ওয়ালটন প্রিমো (Walton Primo) হ্যান্ডসেটের ইউএসবি ড্রাইভার (Tianyu HS-USB Driver) দরকার?? এখনই ডাউনলোড করে নিন ফ্রী!!!

কিছুদিন আগে ওয়ালটন বাজারে এনেছে নতুন অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। যার নাম ওয়ালটন প্রিমো। আমার মত অনেকেই এটি কিনেছেন। আসলে এত কম দামে বেশ ভাল সেটই তারা আমাদের দিচ্ছে। আপনারা যদি এটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা এই রিভিউটি দেখতে পারেন। আমাদের সামুর এক ব্লগার চমৎকার একটি রিভিউ দিয়েছেন। তাই আমি আর অপচেস্টা করলাম না।
যাই হোক, মূল কথায় আসি। এই হ্যান্ডসেটটি কেনার পর প্রথমেই যে সমস্যায় পরবেন, সেটি হল- এর ইউএসবি ড্রাইভার পাবেন না। ওয়ালটন তাদের ওয়েবসাইটে বা ফেসবুক ফ্যানপেজে কোথাও কোন ড্রাইভার দেয়নাই। ফলে বার বার ব্যাককভার/ব্যাটারী/মেমোরীকার্ড খুলে ডাটা ট্রান্সফার করতে হয়। যা খুবই ঝামেলার একটি কাজ। তবে আমি একটি থার্ডপার্টি ড্রাইভার খুজে পেয়েছি, যেটি খুব সুন্দরভাবে কাজ করে।
প্রথমেই এখান থেকে ড্রাইভারটারটি ডাউনলোড করে নিন। মাত্র ৫ মেগাবাইট।
ডাউওনলোড করার পর Extract করে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। সিরিয়াল সাথে দেয়া আছে। সেটাপ দেয়ার পর সামান্য একটু কাজ করতে হবে। এক্সপার্টরা খুব সহজেই বাকি কাজ করতে পারবেন। তবে আমার মত যারা নাদান, তারা নিচের ধাপগুলো অনুসরণ করুন-

**আশা করি ড্রাইভার ইন্সটল দিয়ে ফেলেছেন। এবার ডাটা কেবল দিয়ে আপনার ফোন পিসির সাথে কানেক্ট করুন। তাহলে ড্রাইভার ইনফরমেশন চেয়ে নিচের মত উইন্ডো আসবে। ছবিতে দেখানো যায়গাতে ক্লিক করে নেক্সট চাপুন।


**Install from a list or specific location (Advanced) এ ক্লিক করে নেক্সট চাপুন।

**Include this location in the search এ টিক দিয়ে Browse এ ক্লিক করুন।

**এখান থেকে নিচের মত C Drive এ Walton Primo Driver by- SHUVO ফোল্ডারটিতে ক্লিক করে OK তে ক্লিক করুন।

**এবার নেক্সট চাপুন

**তাহলে দেখবেন নিচের মত করে ড্রাইভার ইন্সটল হচ্ছে।

**সবশেষে Finish বাটনে চাপ দিয়ে কাজ শেয করুন।

ড্রাইভার তো ইন্সটল দিলেন, এবার ফোনেরও কিন্তু একটু কাজ বাকি আছে। নিচে দেখুন-

....

**প্রথমেই ফোনের Settings> Applications> Development এ যান। এবার USB Debugging এ টিক দিন। কোন ওয়ার্নিং মেসেজ পেলে ওকে করুন।

**এবার হোমপেজে ফিরে আসুন। একদম উপরে বাম দিকে দেখুন USB এর একটা চিহ্ন এসেছে। এবার উপর থেকে নিচে স্লাইড করে আসার পর USB Connected Select to Copy files to/from your Comuter এ ক্লিক করুন। (কোন ওয়ার্নিং মেসেজ পেলে ওকে করুন।)

** এবার Turn on USB Stroage এ ক্লিক করলেই মাই কম্পিউটারে আপনার ফোনের SD Card এর ড্রাইভ দেখতে পাবেন এবং সেখানে ঢুকে ডাটা ট্রান্সফার করতে পারবেন। (কোন ওয়ার্নিং মেসেজ পেলে ওকে করুন।)

