেট ১০০% রুট হয়ে গেছে।

ব্যাস, কাজ শেষ। এবার আপনি আপনার সেটের ফুল অ্যাকসেস পেয়ে গেলেন!! ইচ্ছামত সেট ব্যবহার করুন।

** আনরুট ( Un-Root) করবেন যেভাবে **

আন-রুট করাও রুট করার মতই সোজা! রুট করার সময় আমরা SU-Busybox-Installer.zip ফাইল সিলেক্ট করেছিলাম। এক্ষেত্রে SU-Uninstaller.zip ফাইলটি সিলেক্ট করতে হবে। তাহলেই সেট আন-রুটেড হয়ে যাবে!!

হুমম....... সবাই যাতে বুঝতে পারে, সেজন্য আমি বিস্তারিত বর্ণনাসহ স্ক্রীনশটের ব্যবহার বেশী করেছি। তাই টিউনের সাইজ অনেক বড় হয়ে গেছে। তবে আমি শিউর, একবার নিজে ট্রাই করলে আপনাদের কাছে সব ডালভাত মনে হবে এবং এই টিউনে আর কখনো ফিরে আসতে হবে না 🙂
আমার টিউন দেখেও যদি কেউ বুঝে উঠতে না পারেন, তবে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখানে CWM Recovery ইংরেজি ভাষায় আছে, আর আমাদেরটা চায়না ভাষায়। তবে অপশন সব একই। একটু ভাল করে খেয়াল করলেই বুঝবেন আশা করি 🙂

  • আমি চেস্টা করেও মিডীয়াফায়ারে আপলোড করে পারলাম না। কেউ যদি আমার দেয়া ফাইলটা মিডিয়াফায়ারে আপলোড করে আমাকে লিঙ্ক দিতেন, তাহলে উপক্রিত হতাম 🙂
  • কাজ হলে বা কোন সমস্যায় পড়লে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

====== সামান্য আপডেট =======

এই পোস্ট টেকটিউন্সে পাবলিশ করার পর অনেকেই নিজেকে হিমু বলে দাবি করছে এবং এই পোস্ট তার নিজের লেখা বলে দাবী করছে!!
তাই এখানে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিলাম। বাকি যারা নিজেকে হিমু বলে দাবী করছে, তারা সবাই ভুয়া!!

আপডেট ২- স্টক রম ডাউনলোড

গত ২ দিন ধরে অনেকেই আমার কাছে ওয়ালটন প্রিমো হ্যান্ডসেটের স্টক-রম চেয়ে আসছিল। কিন্তু দিতে পারছিলাম না, কারণ আমার কচ্ছপগতির নেটের গতি + মিডিয়াফায়ার ঝামেলার কারণে। মিডিয়াফায়ারে ৯৯% আপলোড হয়ে আপলোড ফেইল দেখায়, তাই মিডীয়াফায়ার বাদ দিয়ে 4shared এ আপলোড করে দিলাম। একটু কস্ট করে ডাউনলোড করে নেন 🙂

আর রম রিস্টোর অথবা ব্যাকাপ করার পদ্ধতি জানতে চাইলে আমার এই টিউনটি দেখতে পারেন।

  • **আমার দেয়া রমটি ডাউনলোড করার পর সেটি এক্সট্রাক্ট করুন।
  • **ভিতরে দেখুন 2012-11-16.17.57.40 নামে একটা ফোল্ডার পাবেন। এটি আমাদের দরকার হবে।
  • **2012-11-16.17.57.40 ফোল্ডারটি কপি করে Sd Card এর clockworkmod\backup ফোল্ডারে অর্থাৎ এসডি কার্ডের clockworkmod ফোল্ডারের ভিতর backup ফোল্ডার পাবেন, সেই backup ফোল্ডারের ভিতর Paste করুন।
  • **যদি আপনার SD Card এ ফোল্ডারগুলো না থাকে, তাহলে নিজেই বানিয়ে নিতে পারেন।

 

ওয়ালটন প্রিমোর স্টক-রম এখান থেকে ডাউনলোড করে নিন।

সবাই ভাল থাকবেন 🙂

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনি Stock Rom টা দিলে ভাল হয় আমার এক Friend এর সেট ব্রিক হয়ে গিয়েছে তার স্টক রমটা দরকার কখন আপলোড দিবেন আপনি?

