এনড্রয়েড সমাচার [পর্ব-১০] :: স্মার্ট টুলস – এন্ড্রয়েড এর দারুণ উপকারী এক অ্যাপ্লিকেশন

এনড্রয়েড সমাচার

এক কালে যাকে আমরা শুধুমাত্র ফোন বা মোবাইল ফোন অথবা সেলুলার ফোন হিসাবে চিনতাম এবং ব্যবহার করতাম, তাকে আজ আমরা স্মার্টফোন হিসাবে দেখছি। আজকালকার মোবাইল ফোন শুধুমাত্র ফোন করার জন্য নয়, বরং অন্যান্য নানা কাজে ব্যবহৃত হয়। এমনকি অনেকের কাছে মোবাইল ফোন দিয়ে ফোন করাটা একটা গৌণ বিষয়, মূলতঃ তারা অন্য কোন কাজেই ফোনটি ব্যবহার করে থাকেন। আর এজন্যই আজকের ফোনগুলো 'স্মার্ট'। আর এই স্মার্টনেসে নিঃসন্দেহে এগিয়ে আছে এন্ড্রয়েড-নির্ভর হ্যান্ডসেটগুলো। এন্ড্রয়েড স্মার্টফোনগুলোর স্মার্ট হয়ে উঠার পেছনের কৃতিত্বের দাবীদার অনেকাংশেই হরেক রকম এবং আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আর এটা একটা বড় সমস্যাও বটে। কারণ, লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি বের করে ইন্সটল করা ও ব্যবহার করার জন্য আপনার দরকার হবে অসীম মেমোরি, লম্বা সময় আর পর্বতসম ধৈর্য। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিভিওগুলো কাজে আসে।

আজকে আলোচনা করব এন্ড্রয়েডের দারুণ এক অ্যাপ্লিকেশন - স্মার্ট টুলস। বর্তমান ভার্সন ১.৫। আর এটি প্রায় ৪.৭ মেঃ বাঃ জায়গা দখল করে।

বাইরে গেছেন, কোন কারণে একটা দৈর্ঘ্য মাপার স্কেল কিংবা কোণ মাপার চাঁদা প্রয়োজন হল - সমতল বা বক্রতল বের করবার জন্য স্পিরিট লেভেল দরকার? অথবা দূরত্ব মাপা কিংবা দিক নির্ণয় করা প্রয়োজন কিংবা একটা মেটাল ডিটেক্টর দরকার? আপনার লাগবে স্মার্ট টুলস।

তো আসুন দেখে নেই কি আছে এই দরকারি অ্যাপ্লিকেশনটিতে। স্মার্ট টুলস মূলতঃ ১৫টি বেসিক অ্যাপ্লিকেশনের সমন্বয়ে তৈরি একটি অ্যাপ্লিকেশন। ৫টি প্রো-সেট বা ক্যাটাগরিতে বিন্যস্ত স্মার্ট টুলস এ আছেঃ

সেট ১ : স্মার্ট রুলার প্রো - দৈর্ঘ্য, কোণ, ঢাল, তল, থ্রেড মাপনী

টাচ স্ক্রিনকে ব্যবহার করে কোন কিছুর দৈর্ঘ্য মাপার জন্য এর রুলারটি ব্যবহৃত হয়। আবার কোন কোণ (angle) বা ঢাল মাপার জন্য স্মার্ট টুলস এ আছে তিন ধরনের চাঁদা। এছাড়া লেভেল মাপার জন্য আছে স্পিরিট লেভেল সদৃশ একটি লেভেল।মজার ব্যপার হল এতে স্ক্রু, বা নাটবোল্টের প্যাঁচ বা থ্রেড মাপার জন্য থ্রেড পিচ গেজ নামের একটি অ্যাপ্লিকেশনও আছে।

