এন্ড্রয়েড সমাচার [পর্ব-১১] :: গ্যালাক্সী ট্যাবে আইসক্রিম স্যান্ডউইচ ৪.০.৪ (সায়ানোজেনমড ৯.০.০ আরসি১)

এনড্রয়েড সমাচার

গত বছর মাঝামাঝি সময়ে, যখন গ্যালাক্সী ট্যাবটা (৭") হাতে পাই, তখন এর অপারেটিং সিস্টেম/রম ছিল ফ্রয়ো অর্থাৎ এন্ড্রয়েড ২.২। বেশ কিছুদিন সন্তুষ্ট চিত্তে ঘাঁটাঘাঁটি করলাম। আর ইতিমধ্যে এন্ড্রয়েড সম্পর্কে কাজ চালানোর মত কিছু পড়াশোনা করে ফেললাম। কিন্তু যা হয়, কয়েকদিন পরেই আপগ্রেড এর চিন্তাটা মাথায় চেপে বসল। এরপর গুগল, এক্সডিএ ফোরাম ইত্যাদি করে মোটামুটি একটা জ্ঞানার্জন হয়ে গেল। ভয়ে ভয়ে জিঞ্জারব্রেড অর্থাৎ এন্ড্রয়েড ২.৩ এর রম ইন্সটল করে ফেললাম। মাঝখানের আটকে যাবার গল্পটা বাদ দিচ্ছি - টিউটোরিয়াল না মানায় আমার নিজের ভুলের কারণে এটা হয়েছিল। যাহোক মোদ্দা কথা সফল হয়েছিলাম। জিঞ্জারব্রেড নিয়ে বেশ দাপটে থাকলাম কিছুদিন। মোটামুটি আয়ত্তে আনা রম ফ্ল্যাশ করবার পদ্ধতি নিয়ে টপিক লিখেও ফেললাম।

বেশিদিন না যেতেই, জানলাম টিমওভারকাম এর তৈরি ওভারকাম রম ৪.১.০ সম্পর্কে। জিঞ্জারব্রেডের উন্নত সংস্করণ এন্ড্রয়েড ২.৩.৬।

আর যায় কোথায়, ডাউনলোড এন্ড ফ্ল্যাশ! (রম ফ্ল্যাশ হবার পর যখন বুট হল - তখন রীতিমত ভয় পেয়ে গেলাম - স্যামসাং লোগোতে বুটস্ক্রিন আটকে গেল। এই যা! মনে হয় আমার ট্যাব 'ব্রিক' হয়ে গেল। কিন্তু না, বেশ কিছুক্ষন পরেই ওভারকাম এন্ড্রয়েড এর স্ক্রিন ভেসে উঠল - আমি হাফ ছেড়ে বাঁচলাম)

গুগল যেমন থামছে না, আমার চাওয়াও থামে না। লোভাতুর দৃষ্টিতে এক্সডিএ ফোরাম আর অন্যন্য এন্ড্রয়েড ফোরামে ঘোরাঘুরি করতে থাকলাম এন্ড্রয়েড ৩.০/৩.১ বা হানিকম্ব রম ফ্ল্যাশ করবার পদ্ধতি বের করতে। আমার মোটামুটি একটা ধারনা হল - হানিকম্বে ট্যাবের কিছু সমস্যা হতে পারে। তাই কিছুদিন খোঁজাখুঁজি করে হাল ছেড়ে দিলাম।

ভালই ছিলাম। কিন্তু বাধ সাধল জেলিবিন বা এন্ড্রয়েড ৪.১। এটা বের হবার পর আবার খোঁজাখুঁজি - দেখি তো আমার গ্যালাক্সী ট্যাবটা জেলিবিনে আপগ্রেড করতে পারি কিনা। হ্যাঁ, পারা যাবে - তবে ডিভাইসের অনেক কিছুই কাজ করবে না। না বাবা, অরিজিনাল ফিচার যদি না কাজ করে, তাহলে আপগ্রেডের দরকার নেই। এখানেই ক্ষান্ত দিতাম, কিন্তু এক্সডিএ তে খুঁড়াখুঁড়ি করতে যেয়ে কাকতালীয়ভাবে দু একটা পোস্ট পেলাম যেখানে বলা হয়েছে, বিনা সমস্যায় গ্যালাক্সী ট্যাবে আইসক্রিম স্যান্ডউইচ বা এন্ড্রয়েড ৪.০ ইন্সটল করা যাবে। আরও নিশ্চিত হবার জন্য সার্চ দিলাম - ফলাফল অনুকূলে। আর কেন দেরী? দিলাম রম ডাউনলোড এন্ড ইন্সটল। পেয়ে গেলাম ঝকঝকে তকতকে সায়ানোজেনমড ৯.০.০-আরসি১-পি১ বা এন্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ।

