[একটি মুখবন্ধঃ অনেকে জানতে চেয়েছেন বা চাচ্ছেন - আপনাদের ডিভাইস (ট্যাব/ফোন) এর জন্য সায়ানোজেনমড ৯.০.০ আছে কিনা। সবার আগে এইখানে যেয়ে একবার দেখে নিতে পারেন আপনার ডিভাইসকে অফিসিয়ালি সায়ানোজেনমড সাপোর্ট করে কিনা। এইখানে ক্লিক করলে জানতে পারবেন আপনার ডিভাইসের জন্য 'স্টেবল' বা নির্ভরযোগ্য রম বের হয়েছে কিনা। আপনি এখানে একটু খুঁজে দেখলেই আপনার ডিভাইস পেয়ে যেতে পারেন। খোঁজাটা সহজ করতে - লক্ষ্য করুন,এই ওয়েব পেজে বামপাশে 'টাইপ' অংশটির নিচে আছে 'ডিভাইস' নামের একটি অংশ যেখানে ডিভাইস মডেল নম্বর দেয়া আছে। আপনি মাউস পয়েন্ট করলে মডেল নম্বরের নামটা দেখা যাবে। এভাবে আপনার ডিভাইসের নাম পেলে ক্লিক করুন - মনে রাখবেন, সবসময় 'স্টেবল' সায়ানোজেনমড টেস্ট/ইন্সটল করা ভাল।]
কিছুদিন আগে গ্যালাক্সী ট্যাবে আইসক্রিম স্যান্ডউইচ ৪.০.৪ (সায়ানোজেনমড ৯.০.০ আরসি১) শিরোনামে একটা লেখায় বলেছিলাম কিভাবে গ্যালাক্সী ট্যাবে আইসক্রিম স্যান্ডউইচের সায়ানোজেনমড কাস্টম রম ইন্সটল করতে হয়।
আমার সিস্টেম ও রম
এই কয়েকদিন কাস্টম রমটি ব্যবহার করে দেখলাম - এক কথায় দারুণ! টের পাচ্ছি, আমার ট্যাবের পারফরম্যান্স অনেকখানি বেড়েছে। আর তাছাড়া আইসক্রিম স্যান্ডউইচ এর ইন্টারফেসটি কিন্তু দারুণ আকর্ষণীয়। আজকে কয়েকটি ছবির মাধ্যমে চেষ্টা করব এই কাস্টম রমের ইন্টারফেসের বিভিন্ন দিক তুলে ধরতে।
উপরের স্ক্রিনে খেয়াল করুন, এটা আমার গ্যালাক্সী ট্যাবের হোম স্ক্রিন যাতে রয়েছে NQ Mobile Security এর একটি উইজেট ও আমার তৈরি করা ছয়টি ফোল্ডার। স্ক্রিনের উপরে বাম পাশে গুগল সার্চ আর ভয়েস সার্চের দুটো আইকন আছে। ডান পাশে আছে অ্যাপ্লিকেশনস আইকন। আপনার ডিভাইসের কি/বাটনের অতিরিক্ত হিসাবে Back, Home ও Recent এই তিনটি 'কি' থাকবে (উপরের স্ক্রিনের বাম পাশে নীচের কাল অংশে দেখানো)। স্ক্রিনের নীচের ডান পাশে কাল অংশে সময়, নেটওয়ার্ক শক্তি, ব্যাটারি চার্জ ইত্যাদি দেখানো হচ্ছে - এটাই নোটিফিকেশন এরিয়া।
হোম স্ক্রিন থেকে অ্যাপ্লিকেশনস এর শর্টকাটে যাওয়া
হোম স্ক্রিন থেকে অ্যাপ্লিকেশনস এর শর্টকাটে যাওয়া
উপরের ছবি দুটোতে নিজের তৈরি করা ফোল্ডারগুলো দেখানো হচ্ছে। এক টাচে এদেরকে খোলা যায়, আর স্ক্রিনের অন্য কোণ জায়গায় টাচ করলে এরা বন্ধ হয়ে যায়।
এবার আসুন নোটিফিকেশন এরিয়ার কয়েকটি ছবি দেখিঃ
হোম স্ক্রিন থেকে নোটিফিকেশনে যাওয়া (প্রথম টাচ)
