আশা করি সবাই খুব ভাল আছেন। ব্যস্ততা এবং বিষয় সংকটের কারণে দীর্ঘ দিন লেখা হয় না। আজ আসলাম বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন মোবাইলের সম্প্রতি বাজারে ছাড়া এন্ড্রয়েড স্মার্ট ফোন প্রাইমো নিয়ে।
এতো গেল স্পেসিফিকেশন। এবার আসি এর পারফরম্যান্সের ব্যাপারে। যদিও অফিসিয়াল সাইটে বলা হয়েছে টকটাইম প্রায় ৬.৬ ঘন্টা এবং স্ট্যান্ড বাই টাইম ৪০০ঘন্টা তবে বাস্তবে যদি আপনি সাধারণ ব্যবহার করেন (২ ঘন্টা কথা বলা+১ ঘন্টা গান শোনা, যা সচারচার ব্যবহার করা হয় না। কারণ স্মার্ট ফোন আপনি নিশ্চয়ই বেসিক কাজের জন্য ক্রয় করেননি 🙂 ) তবে ৩০ ঘন্টা ব্যাকআপ দেবে। আর যদি আপনি কথা বলা, গান শোনা, ইন্টারনেট ব্রাউজ এবং ৩ডি গেম খেলেন তবে তা কষ্টে দিন পার করবে। আপনি মোটামোটি ভাবে ব্যবহার করলে ১৮-২০ ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি হার্ডকোর ইন্টারনেট ব্রাউজ বা গেম খেলেন তবে ৪ ঘন্টায় ব্যাটারীর চার্জ ফুরাবে (ওয়াইফাই অন অবস্থায়)। এতো গেল ব্যাটারী ব্যাকআপ ।
এবার আসুন থ্রি-ডি গেমের ব্যাপারে। এই ফোনে ৩ডি গেম গুলো বেশ ভালই চলে। এখন পর্যন্ত তেমন কোন সমস্যা দেখিনি। নিড ফর স্পিডঃ রান ভালই রান করেছে। সেই সাথে অ্যাংরি বার্ডস, টেম্পল রান, অ্যাস্ফাল্ট আরবান, প্রিন্স অব পারসিয়া এইচডি প্রভৃতি ভালভাবেই চলে। প্রায় সব ধরনের এপিকে এপ্লিকেশন চলে। স্কাইপ এ ভিডিও কল করতে পারবেন তবে এক্ষেত্রে পিছনের ক্যামেরা ওয়েভ ক্যাম হিসেবে এ্যাক্টিভ থাকবে।
লাইট সেন্সর থাকায় স্ক্রীন ব্রাইটনেস অটো কন্ট্রাস্ট করার ব্যবস্থা আছে। ফ্লাস প্লেয়ার থাকায় খুব সহজেই আপনি ইউটিউব ভিডিও দেখতে পারবেন। কিং সফ্ট অফিস দেওয়া আছে। আর পিডিএফের জন্য দেওয়া হয়েছে এ্যাডোবি রিডার। ফোনটি বেশ গতিশীল। তবে রম কম। Apps to SD এর সাহায্যে ইন্সটল্ড এপ্লিকেশন মাইক্রো এসডি কার্ডে পাঠাতে পারবেন। অবশ্য সব এ্যাপ্লিকেশন এইভাবে মুভ করার কোন নিশ্চয়তা নাই।
এই ফোনের মিউজিক কোয়ালিটি যথেষ্ঠ ভালো। আছে ৩.৫ মিলিমিটার জ্যাক ব্যবহারের ব্যবস্থা। 480p ভিডিও স্মুথলি চললেও ৭২০পি স্মুথলি চলে না (আপনি সফ্ট ওয়্যার ব্যাবহার করে চালাতে পারবেন) ।
ক্যামেরা ২.০ মেগা পিক্সেলের হলেও কোয়ালিটি মোটামোটি মানের। ভাল না হলেও খুব খারাপ না। এই হল এই হ্যান্ডসেটের মোটামোটি অবস্থা।
আসুন তাহলে এবার দেখে নেই আসলে এটি কোন হ্যান্ডসেটঃ
বাংলাদেশী ব্র্যান্ড হলেও মূলত এটি একটি রি-ব্র্যান্ডেড হ্যান্ডসেট। এটির মুল ম্যানুফেকচারার কে-টাচ মোবাইল (চায়না)। এটি কে-টাচ এর ডব্লিউ ৬১৯ এর সামান্য মডিফাইড সংস্করণ। যা ভারতে কার্বন মোবাইল এ৫ মডেল নামে বাজারজাত করে। বস্তুত কোন পার্থক্য না থাকলেও প্রসেসরে সামান্য পার্থক্য আছে ১ গি.হা. বনাম ৮০০ মে.হা.। এছাড়া সব ফিচার সেম। এখানে দেখে নিন হ্যান্ডসেট গুলো।
*অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ সুবিধা নিতে সবাই রুট করে থাকেন। ওয়ালটন বিদেশী কোম্পানী গুলোর মত পলিসি ব্যবহার করে বলে রুট কৃত সেটের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রদান করে না। তাই রুট করা সেটে সমস্যা হলে ওয়ারেন্টি পাবেন কিনা দেখার বিষয়।
মনে করছেন অনেক কম দামেই ছেড়েছে তাই না? উত্তর না। কেননা এই একই দামে ভারতে কার্বন মোবাইল বাজারজাত করে অর্থাৎ তেমন কোন আহামরি ছাড় নেই এতে। তবে আশা করা যায় ভবিষ্যতে তুলনা মুলক কম দামে ওয়ালটন মোবাইল সেট বাজারজাত করবে।
ইউএসবি ডাইভার এখানে ডাউনলোড করতে পারবেন। মাত্র ৪.৩৭মেবা।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন । এই কামনায়। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কি মনে হয় এই মোবাইল বেশী দিন টিকবে ?….