ব্যাস কাজ শেয। আসলে ব্যাপারটা খুবই সোজা। আমি স্ক্রীনশট দিয়ে বিস্তারিত বর্ননা করেছি। তাই লেখার সাইজ একটু বড় হয়ে গেছে। আমি শিওর আপনি একবার করলেই আজীবণ মনে থাকবে। এই পোস্টে ঢোকার আর দরকার হবে না।
এবার ইচ্ছামত গেমস/ সফটওয়্যার/ভিডিও/অডিও পিসি দিয়ে ডাউনলোড করে মোবাইলে ট্রান্সফার করে মজা লন। সাথে ভাল কিছু পাইলে আমাদের সাথেও শেয়ার কইরেন 🙂

********নোটঃ-********

**ওয়ালটনের এই সেটটি হুবহু চায়না সেট K-Touch w619 (A5) এর মত। আসলে মত বললে ভুল হবে। সেম সেট, শুধু প্রসেসর এর সামান্য পার্থক্য আছে। তো......এই K-Touch মোবাইলটি তো রুট করা যায়। নেটে টিউটোরিয়ালও আছে। তাহলে তো ওয়াল্টনের এই সেটটিও রুট করা সম্ভব?? টেকি ভাইরা কি একটু নজর দিবেন??
**আমি যে ড্রাইভারটি দিয়েছি সেটি দিয়ে শুধু ইউএসবি কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করা সম্ভব। অন্য কোন কাজ সম্ভব নয়।
**ছবিগুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

**আমি উপরের প্রসেসটি উইন্ডোস এক্সপিতে টেস্ট করেছি। তবে ইউন ৭ এও কাজ হবার কথা। আপনারা যারা সেভেন ব্যবহার করেন, তারা জানাতে পারেন।

.................

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

vai thanks bt amar to kono kichu charai cnnect hoi

Level 0

হিমু ভাই, আপনার এই tune টা দেখে বড়ই পুলকিত হইলাম । আমি ও primo কিনেছি । ব্যাপক মজা। আশায় আশায় আপনার দেয়া ড্রাইভার download করলাম । মাগার serial key পাইলাম না ।দিলে চোট পাইলাম। serial.txt ওপেন করলে
Enter the serial bellow, if asks for serial while instalation==>

s/n:- SHUVO-FunnyTricks.blogspot.Com-01737084040
এইটা show করে। ভাই serial key টা দিলে ভালো হয়। AS EARLY AS POSSIBLE.PLEASE ,DEAR হিমু ।

ধন্যবাদ ভাই। সিরিয়াল যেটা দিয়েছি সেটাই। মানে শুভ থেকে শুরু হবে আর লাস্টে শুন্যতে গিয়ে শেষ। আপনার সুবিধার জন্য এখানে আবার দিয়ে দিলাম-
SHUVO-FunnyTricks.blogspot.Com-01737084040
এবার আশা করি কাজ হবে। আগামীকাল দেখাব কিভাবে মডেম হিসাবে ব্যবহার করবেন ও্যাল্টনকে। সাথে থাকবেন আশা করি।

Level 2

ভাইয়া, সেটটা কি 3G সার্পোট করে এবং এতে Jar file সার্পোট করবে?

    @meenctg: 3G Support করে। আর জাভা অ্যাপ্লিকেশন চালাতে চাইলে অ্যান্ড্রয়েড নেয়ার দরকার কি?? যাই হোক, জাভা ইমুলেটর দিয়ে জাভা সফটওয়্যার চালানো সম্ভব।

Level 0

হিমু ভাই। ধন্যবাদ।

Level New

vai sorom diyen na

Level 0

@হিমু ভাই এইটা root করবো কিভাবে? plz ভাই হেল্প করেন. plz

    @Tanzim: মাত্র বাজারে পা রেখেছে। এখনই রুট করার প্রসেস পাবেন না। কয়েকদিন ওয়েট করেন। আমি অ্যানালাইজ করে যতদূর পেয়েছি- আমার মনে হয় রুট করা সম্ভব। 🙂

Level 0

হিমু ভাই। আমি মডেম হিসাবে ব্যবহার করি এটাকে। কিচ্ছু লাগেনা। কিন্তু এখনও ড্রাইভার দিয়ে কাজ শুরু করতে পারিনাই।

    @mollavi411: আপনি কি সেভেন চালান?? এক্সপিতে ড্রাইভার ছাড়া মডেম হিসাবে চালাতে পারিনাই। আমার কোথাও ভুল হতে পারে।

