ওয়ালটন প্রিমো-র পারফর্ম্যান্স রিভিউ…. (এ্যান্ড্রয়েড)

আশা করি সবাই খুব ভাল আছেন। ব্যস্ততা এবং বিষয় সংকটের কারণে দীর্ঘ দিন লেখা হয় না। আজ আসলাম বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন মোবাইলের সম্প্রতি বাজারে ছাড়া এন্ড্রয়েড স্মার্ট ফোন প্রাইমো নিয়ে।

প্রথমে এক নজরে দেখে নিন এর স্পেসিফিকেশনঃ

  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড জিঞ্জার ব্রেড (২.৩.৬)
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপ ড্রাগন প্রসেসর যা  ১ গি.হা. ক্লক স্পিড বিশিষ্ট
  • র‍্যামঃ ৫১২ মে.বা. (ইউজার এভেইলেবল ৪৪৩ মেগা বাইট)
  • রমঃ ৫১২ মে.বা. (ইউজার এভেইলেবল ১৫১ মেগা বাইট মাত্র)
  • জিপিইউঃ Adreno 200
  • কানেক্টিভিটিঃ জিপিআরএস / ইডিজিই /৩জি /ওয়াই ফাই (হটস্পট সাপোর্ট)/ ব্লু-টুথ ৪.০ (A2DP,EDR,HS)
  • স্ক্রীন সাইজঃ ৩.৫" ২৬২কে কালার, যা ক্যাপাসিটিভ টাচ। রেজুলেশনঃ ৩২০X৪৮০ পিক্সেল্‌স
  • ক্যামেরাঃ ২ মেগা পিক্সেল
  • মোশন , লাইট এবং গ্রাভিটি সেন্সর
  • ব্যাটারীঃ ১৪২০ mAh

এতো গেল স্পেসিফিকেশন। এবার আসি এর পারফরম্যান্সের ব্যাপারে। যদিও অফিসিয়াল সাইটে বলা হয়েছে  টকটাইম প্রায় ৬.৬ ঘন্টা এবং স্ট্যান্ড বাই টাইম ৪০০ঘন্টা তবে বাস্তবে যদি আপনি সাধারণ ব্যবহার করেন (২ ঘন্টা কথা বলা+১ ঘন্টা গান শোনা, যা সচারচার ব্যবহার করা হয় না। কারণ স্মার্ট ফোন আপনি নিশ্চয়ই বেসিক কাজের জন্য ক্রয় করেননি 🙂 ) তবে ৩০ ঘন্টা ব্যাকআপ দেবে। আর যদি আপনি কথা বলা, গান শোনা, ইন্টারনেট ব্রাউজ এবং ৩ডি গেম খেলেন তবে তা কষ্টে দিন পার করবে। আপনি মোটামোটি ভাবে ব্যবহার করলে ১৮-২০ ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি হার্ডকোর ইন্টারনেট ব্রাউজ বা গেম খেলেন তবে ৪ ঘন্টায় ব্যাটারীর চার্জ ফুরাবে (ওয়াইফাই অন অবস্থায়)। এতো গেল ব্যাটারী ব্যাকআপ ।

এবার আসুন থ্রি-ডি গেমের ব্যাপারে। এই ফোনে ৩ডি গেম গুলো বেশ ভালই চলে। এখন পর্যন্ত তেমন কোন সমস্যা দেখিনি। নিড ফর স্পিডঃ রান ভালই রান করেছে। সেই সাথে অ্যাংরি বার্ডস, টেম্পল রান, অ্যাস্ফাল্ট আরবান, প্রিন্স অব পারসিয়া এইচডি প্রভৃতি ভালভাবেই চলে। প্রায় সব ধরনের এপিকে এপ্লিকেশন চলে। স্কাইপ এ ভিডিও কল করতে পারবেন তবে এক্ষেত্রে পিছনের ক্যামেরা ওয়েভ ক্যাম হিসেবে এ্যাক্টিভ থাকবে।

লাইট সেন্সর থাকায় স্ক্রীন ব্রাইটনেস অটো কন্ট্রাস্ট করার ব্যবস্থা আছে। ফ্লাস প্লেয়ার থাকায় খুব সহজেই আপনি ইউটিউব ভিডিও দেখতে পারবেন। কিং সফ্‌ট অফিস দেওয়া আছে। আর পিডিএফের জন্য দেওয়া হয়েছে এ্যাডোবি রিডার। ফোনটি বেশ গতিশীল। তবে রম কম। Apps to SD এর সাহায্যে ইন্সটল্‌ড এপ্লিকেশন মাইক্রো এসডি কার্ডে পাঠাতে পারবেন। অবশ্য সব এ্যাপ্লিকেশন এইভাবে মুভ করার কোন নিশ্চয়তা নাই।

