এনড্রয়েড সমাচার [পর্ব-০৮] :: কিছু ফ্রি গেমস এর রিভিউ

এনড্রয়েড সমাচার

এন্ড্রয়েডে যারা গেমস খেলেছেন তারা খুব ভাল করেই জানেন গেমসগুলোর বৈশিষ্ট্য। মোবাইল ডিভাইসের জন্য তৈরি এন্ড্রয়েড গেমসগুলো সাধারণত ছোট সাইজের ও সিম্পল হলেও বেশিরভাগ গেমই দারুন মজার। এখানে গেমস খেলার আগে আমাদের মনে রাখতে হবে মোবাইল প্ল্যাটফর্মের ব্যাপ্তি ও সীমাবদ্ধতার মাঝে কি আশা করা উচিত আর বাস্তবে কি পাচ্ছি। আমি বলব, পাচ্ছি অনেক কিছুই। তবে আমি যেহেতু গেমস বিশেষজ্ঞ বা গেমস-পাগল নই, তাই চাওয়া-পাওয়া সম্পর্কে বেশি বলাটা আমার সাজে না।

যাহোক, কথা না বাড়িয়ে আসুন দেখে নেয়া যাক এনড্রয়েড স্মার্টফোন/ট্যাবলেট এর জন্য মজার কিছু গেমস। পাঠকদের মনে করিয়ে দিচ্ছি, এই গেমসগুলোর অধিকাংশই সময়-কাটানো বা time-pass টাইপের। এবং সবগুলোই ফ্রি!!

এংগ্রী বার্ডস

এই গেম সম্পর্কে আর কিই বা বলব। এংগ্রী বার্ডস নিজ ঘরানার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেম, এটা চোখ বুজে বলে দেয়া যায়। গুলতি দিয়ে নিশানা করে রাগী চোখের কিছু পাখিকে ছুঁড়ে মেরে অন্যান্য পাখিকে মুক্ত করা অথবা ডিম-চোর শূকরগুলোকে মেরে ফেলার মধ্যে আপনি শৈশবের ফেলে আশা সেই উত্তেজনাকে খুঁজে পাবেন। এংগ্রী বার্ডস এর বর্তমানে চারটি ভার্সন আছে - এংগ্রী বার্ডস (ভার্সন ২.২.০/২০.৪৪ মেঃবাঃ), এংগ্রী বার্ডস সিজনস (ভার্সন ২.২.০/২১.৪৬ মেঃ বাঃ), এংগ্রী বার্ডস রিও (ভার্সন ১.৪.৪/২২.১৮ মেঃ বাঃ) ও এংগ্রী বার্ডস স্পেস (ভার্সন ১.৩.০/২৭.৭৮ মেঃ বাঃ)। এই গেমটি আপনাকে নেশা ধরিয়ে দিতে সক্ষম।

কাট দ্য রোপ লাইট

খুবই সাধারণ অথচ দারুন চ্যালেঞ্জিং একটি গেম কাট দ্য রোপ লাইট (ভার্সন ১.০/১৯ মেঃ বাঃ)। এই গেমটির বিভিন্ন পেইড ভার্সন রয়েছে। যেমনঃ কাট দ্য রোপ, কাট দ্য রোপ এইচ ডি, কাট দ্য রোপ এক্সপেরিমেন্টস, কাট দ্য রোপ এক্সপেরিমেন্টস এইচ ডি। সৌভাগ্যক্রমে আমি কাট দ্য রোপ এক্সপেরিমেন্টস এর একটি ভার্সন ডাউনলোড করে খেলছি। অনেকটা বুদ্ধি/ধাঁধা গোত্রের এই গেমটিতে আপনার মূল উদ্দেশ্য ‘ওম নম’ নামের একটি প্রাণীকে দড়ি দিয়ে ঝোলানো একটি চকলেট খাইয়ে দিতে হবে। এর জন্য আপনাকে একাধিক দড়ি কাটতে হবে। আপনাকে সঠিক দড়ি কাটতে হবে অন্যথায় চকলেটটি অন্য জায়গায় চলে যাবে। গেমের যতই ভেতরে যাবেন চ্যালেঞ্জ ততই বাড়তে থাকবে। ভয়ঙ্কর একটি এডিক্টিভ গেম এই কাট দ্য রোপ।

ক্রেজি স্নেক

স্নেক গেমটা অনেকেই খেলেছেন। হ্যাঁ, নকিয়া ফোনের সেই বিখ্যাত সময়-কাটানো স্নেক বা স্নেক-২ এর কথাই বলছি। ঐ গেমটারই একটি উন্নত ভার্সন ক্রেজি স্নেক (ভার্সন ১.৬.২/২.৭ মেঃ বাঃ)। উন্নত গ্রাফিক্সের এই গেমে ‘ডেথ ম্যাচ’, ‘গ্রো ফাস্ট’ আর ‘ডমিনেশন’ নামে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। ফ্রি ভার্সনটি আপনার ভাল লাগবে।