রুলার ও লেভেল

তিন ধরনের চাঁদা

থ্রেড পিচ গেজ

সেট ২ : স্মার্ট মেজার প্রো - দূরত্ব, উচ্চতা, প্রস্থ, ক্ষেত্রফল মাপনী

এই সেটটিতে আছে দূরত্ব, উচ্চতা, প্রস্থ এবং ক্ষেত্রফল মাপার অ্যাপ্লিকেশন। নির্দিষ্ট স্থানে আপনার ডিভাইসের ক্যামেরাটি তাক করে দু-তিন বার বাটন চাপলেই আপনার ইপ্সিত দূরত্ব, উচ্চতা, প্রস্থ অথবা ক্ষেত্রফল বেরিয়ে আসবে। ক্যামেরার ইমেজে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে এগুলো বের করা হয়। স্ক্রিনশট দেখলে ক্লিয়ার হবেঃ

উচ্চতা ও দূরত্ব

দূরত্ব, উচ্চতা, প্রস্থ ও ক্ষেত্রফল

সেট ৩ : স্মার্ট কম্পাস প্রো - কম্পাস, মেটাল ডিটেক্টর, জিপিএস

এর মধ্যে রয়েছে একটি কম্পাস, একটি মেটাল ডিটেক্টর ও জিপিএস রিডার। কম্পাস দিয়ে দিক নির্ণয় ছাড়াও দিককোণ বা বিয়ারিং বের করা যায়। মেটাল ডিটেক্টরটি এর সাথে দেয়া হয়েছে এজন্য যেন আপনি আপনার কম্পাস রিডিং, মেটাল বা ম্যাগনেটিক ফিল্ড (চৌম্বক ক্ষেত্র) এর প্রভাবমুক্ত কিনা তা দেখে নিতে পারেন। জি পি এস রিডারটি অক্ষাংশ/দ্রাঘিমাংশ বের করতে ব্যবহৃত হয়।

দিক ও দিককোণ

অবস্থান, দিক ও ম্যাগনেটিক ফিল্ড

ম্যাগনেটিক ফিল্ড (চৌম্বক ক্ষেত্র) রিডার

সেট ৪ : সাউন্ড মিটার প্রো - সাউন্ড লেভেল মিটার, ভাইব্রোমিটার

সাউন্ড মিটার প্রো তে আছে একটি সাউন্ড লেভেল মিটার ও একটি ভাইব্রোমিটার। সাউন্ড লেভেল মিটারটি দিয়ে আপনি ডেসিবল এককে কোন শব্দকে মাপতে পারবেন। এটা ততটুকু শব্দই মাপতে পারবে যা আপনার ডিভাইসের মাইক্রোফোনের সীমায় সীমাবদ্ধ। মাপা শব্দটি একটি রেফারেন্স বা উদাহরণ এর সাথে তুলনা করবে সাউন্ড লেভেল মিটার।

সাউন্ড লেভেল মিটার

ভাইব্রোমিটারটি কোন কম্পনকে মাপার জন্য ব্যবহার করা যায়। স্মার্টফোনের নিজস্ব সেন্সরকে ব্যবহার করে কম্পন মাপা হয়। মাপা কম্পনটি একটি রেফারেন্স সেটের সাথে তুলনা করে বোঝানো হয় এটা কতখানি দুর্বল বা শক্তিশালী।

ভাইব্রোমিটার

সেট ৫ : স্মার্ট লাইট প্রো - ফ্ল্যাশলাইট, ম্যাগ্নিফায়ার

এই সেটে আছে একটি ফ্ল্যাশলাইট অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি অন্ধকারে তাৎক্ষনিক আলো পেতে পারেন। স্ক্রিন লাইট ও ক্যামেরা লাইট (যদি ডিভাইসের ক্যামেরা এল ই ডি ফ্ল্যাশ ব্যবহার করে) এর মাধ্যমে দুই ধরনের আলো দেবে ফ্ল্যাশলাইট অ্যাপ্লিকেশনটি। আর ম্যাগ্নিফায়ার অ্যাপ্লিকেশনটি ক্যামেরা ব্যবহার করে (জুম অপশন) আপনার তাক করা অংশকে বিবর্ধিত করে দেখাবে।