নোটিফিকেশন এরিয়াটা ছোট হলেও এর যে কোন জায়গায় আপনি স্পর্শ করলেই প্রাথমিক নোটিফিকেশন এরিয়া স্ক্রিন আসবে - যেখানে ডেট, টাইম, অ্যাপ্লিকেশন আপডেট, মেসেজ, মিসড কল, ভাইরাস ওয়ার্নিং ইত্যাদি পাবেন। এই স্ক্রিনের বামপাশে সেটিংস আইকনে টাচ করলে বিস্তারিত নোটিফিকেশন এরিয়া চলে আসবে যেখানে আপনি নোটিফিকেশন ছাড়াও পাবেন ব্লু -টুথ, ওয়াই-ফাই ইত্যাদি জরুরি কিছু সেটিংস।
নোটিফিকেশন এরিয়ার সেটিংস আইকন বা অ্যাপ্লিকেশনস স্ক্রিনের সেটিংস আইকন - যে কোনটি থেকে আপনি সেটিংস এ প্রবেশ করতে পারবেন।
এই রমে সেটিংস সহ আরও কিছু স্ক্রিন এক্সপ্লোরার স্টাইলে করা হয়েছে অর্থাৎ বাম দিকে অবস্থিত কোন ফিচারের সব অপশন আপনি ডান দিকের অংশে দেখতে পারবেন। নিচে সেটিংস এর বেশ কিছু (সব নয়) স্ক্রিনশট দেয়া হ্লঃ
সেটিংস - প্রোফাইল
সেটিংস - সিস্টেম
সেটিংস - অ্যাপ্লিকেশনস
সেটিংস - পারফরমেন্স
সেটিংস - ল্যাংগুয়েজ এন্ড ইনপুট
সেটিংস - সিকিউরিটি
সেটিংস - ব্যাটারি
সেটিংস - ডাটা ইউসেজ
নিচে আমার ট্যাবের কয়েকটা অ্যাপ্লিকেশন ও উইজেট স্ক্রিন দেয়া হল। খেয়াল করবেন এখানে উইজেটগুলো উইজেট স্ক্রিন থেকে প্রিভিউ করার ব্যবস্থা আছে।
অ্যাপ্লিকেশন স্ক্রিন
অ্যাপ্লিকেশন স্ক্রিন
উইজেট স্ক্রিন
উইজেট স্ক্রিন
হোম স্ক্রিনের বামে উপরে গুগল লেখা আইকন দিয়ে বা ডিভাইসের 'সার্চ কি' দিয়ে টেক্সট সার্চ স্ক্রিন এ আসা যায়। সার্চ শুধু গুগলেই সীমাবদ্ধ নয়, আপানার ডিভাইসে অবস্থিত বিভিন্ন আইটেমও সার্চ করতে পারবেন আপনি। নিচে একটি সার্চ স্ক্রিনের স্ক্রিনশট দেয়া হলঃ
সার্চ স্ক্রিন
যা যা সার্চ করতে চান সেটা সেট করবার জন্য ব্যবস্থা আছে। দেখুন নিচেঃ
সার্চ করার যোগ্য আইটেম
গুগল সার্চের সেটিংসও পরিবর্তন করা যাবে। দেখুনঃ
গুগল সার্চ সেটিংস
ভয়েস সার্চ
পাওয়ার বাটনকে ২ সেকেন্ড ধরে রাখলে এই অপশনগুলো আসবে, যা আসলেই কাজেরঃ
পাওয়ার লং প্রেস স্ক্রিন
হোম স্ক্রিনের বাম পাশে নিচের তিনটি আইকনের সর্বডানের আইকনটি চাপলে সম্প্রতি চালিত অ্যাপ্লিকেশনগুলো দেখাবে। নিচে দেখুনঃ
সম্প্রতি চালিত অ্যাপ্লিকেশন
আইসক্রিম স্যান্ডউইচ ৪.০.৪ (সায়ানোজেনমড ৯.০.০ আর সি১) কাস্টম রম ইন্সটল করলে কি কি পাবেন এরকম একটা ধারনা পেলেন কি? আশা করি কাজে লাগবে লেখাটি। ধন্যবাদ।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar devise ter jodi sayanogom rom petam!