এই ফোনের মিউজিক কোয়ালিটি যথেষ্ঠ ভালো। আছে ৩.৫ মিলিমিটার জ্যাক ব্যবহারের ব্যবস্থা। 480p ভিডিও স্মুথলি চললেও ৭২০পি স্মুথলি চলে না (আপনি সফ্‌ট ওয়্যার ব্যাবহার করে চালাতে পারবেন) ।

ক্যামেরা ২.০ মেগা পিক্সেলের হলেও কোয়ালিটি মোটামোটি মানের। ভাল না হলেও খুব খারাপ না। এই হল এই হ্যান্ডসেটের মোটামোটি অবস্থা।

আসুন তাহলে এবার দেখে নেই আসলে এটি কোন হ্যান্ডসেটঃ

বাংলাদেশী ব্র্যান্ড হলেও মূলত এটি একটি রি-ব্র্যান্ডেড হ্যান্ডসেট। এটির মুল ম্যানুফেকচারার কে-টাচ মোবাইল (চায়না)। এটি কে-টাচ এর ডব্লিউ ৬১৯ এর সামান্য মডিফাইড সংস্করণ। যা ভারতে কার্বন মোবাইল এ৫ মডেল নামে বাজারজাত করে। বস্তুত কোন পার্থক্য না থাকলেও প্রসেসরে সামান্য পার্থক্য আছে ১ গি.হা. বনাম ৮০০ মে.হা.। এছাড়া সব ফিচার সেম। এখানে দেখে নিন হ্যান্ডসেট গুলো।

*অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ সুবিধা নিতে সবাই রুট করে থাকেন। ওয়ালটন বিদেশী কোম্পানী গুলোর মত পলিসি ব্যবহার করে বলে রুট কৃত সেটের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রদান করে না। তাই রুট করা সেটে সমস্যা হলে ওয়ারেন্টি পাবেন কিনা দেখার বিষয়।

মুল্যঃ পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে হয়ত সবাই জানেন এর মুল্য ৭৪৯০ টাকা আর সাথে বিনামুল্যে পাবেন ৩টি ব্যাক পার্ট আর ৪গিবা এর মাইক্রো এসডি কার্ড। ওয়ারেন্টি ১ বছর।

মনে করছেন অনেক কম দামেই ছেড়েছে তাই না? উত্তর না। কেননা এই একই দামে ভারতে কার্বন মোবাইল বাজারজাত করে অর্থাৎ তেমন কোন আহামরি ছাড় নেই এতে। তবে আশা করা যায় ভবিষ্যতে তুলনা মুলক কম দামে ওয়ালটন মোবাইল সেট বাজারজাত করবে।

ইউএসবি ডাইভার এখানে ডাউনলোড করতে পারবেন। মাত্র ৪.৩৭মেবা।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন । এই কামনায়। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার কি মনে হয় এই মোবাইল বেশী দিন টিকবে ?….

    @Iamstn: মনে হচ্ছে টিকবে। এখন দেখা যাক ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যাপারে আসলে কিছুই নিশ্চিত করে বলা যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

টিকবো না মানে ১০০% টিকব।

Level 2

আশা করি টিকবে…

Level 0

ভালো টিকলেই হয়……..আমি এক ব্লগ এ এক ভাই এর রিভিউ পরেছিলাম….সেটাতে ঐ ভাই বলেছিল যে উনি কিংস্টার আন্দ্রয়েড কেনার ৩ দিন এর মাথাই সেটা নস্ট হয়ে যায়….. আপনারটা নস্ট হলে যানাবেন কিন্তু!:-D….দোওয়া করি যেন বেশি দিন টিকে…..:-P

আমি একটা কিনেছি কিন্তু চার্জ থাকেনা R বাংলা লিখবো কিবাবে একটু বলবেন http://goo.gl/n8dQL

    Level 0

    @আশিক খান: বাংলা লিখার জন্য মায়াবী কীবোর্ড গুগল প্লে স্টোর থেকে সার্চ করে নামিয়ে নেন।