    @S.M. তানভীর আহমেদ: ভাই, সমস্যা হল মিডীয়াফায়ারে আপলোড করতে পারছি না। ৯৯% হয়ে আর হয় না!! এদিকে আমার নেটের কচ্ছপ গতি। টিটিতে তো অনেকে হাইস্পীড ইন্টারনেট ইউজ করে। তাদের কেউ আপলোড করে দিলে ভাল হত। যাই হোক, আমি আজ রাতে অথবা কাজ সকালে 4shared এ আপলোড করে দিব ইনশাল্লাহ 🙂

      @হিমু: ভাই কেউ আমাকে HELP করবেন? আমি একটি সেট কিনতে চাই। বাজেট ১০০০০। ওয়ালটন প্রিমো নাকি SYMPHONY W25 কোনটা বেশি ভাল হবে? WALTON PRIMO এর ইন্টারনেট স্পিড কি SYMPHONY W25 এর মত হবে ? নাকি এর চেয়ে কম হবে? PLS HELP Me.

কারো কোন সমস্যা হলে আমাকে এখানে জানাতে পারেন অথবা ফেসবুকে টোকা দিন- https://www.facebook.com/shuvo2424

https://www.facebook.com/shakil.naim
shakil.naim নামের একজন আমার পোস্ট এই গ্রুপে পোস্ট করেছে- https://www.facebook.com/groups/357127491043023/
সে দাবী করছে যে সে এটা তার নিজের পোস্ট!! এমনকি সে দাবী করছে সে হিমু!! লোলজজ………।
আজব !! মানুষ এমনও হয়??!!
আমার যে পোস্টটা ফুল কপি করেছে-

অনেক ধন্যবাদ. অপেক্ষায় আছি কখন স্টক রম আপলোড করবেন….

Vai, Symphony W10 ROOT korar system ta keu janaben?
khub e dorkar.

Level 0

vai root to hoye gelo… ekhon ki ki korbo?????

Level 0

Himu vai amr Drive paina bol a No Drive found how 2 solve…………..plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

Level 0

আচ্ছা ভাই এটার performance কেমন ..i mean . সুবিধা অসুবিধা গুল কি কি যদি বলতেন @হিমু

আমি এটি কেনার কথা ভাবছি! ধন্যবাদ।
আচ্ছা এটাতে কি ভাল ভাল গেম (NFS MOST Wanted, GTA3, N.O.V.A 3) খেলা যাবে?

    @Crazy_SOPNIL: GTA3 কোন ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে চলে। বাকিগুলা খেলিনাই।

Level 0

ইয়াহু আমারটা রুট হইছে। অনেক অনেক ধন্যবাদ হিমু ভাই। অনেকদিন পরে লগিং করলাম।

himu bhai,
“shakil” apni na !!!!!????
OMG !!!
ami unake jgs korcilm himu apni kina.uni bollo ha.
ki mitthuuuuuuuuuuuuk
unake ami aro koto reqst korlam jate stock rom ta dei.
ishhhhhhh…….

    @ একজন “স্বপ্নচারী”- এইসব করে উনি কি জাহির করতে চান, আল্লাহ মালুম

ভাই আমিও একটা কিনব। কিন্তু সিম্ফনি নাকি ওয়াল্টন কিনব বুঝতে পারছিনা। এটার পারফরম্যান্স, ক্যামেরা, সাউন্ড, ডিজাইন ইত্যাদি কেমন? শুনছিলাম নেটয়ার্ক নাকি দুর্বল। gps, wifi, 3g ইত্যাদি ঠিকমত কাজ করে? প্লিজ জানান।

ওয়াল্টন প্রিমো আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করা যাবে? প্লিজ কেউ কি বলবেন কিভাবে করব?

