DROPBOX’এর জন্য 23 GB ফ্রী স্টোরেজ লুফে নিন…!!!

আমাদের মাঝে যারা ড্রপবক্স ফ্রিতে ব্যাবহার করেন তাদের স্টোরেজ নিয়ে প্রায়ই ভাবতে হয়... সাধারনত ড্রপবক্সে একাউন্ট খোলার পর আপনি ২ জিবি স্পেস পাবেন অনলাইন স্টোরেজের জন্য। কিন্তু এখন আপনি সম্পূন ফ্রীতে পেতে পারেন আরো ২৩ জিবি ফ্রী স্টোরেজ। তার জন্য আপনার একটি এন্ড্রয়েড ডিভাইস থাকতে হবে। আমার শেয়ার করা লিঙ্ক থেকে এন্ড্রয়েডের জন্য APK ফাইল'টি আপনার ডিভাইসে ইন্সটল করতে হবে। তবে আপনার ডিভাইসে যদি পূর্বে ড্রপবক্স ইন্সটল করা থাকে তাহলে তা আনইন্সটল/রিমুভ করতে হবে  এবং আমার দেয়া Dropbox APK নতুন করে ইন্সটল করতে হবে।

 

ইন্সটলের পর আপনার এন্ড্রয়েড ডিভাইস থেকে আপনার ড্রপবক্স একাউন্টে লগইন করুন আর দেখুন ২৩ জিবি যুক্ত হয়েছে। আর যদি ড্রপবক্সে আপনার একাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে নতুন একাউন্ট খুলতে পারেন। আপনার একাউন্টে পূর্বে যদি ২ জিবি স্পেস থাকে তার সাথে ২৩ জিবি যুক্ত হয়ে মোট ২৫ জিবি হবে স্টোরেজ হবে...

২ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন 🙂  ধন্যবাদ....

APK DownLoad Link:

https://skydrive.live.com/redir?resid=4E82BD6FD59F9989!3692&authkey=!AJn7bG6qBMSSH4c

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Try করছি 😀

দারুন তো!

Level 0

try kora janabo

জ়িপ ফাইল , ইন্সটল হয়না 🙁

নাবিল ভাই অনেক দিন পর আপনার পোস্ট পেলাম, আজকে ৯ জিবি ফাইল রাখা লাগবে ট্রাই করে দেখি

    @অর্জন: ধন্যবাদ 🙂 অবশ্যয় রাখতে পরবেন…. স্ক্যাইড্রাইভে 25 জিবি স্টোরেজ ফ্রি কিন্তু আপলোড/ডাউনলোড ড্রপবক্স থেকে স্লো…. 🙂 তাই ড্রপবক্স রক্স 🙂

নাবিল ভাই, Android e try korsi. But pelam na to. stiil 2 GB dekhacche.. 🙂

    @faisaaal007: আগে যদি ড্রপবক্স ইন্সটল করা থাকে তা হলে তা আনইন্সটল করুন তারপর আমার শেয়ার করা এপিকে ইন্সটল করুন নেট সংযোগ চালু রাখুন…. 🙂 আমার সমস্যা হয়নি।

Thank you 🙂 কাজ হইছে , এখন 26 জিবি । 23 জিবি ফ্রি কিভাবে হল ? ব্যাখ্যা করবেন, 2 বছর পর কি বাতিল হয়ে যাবে?

    @জাকারিয়া হোসাইন: গ্রেট 🙂 এটা HTC’র U.S. AT&T and Verizon customers দের জন্য বিশেষ অফার ছিল… বিস্তারিত এখানে: https://www.dropbox.com/help/249/en তবে চিন্তার কোন কারন নেই আগে দুই বছর নিশ্চন্তে ব্যাবহার করতে থাকেন, দুই বছর তখন হয়তো তার স্টোরেজ নিয়া ভাবতে হবে না আনলিমিটেড ক্লাউড স্টোরেজ থাকবে 🙂

Kaj hoy Ni
Ekhono 2gb dekhay

    @Ochena Rahul: আগে যদি ড্রপবক্স ইন্সটল করা থাকে তা হলে তা আনইন্সটল করুন তারপর আমার শেয়ার করা এপিকে ইন্সটল করুন নেট সংযোগ চালু রাখুন…. আর না হয় নতুন একটি একাউন্ট খুলুন এখান থেকে: http://db.tt/oIEQO0u0

দারুন তো, কাজে লাগবে।

Level 0

Helpful tune

এটা dextop এ কাজ করবে কি ?