যদিও আপনি আমার ফ্রেন্ডলিস্ট এ নাই তবু আপনার স্টেটাসটা পড়ে মজা পেলাম। আর ভাই এন্ড্রয়েড আমার স্বপ্নেই রয়ে গেল। অনেক রিকুয়েস্ট করেও বাবাকে এই পরিমান টাকা দিতে রাজি করাতে পারিনি। আপনার লেখা রিভিউ পড়ে স্বপ্নেই চালাচ্ছি এন্ড্রয়েড। দোয়া করি আপনার টা যেন অনেকদিন টিকে। শত হোক আমাদের দেশী পন্য তাও আবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর। যদিও বাংলা সিনেমা দেখিনা গতকাল ডিস লাইন কিছু সময়ের জন্য না থাকায় বাংলাদেশ টেলিভিশন এ ওনার একটা মুভি দেখলাম। ১০ মিনিট দেখার পর রিতিমত বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দিলাম। যাই হোক দেশী পন্য (জার্মানী থেকে আমদানী কৃত দেশে পেকিংজাত) কিনে হয়েছেন ধন্য। হা হা হা একটু মজা করলাম কিছু মনে করবেন না।

আপনি কি কাস্টম রমটা নিজে ট্রাই করেছেন? কাস্টম রম কিভাবে ইন্সটল করেছেন তার টিউটোরিয়াল কি দিতে পারেন?

ics চললে সেট টা কিনব, ভাই রম টা কি টেস্ট করছেন?

    @মুশফিকুস সালেহীন: না ভাই টেস্ট করিনি। সাহসে কুলাচ্ছে না। ডেস্কটপ ব্যবহার করে এর আগে একবার রম চেঞ্জ করতে গিয়ে পাওয়ার ফেইলারের কারণে একটা সেট নষ্ট করার পর থেকে আর সাহস পাই না। তবে করব কয়েক দিনের মধ্যেই। তখন হয়ত এটা নিয়ে টিউটোরিয়াল দিব। ধন্যবাদ।

আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো……………………
কারণ আমি এই সপ্তাহের শেষের দিকে এই মোবাইল কিনতে যাচ্ছি।কয়েক্টা মোবাইল এর দোকান ঘুরলাম।কিন্তু কেউ অন করে দেখায়নি।আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম সেট টা আসলেই ভালো।আমি সিম্ফনি ব্যবহার করি।ইচ্ছা ছিলো সিম্ফনি এন্ড্রয়েড কিনবো।কিন্তু প্রসেসর এবং র‍্যাম কম থাকায় ওই সেট এর উপর আগ্রহ কমে গেছে।

আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।ভালো থাকবেন

    @মুকুট: ধন্যবাদ মুকুট ভাই।

    @মুকুট: vai mobile er dokane hoyto dekhay na ,, walton er showroom e jan ,, ami gechilam ,,,, 2-3 min hataia aschi ,, valo e mone hoiche ,,

      @Ignoramus Boy: kina falaisi.gotokal sondhay rampura walton plaza theke kinlam.onek jotil ekta mobile

        @মুকুট: vai ami o kinlam, kintu marattok ekta problem dicche .. mazimum time e e network updownl korteche .. 2 ta sim slot e e . bisesh kore GSM slot ta te ektu beshi.. ar EDGE sign cole jacche .. goto koyekdin dhore pain e achi ,, sobai koy ki mobile kinli ,, 99% ok kintu network updown kore ,,!! vai er somadhan ki? 2 din age kina set service center e nibo? naki oder sales center e nie jabo !!
        parle apner phone no to dien ,,

Level 0

thanks boss!!!!!!!!!

Level 0

boss গ্রাভিটি সেন্সর er kaj ki ????

    @Amarghuri: গ্রাভিটি সেন্সর কে G-sensor বলা হয়ে থাকে। এর কাজ হল অভিকর্ষকে ব্যবহার করে রোটেট এর মত কাজ করা। এর কারণেই আপনি যখন আনুভূমিক ভাবে ফোন কে ধরেন তখন অটোমেটিকলি আপনার স্ক্রীন এডজাস্ট হয়।আমরা যে রেসিং গেম গুলো খেলি অনেকটা স্টেয়ারিং এর মত করে ফোন ধরে তা এই সেন্সরের কারণেই সম্ভব হয়। আরও বিশদ জানতে গুগোল করুন। ধন্যবাদ।

Level 0

boss aj walton এর সাইট এ ঢুকলাম বুত অবাক হলাম Ram- 4gb & rom 4gb দেখে

    @Limon: আসলে 4Gb লেখা আছে। আর আপনারাতো সবাই জানেন ১বাইট=৮বিট, অতএব 4Gb=512MB। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।

vai, ai mobile diye ki skype video call kora jabe???

