এন্ড্রয়েড ডিভাইসে, সেটা ফোন বা ট্যাব যেটাই হোক না কেন, গেম খেলা একটা জনপ্রিয় ব্যাপার। ডিভাইসের ক্ষমতা বা সীমাবদ্ধতা অনুযায়ী বিভিন্ন গেম খেলার অভিজ্ঞতা থাকে বিভিন্ন রকমের। স্মার্টফোন ও ট্যাব দুটোতেই গেম খেলার সামান্য অভিজ্ঞতার আলোকে আমার কাছে ট্যাবে গেমগুলোকে অনেক সাবলীল মনে হয়েছে। গ্যালাক্সী ওয়াই ডুয়োস বাজেট স্মার্টফোন থাকার কারণে, অনেক ভাল গেম খেলা দূরে থাক, ইন্সটলই করতে পারিনি। তাই আমার লেখা রিভিও মূলতঃ ট্যাব-কেন্দ্রিক।
মার্বেল ব্লাস্ট ৩ (ভার্সন ১.০.৬/১৯ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৫) একটি ক্যাজুয়াল মেইজ গোত্রের গেম। যারা জুমা গেমটি খেলেছেন তাদের কাছে এটি পরিচিত লাগতে পারে। আপনাকে যা করতে হবে তা হল, একটি মার্বেল শুটিং গান দিয়ে গড়িয়ে আসা মার্বেল গুলোর একই রঙের কমপক্ষে তিনটি মিলিয়ে ধ্বংস করতে হবে। বিভিন্ন সময়ে পাওয়া পাওয়ার আপ গুলো দারুণ কাজে লাগে। এই গেমটি প্রথম দিকে সহজ মনে হলেও, কিছুক্ষন পর তাল হারিয়ে ফেলার মত অবস্থা হয়। সুন্দর সব লেভেলে বিন্যস্ত গেমটি সময় কাটানোর জন্য দারুণ।
দারুণ উত্তেজনাকর এই ফ্রি গেমটিতে আপনি দৌড়াতে দৌড়াতে রীতিমত হাঁপিয়ে উঠবেন। আপনি একটি মন্দির থেকে একটি অভিশপ্ত মূর্তি চুরি করেছেন, আর আপনাকে তাড়া করছে বানর-রুপী কিছু দানব। আপনাকে নিজের প্রান নিয়ে অতিক্রম করতে হবে দুর্গম সব জায়গা, অবলম্বন করতে হবে নানা শারীরিক কসরত। চলতি পথে সংগ্রহ করা ক্যেন দিয়ে কিনতে পারবেন নানারকম পাওয়ার আপস। টেম্পল রান (ভার্সন ১.০.৮/২৩ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৬) আসলেই একটি শ্বাসরুদ্ধকর গেম।
ভার্চুয়াল টেবিল টেনিস থ্রি ডি (ভার্সন ২.৭.৩/৬ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৫) একটি সিম্পল টেবিল টেনিস গেম। সিপিইউ এর সাথে খেলা এই গেমটিতে আপনি মোটামুটি সত্যিকারের টেবিল টেনিস খেলার একটা অনুভূতি পাবেন। নভিস, ইন্টারমিডিয়েট ও এক্সপার্ট এই তিনটি লেভেলে আপনি খেলতে পারবেন, বেছে নিতে পারবেন দশটি দেশ থেকে যে কোন প্রতিপক্ষ। এক্সপার্ট লেভেলে ক্রমান্বয়ে এগিয়ে যাওয়াটা আসলেই চ্যালেঞ্জিং।
এটিল্ট থ্রিডি ল্যাবিরিন্থ ফ্রি (ভার্সন ১.৫.৩/৩.৩ মেঃ বাঃ/স্টার রেটিং ৪.৪) আর্কেড গোত্রের একটি গেম যেখানে আপনাকে যা করতে হবে, তা হল, একটি বলকে বোর্ডের অনেকগুলো গর্ত বাঁচিয়ে নির্দিষ্ট পয়েন্টে নিয়ে যেতে হবে। ডিভাইসের এক্সেলারোমিটার-নির্ভর এই গেমটিতে গর্ত বাঁচিয়ে বলকে এগিয়ে নিয়ে যাওয়া মাঝে মাঝে অসম্ভবই মনে হয়। লেভেল যতই বাড়তে থাকে, গর্তের সংখ্যা ও বোর্ডের লে-আউট ততই জটিল হতে থাকে।
আজ এখানেই ইতি। সবাই ভাল থাকবেন - ঈদ মুবারক।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগল পোষ্টটি