    @szamansarkar: হ্যা কাজ করবে… শুধু এন্ড্রয়েড দিয়ে ভেরিফাই করানো… তারপর সব নরমাল ড্রপবক্সের মত 🙂

Level 0

ডেক্সটপে অ্যান্ড্রইড এমুলেটর দিয়া .apk ওপেন করলে কাজ হবে? আর ২ বছর পর আনলিমিটেড ক্লাউড মানে বুঝলাম না!

    @cockroach: কাজ হবার সম্ভবনা আছে 🙂 আমি পরীক্ষা করে দেখি নি… আপনি ট্রাই করে রেজাল্ট কি হয় জানাবেন অবশ্যয় 🙂 আগে দু;বছর শেষ হোক তখন নতুন কোন পন্থা পাওয়া যাবে… তবে ড্রপবক্সের ফাইল আপনি স্ক্যাইড্রাইভে ট্রান্সফার করতে পারেন.. স্ক্যাইড্রাইভ ২৫ জিবি স্টোরেজ দেয়। আর বললাম 2 বছর ততদিনে হয়তো এগুলোতে লিমিটেশন থাকবে না (সম্ভবত)।

kajer somoi kaji ,kaj na holei paji,,,,,,,23 gb free space niben but ektu koshto korte parben na?
koshto kore tune korechen ekjon,tar sathe emon bebohar na korleou paren upnara :S

Samsung Galaxy S3 এর সাথে আমি ৫০ জিবি ফ্রি পেয়েছি ড্রপবক্সে। এই .apk ব্যবহার করলে সম্ভবত ৫০ জিবি করেই পাওয়া যেত।

অনেকদিন পর আপনার টিউন দেখালাম,আপনাদের মতন টিউনাররা টিউন থেকে বিরত থাকেন বলে আজকাল টিটিতে ভাল টিউনের সংখ্যা নিম্নমুখি,আশা করছি আরেকটু নিয়মিত হবেন এবং টিটিকে আরো সমৃদ্ব করবেন,ধন্যবাদ টিউনের জন্য।

    @আতাউর রহমান: নিয়মিত পোস্ট দিতে চাই… কিন্তু মানুষের কমেন্টস শুনে মনে হয় তাদের সব কিছু গিলিয়ে দিয়ে আসবে।।। এসব কারনেই এখন আর পোষ্ট দিতে ইচ্ছে করে না।।। 🙁

ভাই পোষ্ট এর জন্য অনেক ধন্যবাদ , আর অবশ্যই কাজে লাগবে 🙂

Level 2

ভাই এরকম টিউনই আশা করছিলাম আপনাকে অসংখ অসংখ ধন্যবাদ।

vai install korta parci na.. parla amk file tha send koren.. [email protected]

Level 0

ভাই, ইন্সটল করছি।। কিন্তু ২৩ জিবি তো আসলোনা।।

23 জিবি পেয়েছি ভাই, ধন্যবাদ। কিন্তু মনে হয় খুব বেশিদিন ব্যবহার করতে পারবো না।

Level 0

ভাই ড্রপবক্স সম্পরকে বিস্তারিত জানতে চাচ্ছিলাম,।

    @saif367: ড্রপবক্স একটি ফাইল হোস্টিং সার্ভিস। সার্ভিসটি ক্লাউড স্টোরেজ, ফাইল সিনক্রোনাইজেশন এবং ক্লায়েন্ট সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকে। ড্রপবক্স তাদের ব্যবহারকারীদের নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ফোল্ডার তৈরি করতে দেয় যেটি ড্রপবক্স সিনক্রোনাইজড করে থাকে যাতে ব্যবহারকারী পরবর্তীকালে যে কম্পিউটারই ব্যবহার করুক না কেন, তারা যেন সেই ফোল্ডারটি (ফোল্ডারের ভিতরে থাকা সমস্ত ফাইল বা উপাদানসহ) হুবহু ব্যবহার করতে পারে। এই ফোল্ডারে থাকা ফাইলগুলো ওয়েব সাইট কিংবা মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সাহায্যেও ব্যবহার করা যায়। আরো বিস্তারিত : https://www.dropbox.com/features

নাহ নাবিল ভাই, আমার কাজ করে নি 🙁

amaro kaj koreni,amar mone hoy aro clear vabe likhle sobar jonno valo hobe

Level 0

Dear nabil bhai,
if you dont mind, plz provide me your mobile number i m a new man in t.t………..

ওয়াও!!! কাজ হইছে। ২৫জিবি+ ড্রপবক্স স্টোরেজ। ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

কাজে লাগছে, অনেক অনেক ধন্যবাদ নাবিল ভাই।

Level 0

ame galaxy s i9000 use kre. kaj holo nato.
amr show kre 2.5 gb .

Level 0

Vi aita ki windows e babohar kora jabe?