আমাদের মাঝে যারা ড্রপবক্স ফ্রিতে ব্যাবহার করেন তাদের স্টোরেজ নিয়ে প্রায়ই ভাবতে হয়... সাধারনত ড্রপবক্সে একাউন্ট খোলার পর আপনি ২ জিবি স্পেস পাবেন অনলাইন স্টোরেজের জন্য। কিন্তু এখন আপনি সম্পূন ফ্রীতে পেতে পারেন আরো ২৩ জিবি ফ্রী স্টোরেজ। তার জন্য আপনার একটি এন্ড্রয়েড ডিভাইস থাকতে হবে। আমার শেয়ার করা লিঙ্ক থেকে এন্ড্রয়েডের জন্য APK ফাইল'টি আপনার ডিভাইসে ইন্সটল করতে হবে। তবে আপনার ডিভাইসে যদি পূর্বে ড্রপবক্স ইন্সটল করা থাকে তাহলে তা আনইন্সটল/রিমুভ করতে হবে এবং আমার দেয়া Dropbox APK নতুন করে ইন্সটল করতে হবে।
ইন্সটলের পর আপনার এন্ড্রয়েড ডিভাইস থেকে আপনার ড্রপবক্স একাউন্টে লগইন করুন আর দেখুন ২৩ জিবি যুক্ত হয়েছে। আর যদি ড্রপবক্সে আপনার একাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে নতুন একাউন্ট খুলতে পারেন। আপনার একাউন্টে পূর্বে যদি ২ জিবি স্পেস থাকে তার সাথে ২৩ জিবি যুক্ত হয়ে মোট ২৫ জিবি হবে স্টোরেজ হবে...
২ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন 🙂 ধন্যবাদ....
https://skydrive.live.com/redir?resid=4E82BD6FD59F9989!3692&authkey=!AJn7bG6qBMSSH4c
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Try করছি 😀