Level New

faltu mobile ami kine fasechi.sob thik ache bt sensor gula thikmoto kaj kore na.ar android e sensor i to asol.sensor somadhan thakle janaben.

    @nayonb: আমার ক্ষেত্রে এখনও সমস্যা হয় নি। হলে তার সমাধান খুজব আর পেলে টিটিতে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।

Bhai Aj shokale apnar post pore ami khub khushi hoyesi. . Ami o ekjon WALTON er android phone user. khub valoi cholsilo, but apanr link theke ICS 4.0.3 namiye root korte giyei jamelai pore gelam. . ekhon kono bhave ager obosstane firte parsi na. . Jodi apni kisu help korte paren then janan . . r ekta kotha set ta asholei joss. . . nice response & fast. . but ekhon amake help korben OS er ager obosstai kemne jao jai Or ICS upgrade kora jabe kina ??

    @masud_rahma: আপনি কি আপনার ফোনের স্টকরম ব্যাকআপ না করেই ICS করার চেষ্টা করেছেন? 2.3.6 এর রম http://www.mediafire.com/?ju93k5fxaz9g18t এ পাবেন। আশাকরি সমস্যার সমাধান হবে। তবে আমি খুবই দুঃখিত যে আপনার সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যার ব্যাপারে একটু বিস্তারিত লিখুন।

      @রহস্যময় অভিযাত্রী: Bhai,
      Ami ei link thekeo namiye try koresi but no work. . Screen e ekta chinese website link asei stop hoye jasse. . .Kono kaj kore na. . Jani na r kono way ase kina?? Stockroom backup shommonde botle parsi na. . but ICS rom ta namiye update.zip rename kore upgrade korar try koresilam . .but ekhon kono kisui hosse na. .

Level 0

ভাইয়া অনেক ভাল লিখেছেন।

ভাই আমি তো শেষ…আপনার দেয়া লিংক থেকে রুট করা rom download দিয়ে install করলাম…কিন্তু সেট তো আর অন হয় না…খালি একটা স্ক্রিন আসে…backlight জ্বলে থাকে…কোনো button কাজ করে না …কিছুই কাজ করে না…মাথায় বাশ…অরিজিনাল rom টার লিংক দেন…আমি আপনার ভাই লাগি…নিজের ভাই এর সেট মনে করে হেল্প করেন ভাই …।প্লিজ প্লিজ

Vi aktu doya kore bolben kou j ata dia pc te net er kemon speed hoy.? R skype dia video call hoy kina?? Jodi valo mone hoy tahole akta kinbo. Ami 3 week age akta Nokia Asha 311 nici. Valo e cholce…

    @Techno Sabbir: Bhai , shob kisui valo ase. . K-touch chinese brand er Mobile set onek popular. . So nischinte kinte paren. .

Level 0

Walton Tamon Valo Na amader J Koita Ponno Asa Mota mote cholsa.

@bhai,on hoye theke jai…off hoi na….white colour back light…upore lekha thake chinese ekta vasha ar english e 3G…jotokhon battery na khulbo totokhon erokomi thake with back light…apni je link ta dilen oita ki original rom er link?

    @sayem shovon: ঐটা MIUI ROM। আমার ফোনের স্টক রম ব্যাকআপ করার চেষ্টা করছি কিন্তু ব্যাকআপ হচ্ছে না । হওয়া মাত্র আপলোড করব। ব্যাকলাইট এর কালার পরিবর্তন হওয়ার কথা ছিল। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সফল হওয়া মাত্র জানিয়ে দেব।

Level 0

Do you know about Smart S12 smart phone which is also Bangladeshi phone.

    @bgpinu: তাদের ওয়েব সাইট থেকে যতদুর জেনেছি তাতে আমার মনে হয়েছে এটি না কেনাই ভাল। ধন্যবাদ।

Level 2

খুব সুন্দর হয়েছে টিউনটা। ভাই এন্ড্রয়েড (মোবাইল ওএস) এবং সিম্বিয়ান এর মধ্যে পার্থক্য কি কি?
সিম্বিয়ান সেটে একাধিক কাজ করা যায় (মিনিমাইজ করে)। এন্ড্রয়েড এ এমন কোন সুবিধা আছে কি?