আপনার লেখা দেখে বড়ই অবাক হলাম।আআর তো এতো ঝামেলায় পড়তে হয়নাই।আমিও গত সপ্তাহে এই সেট কিনেছি।মোবাইল পিসি এর সাথে কানেক্ট করলে মোবাইলের উপরের ড্রপ ডাউন মেনু নামিয়ে ওটা তে ক্লিক করলে লেখা আসবে যে Turn on USB mode.অন করুন।সাথে সাথেই পিসি তে আপনার মোবাইল ড্রাইভ দেখা যাবে।( সেভেন এর জন্য।এক্সপি তে কি হয় জানিনা)

    @মুকুট: আমি এক্সপিতে পারিনাই ব্রাদার। অবশ্য আমার কোথাও ভুল হতে পারে।

Level 0

@হিমু ভাই আপনি জানতে পারলে share করনেন plz. আর আপনার এই driver টার windows 7 এ install system একটু আলাদা. But কাজ হয়. thnx ভাই.

Level 0

কেউ কি এই সেট টাকে রুট করে সায়ানোজেন মড ব্যাবহার করার চেষ্টা করে দেখেছেন? আমার ধারনা রুট করা যাবে।

    @AmareX: ্রুট করা যাবে এটা মোটামুটি শিওর। একটু সময় লাগবে এই যা।

কেউ নিজে রুট করে রিভিউ দিলে উপকৃত হতাম

Level 0

Very easy root solution, just google it n enjoy or i will post a thread soon

Level 0

Okz

টেকটিউন দেখচি পাগল বানাবো। প্রিমো একটা কিনায়া তয় ছাড়ব

মুইও একটা পিরিমো কিনিচি, আর ভালা লাগিচে। Actually its a great phone 4 low budget customers like me. Touch is so smooth, but yet didn’t try either any HD games or normal games. Hope in future Walton will come forward for us with world class but low cost phone.

Level 0

kobe je root er instruction keu dibe?????????????

আমিও কিনেছি। কি ভাবে এর সব আপ্লিকেসন, ফোনবুক, সেটিং ব্যাকআপ রাখবো? মানে ফ্যাক্টরি রিসেট দেয়ার পর বারবার এতগুলু সফটওয়্যার ইন্সটল দিতে ভালো লাগে না। জানালে কৃতজ্ঞ থাকব।

Level 0

বড় ভাইয়েরা আমার দয়া করে কি কেউ বলবেন যে কোন সেট কিনবঃ Walton primo না Symphony w5 or w10.
আর galaxy y কেমন হবে ? পুরাতন পাইলে কিনব নাকি !

Level 0

vai kaj krolona…setup er somoi ki ekta comand ase to stop instalation. pls help. r ami google play theke kono kichoi install korte parchina amar e-mail diye..ei bepare o ekto janaben pls.

Level 0

মিডিয়াআগুন (mediafire) link :
এই নিন ওয়ালটন প্রিমোর স্টক-রম মিডিয়াআগুন (mediafire) link :
http://www.mediafire.com/?cudeuc9v1pqaq4u

Dear Bro
I’ve HTC EVO 3D Handset,I Want to Root My Phone,How Can i do It?
Android Version 4.0.3
HTC Sense Version 3.6
Please Kindly Give Information

Level 0

ভাই কারও কাছে কি Walton Primo রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন । আমার কাছে একটা রুটেড ROM আছে কিন্তু এটা বাগ হচ্ছে Camera ও Google play open হয় না । আবার Original ROM এর Root করলেও Apps সব মুভ করা যায় না যেটা একটা অনেক বড় সমস্যা । কারও কাছে Supported পরিহ্মীত রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন আমি এবং আমার অনেকেই উপকৃত হবে ।

Level 0

Himo
viyya Apni ja driver ar link ta dicen ta
“Invalid or Deleted File” dakay
plz r akbar diben plz
r windows 7 ar jonna dan na plz

    Level 0

    @refat2013: [url=http://www26.zippyshare.com/v/16706190/file.html]Walton Primo USB Driver by Shuvo.rar[/url]

    Level 0

    @refat2013: Walton Primo USB Driver by Shuvo.rar

Level 0

url=http://www26.zippyshare.com/v/16706190/file.html]Walton Primo USB Driver by Shuvo.rar[/url]

Level 0

Sorry Everybody i was trying to post a link as a link. but it didn’t work. Here it is:

www26.zippyshare.com/v/16706190/file.html]Walton Primo USB Driver by Shuvo.rar