    @হাসিন: কোনমতে যা দেয়া আছে তাই চালান ভাইয়া। আপনি অলীক কল্পনা করছেন 🙂

      @দিহান: দিহান ভাই কেমন আছেন??
      K-touch A5 এ তো ICS এ আপগ্রেড করা যায়!! এটাও কনফিগারেশন তো ওটার থেকে ভাল, আমার মনে হয় ইউজ করা যাবে। তবে পারফরমেন্স কেমন হবে সেই ব্যপারে আমি চরম সন্দিহান!!

        @হিমু: ধরুন আইসিএস দিলাম, দিয়ে এক মেনু খুলতে লাগল ১ মিনিট। কি লাভ তাতে?

          @দিহান: ভাই গতকাল A5 এর একটা কাস্টম রুটেড রম ICS 4.0.3 দিয়েছিলাম। শুধু চলে না, আমার কাছে মনে হয়েছে জিঞ্জারের চাইতে পারফরমেন্স ভাল দিচ্ছে। কিন্তু রমটাতে বাগ ছিল- ক্যামেরা কাজ করে না। তাই আবার স্টক রমে ব্যাক করছি 🙁

CWM Recovery English Vertion 5.0.2.8 Download Link http://d-h.st/wIJ Vai eta jodi keo check kore bolten khub valo hoto……….

    @Mahabub Khan: এগুলা কাজ করে না ভাই। অনেক আগেই ট্রাই করে বাধ্য হয়ে চায়না ভার্সন ইউজ করছি।

আমি এক্সপিরিয়া রে ইউজার।আমার টা কিভাবে রুট করব বলেন কেও। আর বুট লোডার জিনিষ টা কি আমি বুজিনা। হেল্প করেন কেওয়া

@একজন “স্বপ্নচারী”- এইসব করে উনি কি জাহির করতে চান আল্লাহ মালুম

Level 2

জরুরি সাহায্য প্রয়োজন/আমার ল্যপটপের এক্সটারনাল কীবোড এর নিচের সারির অথাৎ Z থেকে M পয৴ন্ত বাটনগুলো প্রেস করলে উল্টা পাল্ট অক্ষর অসে এবং কিছুক্ষন পর কম্পিউটার অফ হয়ে যায়। কিন্তু ল্যপটপের বডি কীবোড ঠিকমতো কাজ করেছ। বুঝতে পারছিনা কীবোডটা কি ভাইরাস আক্রান্ত হয়েছে নাকি অন্য সম্যসা এবং লেখা আসে রান ৫৫

Level 0

Bhaya Root kore fellam…………..tq

Level 0

ভাই রুট করার পর রমের স্পেস কতটুকু বারানো যায়।

    @kennedy93: যতটুকু ইউজেবল মেমোরি তার সবটাই ইচ্ছা করলে খালি করতে পারবেন। তবে সিস্টেম ফাইল সব সরাইলে সেট ব্রিক/ডেড হয়ে যাবে। সো সাবধান!! 😉

Level 0

ভাই আপনার কাছে কি walton primo’r অরজিনাল stock rom টা আছে??????
থাকলে তারাতারি দেন আর যদি না থাকে তবে আপনার ব্যাকাপ ফোল্ডারটা rar অথবা zip করে লিঙ্ক টা দেন প্লিজ।
খুবি বিপদে আছি…।
সাহায্য করেন ভাই, সাহায্য করেন…………………।।

Level 0

vai sony ericsson live walkman er root korar kono tune thakle kindly link ta den…ar root korle ki set er battery er kono problem hoy???

Symphony W5 এর জন্য কার্যকর CWM Recovery ইন্সটল করতে পারলে কি এই প্রক্রিয়ায় Symphony W5 রুট করা যাবে?

Level 0

I use windows 7. I installed walton primo driver but i got a massage driver not found. What can i do for the problem .

