গত বছর মাঝামাঝি সময়ে, যখন গ্যালাক্সী ট্যাবটা (৭") হাতে পাই, তখন এর অপারেটিং সিস্টেম/রম ছিল ফ্রয়ো অর্থাৎ এন্ড্রয়েড ২.২। বেশ কিছুদিন সন্তুষ্ট চিত্তে ঘাঁটাঘাঁটি করলাম। আর ইতিমধ্যে এন্ড্রয়েড সম্পর্কে কাজ চালানোর মত কিছু পড়াশোনা করে ফেললাম। কিন্তু যা হয়, কয়েকদিন পরেই আপগ্রেড এর চিন্তাটা মাথায় চেপে বসল। এরপর গুগল, এক্সডিএ ফোরাম ইত্যাদি করে মোটামুটি একটা জ্ঞানার্জন হয়ে গেল। ভয়ে ভয়ে জিঞ্জারব্রেড অর্থাৎ এন্ড্রয়েড ২.৩ এর রম ইন্সটল করে ফেললাম। মাঝখানের আটকে যাবার গল্পটা বাদ দিচ্ছি - টিউটোরিয়াল না মানায় আমার নিজের ভুলের কারণে এটা হয়েছিল। যাহোক মোদ্দা কথা সফল হয়েছিলাম। জিঞ্জারব্রেড নিয়ে বেশ দাপটে থাকলাম কিছুদিন। মোটামুটি আয়ত্তে আনা রম ফ্ল্যাশ করবার পদ্ধতি নিয়ে টপিক লিখেও ফেললাম।
বেশিদিন না যেতেই, জানলাম টিমওভারকাম এর তৈরি ওভারকাম রম ৪.১.০ সম্পর্কে। জিঞ্জারব্রেডের উন্নত সংস্করণ এন্ড্রয়েড ২.৩.৬।
আর যায় কোথায়, ডাউনলোড এন্ড ফ্ল্যাশ! (রম ফ্ল্যাশ হবার পর যখন বুট হল - তখন রীতিমত ভয় পেয়ে গেলাম - স্যামসাং লোগোতে বুটস্ক্রিন আটকে গেল। এই যা! মনে হয় আমার ট্যাব 'ব্রিক' হয়ে গেল। কিন্তু না, বেশ কিছুক্ষন পরেই ওভারকাম এন্ড্রয়েড এর স্ক্রিন ভেসে উঠল - আমি হাফ ছেড়ে বাঁচলাম)
গুগল যেমন থামছে না, আমার চাওয়াও থামে না। লোভাতুর দৃষ্টিতে এক্সডিএ ফোরাম আর অন্যন্য এন্ড্রয়েড ফোরামে ঘোরাঘুরি করতে থাকলাম এন্ড্রয়েড ৩.০/৩.১ বা হানিকম্ব রম ফ্ল্যাশ করবার পদ্ধতি বের করতে। আমার মোটামুটি একটা ধারনা হল - হানিকম্বে ট্যাবের কিছু সমস্যা হতে পারে। তাই কিছুদিন খোঁজাখুঁজি করে হাল ছেড়ে দিলাম।
ভালই ছিলাম। কিন্তু বাধ সাধল জেলিবিন বা এন্ড্রয়েড ৪.১। এটা বের হবার পর আবার খোঁজাখুঁজি - দেখি তো আমার গ্যালাক্সী ট্যাবটা জেলিবিনে আপগ্রেড করতে পারি কিনা। হ্যাঁ, পারা যাবে - তবে ডিভাইসের অনেক কিছুই কাজ করবে না। না বাবা, অরিজিনাল ফিচার যদি না কাজ করে, তাহলে আপগ্রেডের দরকার নেই। এখানেই ক্ষান্ত দিতাম, কিন্তু এক্সডিএ তে খুঁড়াখুঁড়ি করতে যেয়ে কাকতালীয়ভাবে দু একটা পোস্ট পেলাম যেখানে বলা হয়েছে, বিনা সমস্যায় গ্যালাক্সী ট্যাবে আইসক্রিম স্যান্ডউইচ বা এন্ড্রয়েড ৪.০ ইন্সটল করা যাবে। আরও নিশ্চিত হবার জন্য সার্চ দিলাম - ফলাফল অনুকূলে। আর কেন দেরী? দিলাম রম ডাউনলোড এন্ড ইন্সটল। পেয়ে গেলাম ঝকঝকে তকতকে সায়ানোজেনমড ৯.০.০-আরসি১-পি১ বা এন্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ।
প্রয়োজনীয় বিষয়ঃ
দারুণ একটা ভিডিও আছে এই পদ্ধতিটির। এইখানে। (ইউটিউবের হলেও আমি দেখতে পেয়েছি, https এর কারণে হয়তো)
আপনি পেয়ে গেলেন ঝকঝকে আইসক্রিম স্যান্ডউইচ। এইবার আমাকে একটা খাওয়ান 🙂
এক কথায় দারুণ রম!
এক্সটারনাল এস ডি কার্ড ফাইল এক্সপ্লোরার দিয়ে আগের জায়গায় দেখায় না (mnt/sd card/external sd/) তবে একে দেখতে হলে আপনাকে যেতে হবে (mnt/emmc/) তে।
আশা করি লেখাটা আপনাদের কাজে লাগবে। ভাল থাকবেন সবাই।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+++