এলকেমী

 আপনি কি জানেন মাটি আর পানি মিলে তৈরি হয় জলাশয় আবার আগুন আর বাতাস মিলে তৈরি হয় শক্তি। এখন এই শক্তির সাথে জলাশয়কে একত্র করুন – পেয়ে যাবেন প্রান যার সাথে আরেকটু পানি মেশালে পাবেন শৈবাল আর শৈবালের সাথে মাটি যোগ করলে পাবেন মাশরুম। এলকেমী (ভার্সন ২.০.৪/৩.০ মেঃ বাঃ) গেমটিতে আপনি এরকম নানান কম্বিনেশন করে তৈরি করে যাবেন একের পর এক জীব বা জড় পদার্থ। আপনাকে প্রথমে মাটি, বায়ু, আগুন আর পানি – এই চারটি মূল উপাদান দিয়ে বিভিন্ন কম্বিনেশনে প্রায় ৩০০ এরও বেশী পদার্থ তৈরি করতে হবে। ব্যাপারটা সোজা মনে হলেও বেশ চ্যালেঞ্জিং।

 হান্ড্রেড ওয়ান-ইন-ওয়ান গেমস

নামের মতই ব্যাপ্তি এই গেমটির। এই একটি সিম্পল গেম এপ্লিকেশন এর মধ্যে রয়েছে ১২৮ টি গেম, যা আপনার মনের সমস্ত গেম এর তৃষ্ণা মেটাতে সক্ষম। আর এ জন্যই এটা শুধু এন্ড্রয়েড নয়, অ্যাপেলের আইটিউনস অ্যাপষ্টোরের প্রথম ১০টি গেমসের মধ্যে অন্যতম। হান্ড্রেড ওয়ান-ইন-ওয়ান গেমস(ভার্সন ১.৩.২৪/২৪.০ মেঃ বাঃ) এর ১২৮টি গেমের বিশাল ভাণ্ডারের মধ্যে পাজল, আর্কেড অ্যাকশন, রেসিং, স্পোর্টস, শুটিং, সুডকু ইত্যাদি হরেক রকমের গেম আছে।

জুয়েলস লিংক!

জুয়েল এলিমিনেশন গোত্রের গেমস জুয়েলস লিংক! (ভার্সন ১.২.৩/ ২.৭ মেঃ বাঃ) দারুন মজার একটি সময় কাটানোর গেম। টেট্রিস, বাবল প্রপার বা বিজুয়েলড এর মতই এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে একই লাইনে থাকা রত্ন বা জুয়েলস গুলোকে নিশ্চিহ্ন করে একটি ফুলকে স্ক্রিনে নিয়ে আসতে হবে এবং লেভেল শেষ করতে হলে এই ফুলটিকে উপর থেকে সবচেয়ে নীচের সারিতে নিয়ে আসতে হবে। আর এর মধ্যেই আপনাকে নানারকম বোনাস দেয়া হবে। একা সময় কাটানোর জন্য দারুন একটি গেম।

 এয়ার অ্যাটাক এইচ ডি লাইট

 এয়ার অ্যাটাক এইচ ডি লাইট (ভার্সন ১.৮/২৭ মেঃ বাঃ) একটি এয়ার কমব্যাট শুটার গোত্রের গেম। তিনটি মিশনে সীমাবদ্ধ এই গেমটির ফ্রি ভার্সনও বেশ উত্তেজনাপূর্ণ। আপনি তিন ধরনের যুদ্ধবিমান থেকে একটি নির্বাচন করে গেমটি খেলতে পারবেন। উদ্দেশ্য, শত্রুর বিমান ও স্থলভাগে অবস্থিত বিভিন্ন যুদ্ধাস্ত্র বা স্থাপনাকে ধ্বংস করা। লেভেল বসকে ধ্বংস করতে রীতিমত ঘেমে নেয়ে উঠতে হয়।

আজকের আলোচিত গেমসগুলো ছিল ফ্রি। এদের প্রত্যেকেরই পেইড ভার্সন আছে যা আরও মজার ও চ্যালেঞ্জিং। আজকে এই কয়টাতে শেষ করছি, ভবিষ্যতে আরও কিছু গেমের রিভিও নিয়ে আসব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিভিউগুলো পড়ে ভালো লাগলো।

ধন্যবাদ ভাইয়া………।। আর ও গেম চাই।

আপনাকেও ধন্যবাদ, চেষ্টা করব আরও কিছু গেমস এর রিভিও লিখতে।

চমৎকার রিভিউ…এগুলোর মধ্যে প্রায় সবগুলো গেমই খেলেছি এবং ভালো লেগেছে।ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই।

kindly amakay kay ki aktu call ditay parben 01681410336

    @Obayedul Islam: ওবায়েদ ভাই, এটা সম্ভব হচ্ছে না। আমাকে কোন প্রয়োজনের জন্য ই-মেইল করতে পারেন এই ঠিকানায়ঃ [email protected]

Level 0

কাট দ্য রোপ লাইট গেম টা মারাত্মক সুন্দর ও আকর্ষণীয়,আমি অবশ্য কাট দ্য রোপ HD খেলি। টিউনারকে ধন্যবাদ সুন্দর বিষয়ে টিউন করার জন্য।

আপনাকে ধন্যবাদ।

চমৎকার:)

need more……