    @meenctg: সিম্বিয়ানের চেয়ে আরও অনেক কাস্টমাইজেবল একটি ওএস, HD গেমিং, মাল্টিটাস্কিং এ এর জুড়ি নেই। তবে একেকটা গেমের সাইজ দেখলে মাথা খারাপ হওয়ার অবস্থা। যেমনঃ স্পাইডার ম্যান গেমটির সাইজ ১.৩৩গিবা। এবার তাহলে বুঝতেই পারছেন কি মানের ওএস এটি। আর এতে আছে লক্ষ লক্ষ এপ্লিকেশন এর সুবিধা। আর সিম্বিয়ান অনেক আগের একটা ওএস যদিও সম্প্রতি নোকিয়া সিম্বিয়ানের নতুন সংস্করণ ছেড়েছে। কিন্তু নোকিয়া তাদের সর্বশেষ স্মার্টফোন গুলোতে উইন্ডোজ ৮ মোবাইল ওএস ব্যবহার শুরু করেছে। ধন্যবাদ।

@ভাই,এটাও কাজ করে নাই…স্ক্রিনে do choidi dong.com লেখা এসে বসে থাকে…ব্যাকলাইট অন…অরিজিনাল walton primo এর rom টায় লাগবে ভাই…প্লিজ হেল্প…না হলে আমি শেষ…আশা করি আমার অবস্থাটা বুঝতে পারছেন??

Level 0

@রহস্যময় অভিযাত্রী ভাইয়া আমাকে কি nfs the run এর sd data সহ ডাউনলোড লিঙ্ক তা দিতে পারবেন ??

Level 0

আমি এই সেট তি কিনেছি গতকাল…।। আজ সকালে usb কানেকশান দেওয়ার পর দেখি Mass storage অন করতে বলল…। করলাম । দুখের কথা হল Mass storage টা ভাল কাজ করছে…। কিন্তু ৩ টা driver install হয়নি…।। driver গুল হচ্ছে “tianyu hsusb driver” আমার অপারেটিং সিস্টেম হচ্ছে WIN 7.এখন কিভাবে driver ৩ টা install দেওয়া যাবে । কাইন্ডলি যদি বলতেন…।।

সব ধরনের ভিডিও ফাইল কি চলে ? আমি কিনা ভিডিও পাগল

    @রাহিবুল হাসান: MX Player ব্যবহার করে দেখতে পারেন। এটায় MOBO Player দেওয়া আছে প্রায় সব ফর্ম্যাট সাপোর্ট করে। আপনি বিভিন্ন প্লেয়ার ও কোডেক নামিয়ে যে কোন ফরম্যাটের ভিডিও চালাতে পারবেন। ধন্যবাদ।

Level 0

ভাই এইটা root করবো কিভাবে? plz ভাই হেল্প
করেন. plz

Level 0

@ রহস্যময় অভিযাত্রী ভাই ধন্যবাদ ।

Level 0

firstly root the phone to backup stock rom, then use custom rom

Level 0

@ bdboy999 vai detail post koren plz.

Level 0

okz, 1st of all sorry 4 english. If you want to backup ur stock rom for future use, then you can’t ,because your mobile is not rooted. so, you don’t have that much access to backup any root system file, we usually call it super user access. so, the first thing you have to do is, ROOT your mobile, then think of backup your stock rom and then think of use any custom rom. If you people want more detailed information i will post a new thread.

root korte koto shomoy lage?