ইন্সটল পদ্ধতিঃ

প্রয়োজনীয় বিষয়ঃ

  • - ট্যাবের চার্জ থাকতে হবে ১০০%
  • - ক্লকওয়ার্কমড রিকভারী থাকতে হবে (এটা কি জানতে দেখুন এখানে)
  • - ট্যাবকে ব্যাকআপ করে নিতে হবে
  • - স্টকরমে ফিরে যাবার জন্য স্টকরম ডাঊনলোড করা থাকতে হবে
  • - মূল্যবান ডাটা অন্যত্র কপি করে রাখতে হবে।
  • ১। এখান থেকে রম ডাউনলোড করুনঃ http://www.mediafire.com/?aui72ej3oi01v8n
  • ২। আপনার পিসি/ল্যাপটপে প্রাপ্ত rar ফাইলটি 'unrar' করুন। পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড vio দিন।
  • ৩। ট্যাবকে ডাটা ক্যাবলের সাহায্যে পিসি/ল্যাপটপে যুক্ত করুন (ট্যাব কে mass storage device হিসেবে রাখবেন Wireless and Network>USB Settings>Mass Storage)।
  • ৪। unrar করার পর যে ফোল্ডারটি পাবেন তার ভেতর আরেকটি ফোল্ডার থাকবে যার নামঃ CyanogenMod 9 RC1। এই ফোল্ডারটি ট্যাবের ইন্টারনাল মেমোরি বা এসডি কার্ড এ কপি করুন।
  • ৫। পদ্ধতি মোতাবেক ট্যাবকে পিসি/ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন করুন ও ট্যাবের পাওয়ার অফ করুন।
  • ৬। এবার ট্যাবকে রিকভারী মোড এ নিয়ে যান। এক্ষেত্রে, ভলিউম আপ বাটন ধরে পাওয়ার বাটন চাপতে হবে।
  • ৭। আপনার ক্লকওয়ার্কমড কোন ভার্সনের তার উপর নির্ভর করবে আপনার রিকভারী স্ক্রিনে কি দেখা যাবে। তবে এরপর যা বলব, তা মেনু থেকে খুঁজে বের করতে অসুবিধা হবে না।
  • ৮। এবার প্রথমেই wipe data/factory reset করুন।
  • ৯। Go back এ যেয়ে এরপর wipe cache করুন।
  • ১০। Go back এ যেয়ে Advanced মেনুতে যান ও wipe Dalvik cache করুন।
  • ১১। Go back করুন। প্রাথমিক স্ক্রিন থেকে install zip from SD card সিলেক্ট করে ট্যাবের ইন্টারনাল মেমরির CyanogenMod 9 RC1 ফোল্ডারে রক্ষিত cm-9.0.0-RC1-p1.zip সিলেক্ট করুন।
  • ১২। রিবুট করুন রিকভারীতে।
  • ১৩। উপরের স্টেপ ৮ থেকে ১১ আবার পুনরাবৃত্তি করুন। (এবার একটু বেশী সময় লাগবে)
  • ১৪। এইবার স্টেপ ১১ এর পদ্ধতি অনুসরণ করুন, তবে cm-9.0.0-RC1-p1.zip ফাইলটির পরিবর্তে gapps-ics-2012031-signed.zip ফাইলটি সিলেক্ট করুন। (এবারও একটু বেশী সময় লাগবে)
  • ১৫। সিস্টেম রিবুট করুন। বুট শেষ ও ইনিশিয়ালাইজড হতে বেশ সময় নেবে - ধৈর্য ধরুন।

দারুণ একটা ভিডিও আছে এই পদ্ধতিটির। এইখানে। (ইউটিউবের হলেও আমি দেখতে পেয়েছি, https এর কারণে হয়তো)

আপনি পেয়ে গেলেন ঝকঝকে আইসক্রিম স্যান্ডউইচ। এইবার আমাকে একটা খাওয়ান 🙂

আমার মন্তব্যঃ

এক কথায় দারুণ রম!

