প্রথমেই দেরি করে পোস্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে যারা এই চেইন এর টিউন এর জন্য অপেক্ষা করছিলেন তাদের কাছ থেকে। আসলে কিছুদিন ক্লাস আর ওদেস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো চলুন শুরু করা যাক।
আজ আমরা দেখব কিভাবে আমাদের হাতের এন্ড্রয়েড ফোন টি অ্যাপ ইনভেন্টর এর সাথে অ্যাপ এর কাজ টেস্ট করার কাজে ব্যাবহার করার জন্য কনফিগার করতে হয়।
আপনি যদি অ্যাপ ইনভেন্টর এর করা কাজ আপনার ফোনে সরাসরি টেস্ট করতে চান কেবল তাহলেই এই পোস্ট টি আপনার জন্য প্রয়োজনীয়। নতুবা এই পোস্ট টি স্কিপ করে যান। অর্থাৎ আপনি যদি আপনার কাজ Emulator এ টেস্ট করতে চান তাহলে আপনার ফোন সেট আপ এর কোন প্রয়োজন নেই।
এই পোস্ট টি সম্পন্ন করলে আপনি আপনার এন্ড্রয়েড ফোন টি অ্যাপ ইনভেন্টর (App Inventor) এর সাথে ব্যাবহার করতে পারবেন এবং আপনার প্রতিটি পদে পদে এটি অ্যাপ এর output শো করবে। প্রথমেই আপনার ফোনের USB cable দ্বারা ফোনটি কম্পিউটার এর সাথে সংযুক্ত করে নিন। আপনি তারপর আপনার ড্রাইভার সফটওয়্যার টি ইন্সটল করতে হবে (যদি করা না থাকে এবং App Inventor Installer package এর সাথে না থাকে)।
আপনি যেই মডেল ই ইউস করেন না কেন আপনার সেট এ অবশ্যই SD card থাকতে হবে।
আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai akto help korben . play store theke apps namate parcina “package file is invalid ” ai lekha ase. thanx for tune.