ফুড ডেলিভারী অ্যাপ দিয়ে ব্যবসা করতে চাচ্ছি, কি করতে হবে?

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

সঠিক পরিকল্পনা ছাড়া কোন কাজই শুরু করা উচিত না। আর যদি ফুড ডেলিভারী ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন তবে কিভাবে শুরু করতে হবে। পরিকল্পনা কিভাবে নিলে লস হবে না সেগুলো নিয়েই আজ আলোচনা করব।

প্রথমে এমন একটি অ্যাপ বানানোর চিন্তা করতে হবে তা ইউজফুল। অ্যাপ ব্যবহারকারী যেন মোবাইল দিয়ে ভেরিফাই করতে পারে এবং গুগল ম্যাপের লোকেশন এড করে অর্ডার ট্রাক করতে পারে এমন সুযোগ থাকতে হবে।

অ্যাপ হবে মোট ৪টি।
১. সুপার এডমিন
২. রেস্টুরেন্ট অ্যাপ
৩. রাইডার অ্যাপ
৪. কাস্টামার অ্যাপ

এখানে কাস্টমার অ্যাপ খুব উন্নতমানের হতে হবে। দেখেই যেন একটি প্রফেশনাল অ্যাপ মনে হয় এমনভাবে বানাতে হবে।

দ্বিতীয়ত মার্কেটিং প্লান থাকতে হবে। পেইড মার্কেটিং করতে হবে। এই খাতে একটি বাজেট অবশ্যই রাখতে হবে।

তৃতীয়ত, আগে থেকেই কিছু রেস্টুরেন্টে আলাপ থাকতে হবে। নিজে রেস্টুরেন্টের মালিক হলে তো আর শুরু করতে পারেন সহজেই।

সরাংশ - আমরা অনেক কিছু শুরু করি তেমন কোন পরিকল্পনা ছাড়াই ফলে কিছু দিন পর যখন দেখি প্লানটি কাজ করছে না তখন আমরা লসের সম্মুখিন হই। তাই যাই শুরু করেন না কেন আগে থেকে প্লান করে শুরু করুন।

এই গুগল ড্রাইভে ফুড ডেলিভারী অ্যাপের ডেমো দেখতে পাবেন। আমার সাথে যোগাযোগ করলে ডেমো পাসওয়ার্ড দিতে পারব। এগুলো দেখে স্টাডি করে তারপর আপনার ব্যবসা শুরু করুন। সম্ভাব্য বাজেট এখান থেকে ধারনা নিন।

ধন্যবাদ

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস