যারা স্মার্টফোন ব্যাবহার করেন, তারা জানেন ডিফল্ট হিসেবে আপনার উইন্ডোজ, সিম্বিয়ান, আইওএস, কিংবা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে কিছু বুক রিডার ও নিউজ রিডার অ্যাপ্লিকেশন দেয়া থাকে। দিনের শুরু, অবসর অথবা কোন লম্বা জার্নিতে সময় কাটানোর জন্য এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দারুন কাজে আসে। এরকমই কিছু আপ্লিকেশনের উদাহরণ হিসেবে অ্যাপেল আইওএস এর ফ্লিপবোর্ড, রিডার’স হাব, পালস, নিউজ এন্ড ওয়েদার এর নাম উল্লেখ করা যায়। এই নিউজরিডার বা নিউজস্ট্যান্ড অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যারা আইপ্যাড বা আইফোন ব্যবহার করেন তারা ইতিমধ্যেই হয়তো ফ্লিপবোর্ডকে ভালবেসে ফেলেছেন।
গত ০৯ ডিসেম্বর গুগল নিয়ে আসল তাদের নিজস্ব নিউজরিডার অ্যাপ্লিকেশন। “গুগল কারেন্টস” নামের এই অ্যাপ্লিকেশনটি খুবই সুন্দর হয়েছে এটা আপনিও স্বীকার করবেন। গুগল কারেন্টস এ আপনি অনেক ফ্রি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন। গুগল কারেন্টস আমার কাছে যে জন্য ভাল লেগেছেঃ
* সুন্দর ও সিম্পল ইন্টারফেস
* উন্নত মেনু
* অফলাইন পড়ার সুবিধা (একবার সিঙ্ক বা সিঙ্ক্রোনাইজ করার দরকার পড়ে)
* দ্রুত গতি
গুগল কারেন্টস এখানে পাবেন। তবে এটা বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে এন্ড্রয়েড মার্কেট এ প্রবেশ করে পাবেন না। এর জন্য আপনার এন্ড্রয়েড ডিভাইসকে “মার্কেট এনাব্লার” দিয়ে অন্য কোন দেশের পরিচয়ে “ফেইক” করে নিতে হবে।
মার্কেট এনাব্লার দিয়ে কাজ করবার জন্য একে আগে ইন্সটল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি পাবেন এখানে অথবা এখানে। মার্কেট এনাব্লার সম্পর্কে আমার এই লেখাটিতে কিছুটা ধারনা দেয়া আছে।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.uploading.to/9kjv50hwzvvk ei link thekeo paben,,
visit for android apps :: http://www.droidapk.info