আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এ্যান্ড্রয়েডের জন্য সেরা দুইটি ফটো ভিউয়ার এপ্লিকেশন নিয়ে। আমার মত অনেকেরই হয়ত গ্যালারীর ছবি দেখতে ঝামেলা হয়। ফটো লোডিং টাইম ওএস এর ডিফল্ট গ্যালারী এপ্লিকেশনে এত বেশি হয়ে দাঁড়ায় যা বলার মত নয়। এই দুইটি এপ্লিকেশনের সাহায্যে খুব দ্রুত গতিতে আপনি আপনার এসডি কার্ডের ছবি গুলো বাউজ সহ ছবি সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন।
১. ফুল স্ক্রীন ব্রাউজিং সেই সাথে সেন্সর এর মাধ্যমে রোটেশন সুবিধা।
২. মাল্টি একাউন্ট সার্চের ক্ষমতা (টাইটেল, ট্যাগ ইত্যাদি)
৩. এ্যালবাম আপডেটের অটোমেটিক নোটিফিকেশন (ফ্লিকার ও ফটোবাকেট ছাড়া)
৪. স্লাইড শো এবং লাইভ ওয়ালপেপার (২.১+ ওএস)
৫. মোবাইলের ছবি গুলো মুভ করা, ডিলিট করা এবং রোটেট করার ব্যাবস্থা।
৬. মাল্টিটাচ জুমিং এ্যান্ড্রয়েড ২.০+ এ এবং পুরোনো সংস্করণ গুলোর জন্য ওয়ান টাচ জুমিং।
৭. ট্যাগ এডিটিং, ফাইল শেয়ারিং সহ আরও অনেক ফিচার যুক্ত এই ফটো ভিউয়ার।
ডাউনলোডঃ জাস্টপিকচার্স ৬.৪ [মাত্র ৬৪৫.৫ কে.বি]
ইন্সটলেশনঃ আন-রার করুন, এসডি কার্ডে কপি করুন এবং সাধারণ নিয়মে ইন্সটল করুন।
####এসডি কার্ডে মুভ করার উপযোগী এপ্লিকেশন####
এটি খুবই ভাল মানের একটি ফটো ব্রাউজার, দেখে নিনে এর বৈশিষ্টঃ
১. সেরা কোয়ালিটিতে এবং অত্যন্ত দ্রুততার সাথে ছবি দেখা এবং স্লাইড শো করার জন্য এটি খুবই ভাল মানের একটি এপ্লিকেশন।
২. অসংখ্য ছবি থাকলেও এটি খুব দ্রুততার সাথে কাজ করে এবং কোন ব্যাকগ্রাউন্ড সার্ভিস ছাড়াই।
৩. ইচ্ছামত ফোল্ডার যোগ করা বা বাদ দেওয়া যায়।
৪. GIF এনিমেশন সাপোর্ট করে। সাধারণ ভিডিও প্লে করতে পারে।
৫. ফটো এবং ভিডিও হাইড করা যায় সেই সাথে পাসওয়ার্ড ব্যবহারের ব্যাবস্থা আছে।
৬. মুভ করা, নাম বদলানো, স্মুথ পিকচার চেঞ্জ, রোটেট করা, স্রিংক, ক্রোপ ইত্যাদি ছাড়াও আরও অনেক কিছুই করতে পারবেন এই সফ্টওয়্যারের সাহায্যে।
এবার ডাউনলোদের পালা।
ডাউনলোডঃ এখানে ক্লিক করুন (২৭৩ কে বি)
ইন্সটলেশনঃ আন-রার করুন, এসডি কার্ডে কপি করুন এবং সাধারণ নিয়মে ইন্সটল করুন।
####এসডি কার্ডে মুভ করার উপযোগী এপ্লিকেশন####
এবার পালা ডিকশনারীর । এই ডিকশনারিটিতে আছে ২১০০০ এরও বেশি শব্দ। এর সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। আসুন প্রথমেই ডাউনলোড করে নেই এই ডিকশনারিটি।
প্রথমে এই APK ফাইলটি ডাউনলোড করে নিন। (১১৫.৪ কেবি)
এইবার এই জিপ ফাইল টি ডাউনলোড করুন (৬৫.২৫ মেগা বাইট)
ইন্সটলেশন প্রসেসঃ
BanglaDictionary.apk ইন্সটল করুন। জিপ ফাইলটি আন জিপ করুন এবং এর ভিতরের A-Z পর্যন্ত সব ফোল্ডার গুলো আপনার এসডি কার্ডে e2b নামে একটা ফোল্ডার তৈরি করে পেস্ট করুন। এপ্লিকেশনটি রান করুন। ডিকশনারী সেটিংস এ Offiline data location এ ট্যাপ করে /e2b লিখে OK করুন । এবার নিশ্চিন্তে ব্যবহার করুন ডিকশনারীটি। এটি অনেকটা সিলিকন (পিসি) ডিকশনারী এর মত কাজ করে। আজ এ পর্যন্তুই। ধন্যবাদ সবাইকে।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার Sony Ericsson U20I মডেলের মোবাইলে ফাইল ম্যানেজার খুজে পাচ্ছি না। এ বিষয়ে আপনি কোন হেল্প করতে পারবেন কি?