Android মোবাইলের জন্য নিন নামাযের সময়, আযান ও ক্বিবলার দিক নির্ধারণের সফটওয়ার!

আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

বর্তমানে Android মোবাইলের দাম কমে আসায় এবং Symphony , Walton এর মত কোম্পানিগুলো স্বল্পমূল্যে Android স্মার্টফোন বাজারে নিয়ে আসায় অনেকেই এই মোবাইলগুলো ব্যবহার শুরু করছেন। যদিও Google এর Play Store থেকে Android এর জন্য সহজেই বিভিন্ন Apps নামিয়ে নেয়া যায়। তবে, যাদের নেট ব্যবহারের সুযোগ কম রয়েছে তাঁদের জন্য এই সফটওয়ারটি কাজে আসবে। আর যাদের নেট ব্যবহার করার সুযোগ রয়েছে, তারাও এটা ব্যবহারের ফলে নামাযের সময় জানার বিভিন্ন Apps ডাউনলোড করার ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।

এবার আসুন, জেনে নিই কিভাবে এটাকে ব্যবহার করবেন।

১) প্রথমেই নিচে দেয়া লিঙ্ক থেকে Prayer Time Android Islamerpoth.com সফটওয়ারটি পিসিতে ডাউনলোড করে Unzip করে নিন।

২) এরপর আপনার Android মোবাইলের মেমোরি কার্ডে Unzip করা (Prayer Time & Qibla (Widget) Islamerpoth.com.apk) ফাইলটি পিসি থেকে USB কেবল অথবা Bluetooth এর মাধ্যমে কপি করে নিন।

৩) Android এর যেকোন ফাইল ম্যানেজার দিয়ে ব্রাউজ করে মেমোরি কার্ডের যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সফটওয়ারটি মোবাইলে ইন্সটল করে নিন।

৪) সফটওয়ারটি চালু করে Settings থেকে My Location এবং সেখান থেকে Select Location এ যেয়ে দেশ = Bangladesh এবং সিটি = Dhaka নির্বাচন করে নিন, অথবা আপনার নিজের এলাকা অনুযায়ী নির্ধারণ করুন।

৫) Time Zones +6 Almaty, Dhaka দিন।

৬) Calculation Method এ Univercity of Islamic Sciences, Karachi দিয়ে দিন।

ব্যস, আপনার প্রিয় Android স্মার্টফোনটি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাযের সময় জানানোর জন্য প্রস্তুত।

*সফটওয়ারটি Desktop গ্যাজেট অথবা মূল পোগ্রাম হিসেবে মেনু থেকে ব্যবহার করা যাবে।

ডাউনলোড লিঙ্কঃ Prayer Time Android

লেখাটি প্রথমে এখানে প্রকাশিতঃ http://islamerpoth.com/?p=288

ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুনঃ http://islamerpoth.com

সবাইকে আবারো পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai Calculation Method e Univercity of Islamic Sciences, Karachi keno debo umm -al Qura keno debo na?

Level 0

Univercity of Islamic Sciences এর সময়টি বাংলাদেশের পত্রিকায় দেয়া নামাজের সময়ের সাথে মিলে যায় বিধায় এটা দিতে বলেছি। অপশন যেহেতু আছে, তাই আপনি চাইলে অবশ্যই umm -al Qura দিতে পারবেন। আপনি চাইলে Asor Praying Method ও পরিবর্তন করতে পারবেন।