প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান, আপনিও পারবেন [পর্ব-০৩] :: ‘অ্যাপ ইনভেন্টর’ সাথে ব্যাবহারের জন্য এন্ড্রয়েড ফোন সেট আপ করন।

প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান

প্রথমেই দেরি করে পোস্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে যারা এই চেইন এর টিউন এর জন্য অপেক্ষা করছিলেন তাদের কাছ থেকে। আসলে কিছুদিন ক্লাস আর ওদেস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো চলুন শুরু করা যাক।

আজ আমরা দেখব কিভাবে আমাদের হাতের এন্ড্রয়েড ফোন টি অ্যাপ ইনভেন্টর এর সাথে অ্যাপ এর কাজ টেস্ট করার কাজে ব্যাবহার করার জন্য কনফিগার করতে হয়।

আপনি যদি অ্যাপ ইনভেন্টর এর করা কাজ আপনার ফোনে সরাসরি টেস্ট করতে চান কেবল তাহলেই এই পোস্ট টি আপনার জন্য প্রয়োজনীয়। নতুবা এই পোস্ট টি স্কিপ করে যান। অর্থাৎ আপনি যদি আপনার কাজ Emulator এ টেস্ট করতে চান তাহলে আপনার ফোন সেট আপ এর কোন প্রয়োজন নেই।

এই পোস্ট টি সম্পন্ন করলে আপনি আপনার এন্ড্রয়েড ফোন টি অ্যাপ ইনভেন্টর (App Inventor) এর সাথে ব্যাবহার করতে পারবেন এবং আপনার প্রতিটি পদে পদে এটি অ্যাপ এর output শো করবে। প্রথমেই আপনার ফোনের USB cable দ্বারা ফোনটি কম্পিউটার এর সাথে সংযুক্ত করে নিন। আপনি তারপর আপনার ড্রাইভার সফটওয়্যার টি ইন্সটল করতে হবে (যদি করা না থাকে এবং App Inventor Installer package এর সাথে না থাকে)।

আপনি যেই মডেল ই ইউস করেন না কেন আপনার সেট এ অবশ্যই SD card থাকতে হবে।

এবার আপনার ফোন টি যে অ্যাপ ইনভেন্টর এর সাথে যুক্ত হতে তৈরি তা নিশ্চিত করার জন্য নিজের ধাপ অনুসরন করুনঃ
          ১. আপনার ফোন এর home screen এ যাওয়ার জন্য Home button চাপুন।
          ২. 'Menu' তে চাপুন তারপর 'Setting' এবং সবশেষে 'Application' এ চাপুন।
 
          ৩. যদি এখানে Unknown sources নামে কোন কিছু থাকে তাহলে দেখুন এটি চেক করা আছে কিনা।
          ৪. এবার 'Development' এ যান।
 
          ৫. দেখুন USB Debugging এবং Stay Awake চেক করা আছে কিনা।
যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনার ফোন এখন কাজ করার উপযোগী।
আপনার ফোনে যদি কিলক করা থাকে তাহলে আনলক করুন । আপনার ফোন USB cable দ্বারা পিসি এর সাথে কানেক্ট হওয়া মাত্র আপনার ফোনে ২ টি নোটিফিকেশান দেখাবে-
         * USB Connected মানে আপনার ফোন আপনার কম্পিউটার এ কানেক্ট হয়েছে।
         * USB Debugging Connected মানে App Inventor আপনার কম্পিউটার থেকে আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবে।
Note:
           ১. যদি আপনার ফোনটি Nexus One বা Nexus S হয় তাহলে আপনি Turn on USB Storage এই নোটিফিকেশান দেখবেন। আপনি এই বাটনে ক্লিক করবেন না। আর যদি করে থাকেন তাহলে আপনি এটিকে আবার Turn USB storage off করে দিন।
          ২. আপনার ফোন যদি Droid X হয় তাহলে নিচের বাড়তি ধাপ গুলো অনুসরন করবেন-
                      ১. ফোনের স্ক্রীন এর উপরের দিকের নোটিফিকেশান পেনাল ওপেন করুন।
                      ২. USB Connected এ ক্লিক করুন।
                      ৩. Charge Only তে ক্লিক করুন।
আমাদের পরবর্তী ধাপ হবে অ্যাপ ইনভেন্টর ব্যাবহার শুরু করা এবং প্রথম অ্যাপ তৈরি।
আজ এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আর হাঁ, আজকে বেশি কথা বাড়ালাম না। কারো যদি বুজতে সমস্যা হয় টিউমেন্টে জানাবেন।

Level New

আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai akto help korben . play store theke apps namate parcina “package file is invalid ” ai lekha ase. thanx for tune.

    @rajmeherab: এই ব্যাপারটা আমার জানা নাই। আশা করি যারা জানেন তারা আপনাকে help করবেন।

ভাল —-খুবই ভাল । চালিয়ে যান । সফটওয়ার ইনষ্টল করে বসে আছি। পরবর্তী টিউনের অপেক্ষায় ।

    @বারিক: ভাই, আগ্রহের জন্য ধন্যবাদ। একটু কষ্ট করলে আপনি সবার আগে শিখতে পারেন। আর তা হল এই লিঙ্কে চলে যান-
    http://appinventor.mit.edu/teach/
    আর যদি ইংরেজিতে একান্তই দুর্বল হয়ে থাকেন বা এখান থেকে বুজতে ব্যর্থ হন তাহলে আমি আমার http://www.androidappsdevs.blogspot.com ব্লগে টিউট গুলো দিয়ে দিয়েছি সেখানে যেতে পারেন।

Level New

a ki vi tune ar koi?

Level 0

emulator kothay pabo android phone nai

Level 0

Foysal Rimon bhayer shathe ki bektigoto babe jogajog kora jabe?
[email protected]

Level 0

boss আমি গুগল ম্যাপ এর একটা প্রোগ্রাম (just একটা ম্যাপ দেখানো) emulator এ রান করতে চাইতেছি । কিন্তু রান করতে গেলে দেখাচ্ছে this app won’t run unless you update google play service . নেটে অনেক ঘাটাঘাটি করেও সমাধান করতে পারছি না । please help me . আর আপনার facebook id & email id টা দয়া করে দেবেন কি ? my email: [email protected]
@ফয়সাল রিমন