ভাই আপনারা কেউ বোকার মত রুট করতে যেয়ে সেট brick করে ফেইলেন না। অনেকের কাহিনী দেখে মনে হচ্ছে সেট ব্রিক করে ফেলসেন। এখন এটা ঠিক করার উপায় কম্পিউটার থেকে স্টক মানে আসল রম ফ্ল্যাশ করা। এর জন্য কম্পিউটার প্রোগ্রাম লাগবে। যদি এটা না বের হয়ে থাকে এখনও তাহলে সেট ওয়ারেন্টই করান। আরে ভাই clockworkmod recovery ছাড়া আপনারা কোন সাহসে custom rom ফ্ল্যাশ মারতে জান ??? আমি গ্যালাক্সি পপ ১ বছর চালাইসি, কেনার আগে ১ মাস খালি কেমনে কি তা নিয়াই পইরা থাকতাম। এই সেট আমি রুট করে কমপক্ষে ৩০ টা কাস্টম রম ফ্ল্যাশ দিসিলাম। ভাই, ১০০ ভাগ না জেনে সেট এ হাত দিলে এমন হবেই। পপ আমি দিনে ১০ বার ব্রিক করতাম, ১১ বার odin দিয়া স্টক রম ফ্ল্যাশ মেরে ঠিক করতাম। আমার সময় এত সুন্দর বাংলায় কিছুই ছিল না, xda developers এ সারাদিন পরে থাকতাম। পপ বেচে দিসি, কিন্তু এখনও আমার কম্পিউটার এ এর সব জিনিষ পাতি আছে। ভাই, অনেক পড়াশুনা করতে হয়, সিম্বিয়ান, এন্দ্রোএড, iOS (iphone) কত যে পড়াশুনা করসি, খালি সময় পাই না তাই লিখতে পারি না। আপনাদের অবস্থা দেখে খারাপ লাগলো তাই লিখলাম। বললে বিশ্বাস করবেন না, এই পপ বেচে আমি smart s 12 কিন্সি, যা রুট করেছি super one click দিয়ে। clockworkmod recovery ফ্ল্যাশ মারতে যাইয়া stock recovery নষ্ট করে ফেলসি, কিন্তু ওটা কোন সমস্যাই না, কারন ওটার কোন প্রয়োজন হয় না কাস্টম রম ফ্ল্যাশ করা ছাড়া। যেহেতু আমি এটা সম্পর্কে তেমন কিছু পাই নাই অনেক অনেক খুজেও তাই স্টক নিয়াই চলছি। সেট টা ভালো, MTK mt6573 processor, 650 mhz 🙁 446mb ram, 220mb rom, battery 2000mah লিখা, মাগার এত নাই আমি sure. আসলে সামনে পরীক্ষা তাই আমি সময় দিতে পারছি না। পরে এক সময় লিখব। আর সবাই কে এক কথা বলা, অভিযাত্রী ভাই আপনাকেও, ভুলেও ফ্ল্যাশ মাইরেন না কাস্টম রম clockworkmod recovery ছাড়া। এটা ফ্ল্যাশ মারার পর rom manager install করতে পারেন নাও পারেন, তবে তখন recovery থেকে স্টক রম backup রেখে পরে যা করেন, অন্য কোন way তে যাইয়েন না, সেট ব্রিক হয়ে যাবে কিন্তু। যদি পারেন তো super one click সফটওয়্যার টা নামায়া রুট করার চেষ্টা করেন। ভাই 1ghz আর এত কম রাম এ ICS ভালো চলবে না। GB BEST. ভালো থাকবেন।

ওঁরে বস @রহস্যময় অভিযাত্রী, আপনি আমার ভাই লাগেন। আমি গাধামি করে রম ব্যাকআপ না রেখেই আপডেট করছি, এখন কিছুই হচ্ছেনা। মাত্র ৭ দিন হল কিনছি। আমাকে বাঁচান ভাই। প্লীএয
আমাকে walton stock rom টা দেন না প্লীজ। আমি আপনার ভাই লাগি !!!!!!!!!
🙁 🙁 🙁

Level 0

প্রায় ২০-২৫ দিন হয়ে গেল ওয়ালটন প্রিমো কিনেছি , খুব ভাল চলছে. . . . . . . . . .দেখা যাক রূট করা ছাড়া কদিন চালানো যায়. . . .

আমিও কিনেছি। কি ভাবে এর সব আপ্লিকেসন, ফোনবুক, সেটিং ব্যাকআপ রাখবো? মানে ফ্যাক্টরি রিসেট দেয়ার পর বারবার এতগুলু সফটওয়্যার ইন্সটল দিতে ভালো লাগে না। জানালে কৃতজ্ঞ থাকব।

Level 0

বড় ভাইয়েরা দয়া করে কি কেউ বলবেন যে কোন সেট কিনবঃ Walton primo না Symphony w5 or w10.
আর galaxy y কেমন হবে ? পুরাতন পাইলে কিনব নাকি !

কেউ বলবেন যে কোন সেট কিনবঃ Walton primo না Symphony w5 or w10?

Level 0

http://www.4shared.com/rar/CMxfmoz3/WPOSR.html
take walton primo stock rom and install
them from fastboot using AIO Flasher tool
boot.img with boot fuction
system.yaffs2.img with system option..
you will get back your phone back…

Level 0

ভাই কারও কাছে কি Walton Primo রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন । আমার কাছে একটা রুটেড ROM আছে কিন্তু এটা বাগ হচ্ছে Camera ও Google play open হয় না । আবার Original ROM এর Root করলেও Apps সব মুভ করা যায় না যেটা একটা অনেক বড় সমস্যা । কারও কাছে Supported পরিহ্মীত রুটেড ROM আছে থাকলে Please লিংক টা শেয়ার করবেন আমি এবং আমার অনেকেই উপকৃত হবে ।