কিছুদিন আগে ওয়ালটন বাজারে এনেছে নতুন অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। যার নাম ওয়ালটন প্রিমো। আমার মত অনেকেই এটি কিনেছেন। আসলে এত কম দামে বেশ ভাল সেটই তারা আমাদের দিচ্ছে। আপনারা যদি এটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা এই রিভিউটি দেখতে পারেন। আমাদের সামুর এক ব্লগার চমৎকার একটি রিভিউ দিয়েছেন। তাই আমি আর অপচেস্টা করলাম না।
যাই হোক, মূল কথায় আসি। এই হ্যান্ডসেটটি কেনার পর প্রথমেই যে সমস্যায় পরবেন, সেটি হল- এর ইউএসবি ড্রাইভার পাবেন না। ওয়ালটন তাদের ওয়েবসাইটে বা ফেসবুক ফ্যানপেজে কোথাও কোন ড্রাইভার দেয়নাই। ফলে বার বার ব্যাককভার/ব্যাটারী/মেমোরীকার্ড খুলে ডাটা ট্রান্সফার করতে হয়। যা খুবই ঝামেলার একটি কাজ। তবে আমি একটি থার্ডপার্টি ড্রাইভার খুজে পেয়েছি, যেটি খুব সুন্দরভাবে কাজ করে।
প্রথমেই এখান থেকে ড্রাইভারটারটি ডাউনলোড করে নিন। মাত্র ৫ মেগাবাইট।
ডাউওনলোড করার পর Extract করে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। সিরিয়াল সাথে দেয়া আছে। সেটাপ দেয়ার পর সামান্য একটু কাজ করতে হবে। এক্সপার্টরা খুব সহজেই বাকি কাজ করতে পারবেন। তবে আমার মত যারা নাদান, তারা নিচের ধাপগুলো অনুসরণ করুন-
**আশা করি ড্রাইভার ইন্সটল দিয়ে ফেলেছেন। এবার ডাটা কেবল দিয়ে আপনার ফোন পিসির সাথে কানেক্ট করুন। তাহলে ড্রাইভার ইনফরমেশন চেয়ে নিচের মত উইন্ডো আসবে। ছবিতে দেখানো যায়গাতে ক্লিক করে নেক্সট চাপুন।
**Install from a list or specific location (Advanced) এ ক্লিক করে নেক্সট চাপুন।
**Include this location in the search এ টিক দিয়ে Browse এ ক্লিক করুন।
**এখান থেকে নিচের মত C Drive এ Walton Primo Driver by- SHUVO ফোল্ডারটিতে ক্লিক করে OK তে ক্লিক করুন।
**এবার নেক্সট চাপুন
**তাহলে দেখবেন নিচের মত করে ড্রাইভার ইন্সটল হচ্ছে।
**সবশেষে Finish বাটনে চাপ দিয়ে কাজ শেয করুন।
ড্রাইভার তো ইন্সটল দিলেন, এবার ফোনেরও কিন্তু একটু কাজ বাকি আছে। নিচে দেখুন-
....
**প্রথমেই ফোনের Settings> Applications> Development এ যান। এবার USB Debugging এ টিক দিন। কোন ওয়ার্নিং মেসেজ পেলে ওকে করুন।
**এবার হোমপেজে ফিরে আসুন। একদম উপরে বাম দিকে দেখুন USB এর একটা চিহ্ন এসেছে। এবার উপর থেকে নিচে স্লাইড করে আসার পর USB Connected Select to Copy files to/from your Comuter এ ক্লিক করুন। (কোন ওয়ার্নিং মেসেজ পেলে ওকে করুন।)
** এবার Turn on USB Stroage এ ক্লিক করলেই মাই কম্পিউটারে আপনার ফোনের SD Card এর ড্রাইভ দেখতে পাবেন এবং সেখানে ঢুকে ডাটা ট্রান্সফার করতে পারবেন। (কোন ওয়ার্নিং মেসেজ পেলে ওকে করুন।)
ব্যাস কাজ শেয। আসলে ব্যাপারটা খুবই সোজা। আমি স্ক্রীনশট দিয়ে বিস্তারিত বর্ননা করেছি। তাই লেখার সাইজ একটু বড় হয়ে গেছে। আমি শিওর আপনি একবার করলেই আজীবণ মনে থাকবে। এই পোস্টে ঢোকার আর দরকার হবে না।
এবার ইচ্ছামত গেমস/ সফটওয়্যার/ভিডিও/অডিও পিসি দিয়ে ডাউনলোড করে মোবাইলে ট্রান্সফার করে মজা লন। সাথে ভাল কিছু পাইলে আমাদের সাথেও শেয়ার কইরেন 🙂
********নোটঃ-********
**ওয়ালটনের এই সেটটি হুবহু চায়না সেট K-Touch w619 (A5) এর মত। আসলে মত বললে ভুল হবে। সেম সেট, শুধু প্রসেসর এর সামান্য পার্থক্য আছে। তো......এই K-Touch মোবাইলটি তো রুট করা যায়। নেটে টিউটোরিয়ালও আছে। তাহলে তো ওয়াল্টনের এই সেটটিও রুট করা সম্ভব?? টেকি ভাইরা কি একটু নজর দিবেন??
**আমি যে ড্রাইভারটি দিয়েছি সেটি দিয়ে শুধু ইউএসবি কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করা সম্ভব। অন্য কোন কাজ সম্ভব নয়।
**ছবিগুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।
**আমি উপরের প্রসেসটি উইন্ডোস এক্সপিতে টেস্ট করেছি। তবে ইউন ৭ এও কাজ হবার কথা। আপনারা যারা সেভেন ব্যবহার করেন, তারা জানাতে পারেন।
.................
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
vai thanks bt amar to kono kichu charai cnnect hoi