ফ্ল্যাশলাইট

ম্যাগ্নিফায়ার

আশা করি আপনারা সবাই স্মার্ট টুলস সম্পর্কে একটা ভাল ধারনা পেয়েছেন। এটা আসলেই দারুণ একটা অ্যাপ্লিকেশন, ব্যবহার করে বলছি। তবে এটা (স্মার্ট টুলস) একাধিক অ্যাপ্লিকেশনের সমন্বিত অ্যাপ্লিকেশন হিসাবে পেতে হলে আপনাকে আড়াই ডলারে কিনতে হবে। কিনতে চাচ্ছেন না? তাহলে আপনি টরেন্ট......(আর বলছি না)। তাও চাচ্ছেন না? তাহলে আপনি স্মার্ট টুলসের ভেতরের অ্যাপ্লিকেশনগুলো আলাদা আলাদা ডাউনলোড ও ইন্সটল করতে পারবেন। নিচে এই আলাদা অ্যাপ্লিকেশনগুলোর নাম ও লিংক দেয়া হলঃ

স্মার্ট রুলার(ফ্রি)

স্মার্ট মেজার(ফ্রি)

স্মার্ট ডিসট্যান্স(ফ্রি)

স্মার্ট প্রট্যাক্টর(ফ্রি)

থ্রেড পিচ গেজ(ফ্রি)

স্মার্ট কম্পাস(ফ্রি)

মেটাল ডিটেক্টর(ফ্রি)

সাউন্ড মিটার(ফ্রি)

ভাইব্রেশন মিটার(ফ্রি)

স্মার্ট ফ্ল্যাশলাইট(ফ্রি)

স্মার্ট ম্যাগ্নিফায়ার(ফ্রি)

স্পীড গান(ফ্রি)

আজ এ পর্যন্তই। আশা করি স্মার্ট টুলস ব্যবহার করে আপনার পথ চলা আরও স্মার্ট হয়ে উঠবে। সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অসাধারন পরিবেশনা । চালিয়ে যান। আসলেই কাজের জিনিস ।

সুন্দর হয়েছে অনেক

Level 0

অনেক দিন হল ব্যবহার করছি বেশ কাজের টুল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @জন: আমি আলাদা আলাদা টুলসগুলো ব্যবহার করতাম, এখন স্মার্ট টুলস পুরোটা ব্যবহার করছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার এই ধারাবাহিক এন্ড্রয়েড পোষ্টের জন্য ধন্যবাদ।
আমার একটা প্রশ্ন ছিলো। এন্ড্র. এর এমন কোন এ্যাপ আছে কি যার দ্বারা কোন লক্‌ড ওয়াইফাই এ এক্‌সেস করা যাবে। আমি অনেক খুজতেছি কিন্তু পাচ্ছিনা। আর হচ্ছে হটস্পট শিল্ড এর মতো ভালো কোন এ্যাপ আছে কিনা একটা পেয়েছিলাম কিন্তু কাজ করেনা।

    @পদ্মফূল: আপনাকেও ধন্যবাদ। আমার জানা মতে এধরনের কোন অ্যাপস নেই, অবশ্য আমি শিওর না।

ভাই আপনারে অনেক ধন্যবাদ, তবে যদি আপনি সরাসরি আপলোড করে দিতেন তবে অনেক উপকৃত হতাম

    @Munna Haque: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। একটু খুঁজলে আপনি স্মার্ট টুলস এর apk ফাইলটি পেয়ে যাবেন।

Level 0

khub imp kisu application er review dilen . sundar hoyeche 🙂

Level New

vy aktu help korben?amar android phone notun 8gb memory use korta parsi na. notification a dakhay sd card blank or has unsupported file system. akhon ami ki kotbo?

    @mohammadpqw: আমার কেন যেন মনে হচ্ছে আপনার এস ডি কার্ডে সমস্যা। আপনি কনফার্ম হবার জন্য অন্য একটি ১, ২ বা ৪ গিগাবাইট এর একটা কার্ড দিয়ে চেষ্টা করে দেখুন।

Level 2

ভাই এই টা ত magnatic sensor লাগব।
তাই না

    @nayeem01: আছে তো! মাঝারি দামের ফোনগুলোর এটা একটা ফিচার।