Level 0

and how can i root my primo whit windows 7

Level 0

মামা এটা কি হলো ??????????????????????? আমার সেটটাতো root হয়ে গেল । খুব ভাল লগছে …………..
যারা windows 7 ব্যবহার করেন তার এই লিংক {{ http://205.196.123.49/nqm36bo6fc0g/25slld940jy5ah6/Driver.rar }} থেকে windows 7 এর Driver নামাতে পারেন । যেটা দিয়ে আমি এই মাত্র root করলাম । তবে Driver টা মেনুয়লি সেটআপ করতে হবে ।প্রথমে ডাটা ক্যাবল দিয়ে PC তে কানেক্ট করবেন । তারপর my computer –> right click–> manage–>Device manager–>ports(com&lpt)–>Tianyu HSUSB Device–> right click–> install/update driver–> তার পর নিচের অপশনটা সিলেক্ট করে আপনার পিসির যেখানে Driver টা Download করে রেখেছেন সেটা চিনিয়ে দিন ।

Level 0

প্রথমে ডাটা ক্যাবল দিয়ে আপনার Walton Primo টাকে PC তে কানেক্ট করবেন ।

Level 0

ভাই আমি new user. দয়া করে বলবেন কি, রুট কি?? রুট করলে 4.0 তে আপডেট করা যাবে কিনা??

Level 0

Himu vai Gangstar Rio 820 MB data dwnld kor ci bt play hoy na…..R o dorkar bol a……..VAi R o ki file lagbe???????

ভাই কেউ আমাকে HELP করবেন? আমি একটি সেট কিনতে চাই। বাজেট ১০০০০। ওয়ালটন প্রিমো নাকি SYMPHONY W25 কোনটা বেশি ভাল হবে? WALTON PRIMO এর ইন্টারনেট স্পিড কি SYMPHONY W25 এর মত হবে ? নাকি এর চেয়ে কম হবে? PLS HELP Me.

Ami class 6 e pori
Tai Ami Aro Valo moto Parmu

Level 2

হিমু ভাই,আমি সেট রুট করেছি,কিন্তু আমি বুজতে পারসিনা আমার ফোন এর apps গুলো কিভাভে sd card এ নিতে পারব।আমি stoc rom install করি নাই।pls আমাকে বিস্তারিতো জানালে উপকার হত,

    @motaleb52: এসডী কার্ড পার্টিশন করে লিঙ্ক২এসডি ব্যবহার করেন।

Level 0

Dear Brother, Thank you very much for root process and others. By your instruction, I am able to root but one think want to clarify that when I used Symphony w10, there I found that 170 mb rom and exactly I got that but in this set it said that 512 mb rom but only shows total size 151.88 ( by android assistant). I don’t understand the rom capacity in it. Can you please inform me how to increase it…

    @faruk78: ভাই আমাদের রম ৫১২মেগা। কিন্তু ইউজার এভেইলেবল মানে ব্যবহার করতে পারবেন ১৫০ মেগা। রুট করার পর অবশ্য কিছু মেমোরী বারাতে পারবেন

Level 0

মিডিয়াআগুন (mediafire) link :
এই নিন ওয়ালটন প্রিমোর স্টক-রম মিডিয়াআগুন (mediafire) link :
http://www.mediafire.com/?cudeuc9v1pqaq4u

Level 0

Bhai, Boilen na, Ja koshto korlam koyekdin, 1GB er moto vivinno software namaisi, kono kaj hoy nai…..

Level 0

Bhai, Primo ki Icecream sandwitch e upgrade kora jabe?? gele ektu janan.

    @slash_cps: হ্যা, করা যাচ্ছে। তবে জিঞ্জারব্রেডে ব্যাক করা নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছে। এটি সল্ভ করা গেলেই পোস্ট পাবেন।

Dear Bro
I’ve HTC EVO 3D Handset,I Want to Root My Phone,How Can i do It?
Android Version 4.0.3
HTC Sense Version 3.6
Please Kindly Give Information

Level 0

vai map korben. primo set diya play store-a log in korbo ki vabe? amar ta hosche na. janale khub upokar hoto.

    @shohag1418: এটা প্রিমোর প্রবলেম না। সরকারের। তারা ইউটিউব বন্ধ করে দেয়ার পর থেকে এই প্রবলেম হচ্ছে। যেকোন একটা ভিপিএন ব্যবহার করেন। লগিন করতে পারবেন।

আপনি কি এটা এক্সপি তে করেছেন?আমি তো সেভেন চালাই।সব ঠিক মত হলো।কিন্তু Waiting for Device লেখা এসে বসে আছে।আর কিছুই হচ্ছেনা।এখন কি করবো?