আমার জানা সমস্যাঃ

এক্সটারনাল এস ডি কার্ড ফাইল এক্সপ্লোরার দিয়ে আগের জায়গায় দেখায় না (mnt/sd card/external sd/) তবে একে দেখতে হলে আপনাকে যেতে হবে (mnt/emmc/) তে।

আশা করি লেখাটা আপনাদের কাজে লাগবে। ভাল থাকবেন সবাই।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

+++

আমার set model sony ericssion live কিভাবে icecream sandwidth ও
এ upgrade করব?

    @আল ইমরান: সনি এরিকসন লাইভের জন্য সম্ভবত কোন কাস্টম রম বের হয়নি। এই সাইটে ডিভাইসের জন্য আলাদা আলাদা রম আছেঃ http://get.cm/?type=RC

ভাই এটা sony ericssion xperia mini pro তে কিভাবে করে আপনার কি জানা আছে?

Level New

অদৃশ্য vai, Amar kache ekta china tab ache…. froyo 2.2 kora.
2.3 korte chaichi….kivabe root korto bujhtesina…xda te oitar details nai…

brand: stargold processor: 800mhz

    @ЯOBAYETH: রুবায়েত ভাই, উপরে আমার চেইন টিউনের ১, ২ ও ৩ নম্বরে দেয়া পদ্ধতি অনুসরণ করুন। চায়নিজ ট্যাবের জন্য একটু রিস্কি – কিন্তু আমার মনে হয় কিছু হবে না – চেস্টা করে দেখতে পারেন।

@ অদৃশ্য ভাই sony এর site এ দেয়া ase availabil for icecream sandwidth

এটাকি অফিসিয়াল ভার্সন না আনঅফিসিয়াল ভার্সন। গালাক্সি মিনিতে কি সাপোর্ট করবে।

    @সামিউল: সব কাস্টম রমই আনঅফিসিয়াল। তবে এটা সায়ানোজেনমদড এর অফিসিয়াল ভার্সন। আর, দেখলাম মিনির জন্য এটা এখনও তৈরি হয়নি।

      @অদৃশ্য: ধন্যবাদ ইনফরমেশনের জন্য। আমি এখন আনঅফিসিয়াল সায়ানোজেনমোড ১০ এবং জেলিবিন ব্যবহার করছি। আমি যদি অফিসিয়াল ভার্সন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমার গ্যালাক্সি মিনিতে কিধরণের সম্যসা হতে পারে।

        @সামিউল: এক্ষেত্রে আমি বলব, আপনি xda ফোরামের গ্যালাক্সী মিনি সম্পর্কিত আলোচনাগুলো একটু দেখে নিতে পারেন। আমি এ ব্যপারে এক্সপার্ট নই।

Level 0

assa. glaxy tab p1000 a clockworkmode flash dibo kivhabe?

ডাউনলোড লিঙ্কতো কাজ করেনা। ডাউনলোডের বিকল্প কোন লিঙ্ক আছেকি?

আগের টা ছিল ১৮৫ মেগাবাইট আর এটা হল ১৩৭ মেগাবাইট। কেমন যেন খটকা লাগছে। ভাবছিলাম ছুটিতে যাবার আগে ডাউনলোড করব। পড়ে গিয়ে দেখি লিঙ্ক কাজ করেনা। ১৮৬ মেগাবাইট ফাইল টা কি আবার কোন ভাবে দেওয়া যায়। ১৩৭ টা মনে হচ্ছে নাইটলি স্টাবেল না

Level 0

আমি XPERIA Mini Pro তে সেটাপ করেছি। জটিল ।

Level 0

Amar samsung galaxy tab 2 7.0 Ami kivabe root korbo pls janaben. Amar tab android 4.0 Rom ace.

Level 0

Bhai GT-P1000T a bangla clear vabe dekhar kono fonts ache apnar kache? amar ta te default font dile dekha jayna. R ami “bangla.apk” r “banglafonts.apk” install korechi. sekhetre bangla dekha jay. kintu olot palot hoye ase. age-piche hoye jay. kindly janaben ki bisoy ti j opera mini chara r kono way ache naki bangla apps er likha dekhar jonno?

    @Sufal: ভাই, এনড্রয়েড ফ্রয়ো বা জিঞ্জারব্রেড এ বাংলা উল্টাপাল্টা দেখবেন। এই টিউনে যেমন বলা হয়েছে সেভাবে আইসক্রিম স্যান্ডউইচ ইন্সটল করে ফেলুন। সব সমাধান হয়ে যাবে।