Level 0

ভাই কারও কাছে কি Walton Primo রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন । আমার কাছে একটা রুটেড ROM আছে কিন্তু এটা বাগ হচ্ছে Camera ও Google play open হয় না । আবার Original ROM এর Root করলেও Apps সব মুভ করা যায় না যেটা একটা অনেক বড় সমস্যা । কারও কাছে Supported পরিহ্মীত রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন আমি এবং আমার অনেকেই উপকৃত হবে ।

Level 0

@himu vi thank you so so so so much vi amar phone successfully root hoeche and now ami fully loita poita use kortasi thank you again vi………..

Level 2

SAMSUNG GALAXY s2 GT-i9100G root korte chay

Level 0

Himu Vhiaia ami onek chesta koreow amr walton primo te CWM Recovery install korte prai nai. Pc te usb driver successfully install hoice but mobile a jokhon fastboot mood(green screen) a pc te connect kori tokhon pc te show kore “A problem occurred during the hardware installation, your hardware might not be work propwrly”.. Ami koyekta pc te try korci but akoi problem… pls help me vhaia…

Level 0

ভাই আমারো একই সমস্যা আপনার .Walton Primo এর Boot Fixer (Custom Kernal) দরকার তবেই আপনার usb boot সফল হবে ।কিন্তু সমস্যা হচ্ছে এটা কেউ সেয়ার করছে না।আপনি চেষ্টা করেন যদি পান।

Level 3

vai ami win7 a kono vabei walton primor driver setup korte parsina…plzzz keu help koren vai plzz. bises kore himu vaiyer dristi akorson korsi vai plz help me…..

Level 3

himu vai akta problem a porsi,,,rom backup korar je sys diyesen,,,okhane cwm ta ami puropuri,,,flash koresi but tarpor abar power+volume up button chepe dhore thakleo amar red screen astesena and cwm er screen tao astesena,,,,ami ki korte pari vai plzz hel koren tasara root korte partesina. r thanks vai drriver ta kaj kortese….ami e milon14. vai plz help…jodi paren vaiya amk akta response jodi koren-01713797489(onek upokrito hotam)

Level 3

vai oboshese backup o korlam,,,root o korlam……..owao its really amazing..

Level 0

ভাই আমার Walton Primo C1 কি এই ভাবে রুট করা যাবে ?

vai Walton Primo D1 root korte chai help korle opokito hoitam.
vai amar email addres hola
[email protected]
thanks.

@ হিমু ভাই, symphony 25 রুট করার টিপ্স জানলে পোস্ট করবেন প্লিজ।

Level 0

walton primo c2 root korte chai. pls. help me.

@Alam RDB, visit koren, http://www.waltonforum.com/index.php/board,553.0.html download koren ar root kore felen ekhoni, aji korilam 10 minutes ago.

হিমু ভাই, রুট করার পর কিভাবে ফোনটা রিস্টার্ট করব… ইউএসবি দিয়ে ফোন নিজে নিজে রিস্টার্ট হবে নাকি… নাকি আমাকে রিস্টার্ট করতে হবে ইউএসবি খুলে…. আর একটা ব্যাপার… আমার ফোনের ভলিউম বাটন কাজ করে না… আমার ফোন কি রুট করতে পারবো?

যারা Walton Primo Series এর বিভিন্ন Model এর Android Set ব্যবহার করতেসেন তারা খুব তারাতারি Official Stock ROM বা Firmware ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে… http://www.waltonforum.com/index.php/board,11.0.html Stock Rom সহ Flash Tool, Driver Inculde kora ache protiti model er jonne. ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।

ভাই SU-Busybox-Installer.zip এবং SU-Uninstaller.zip এর Link expired হয়ে গেছে। দয়া করে আপডেট করে দেন। ফোন নিয়ে খুব বিপদে আছি।

himu vai apnar facebook id r link ta den.ami Walton primo nh2 root korte partasi na