আমরা যারা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তারা সকলেই যেকোনো অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করে থাকি। যদিও আমরা সিকিউরিটি এবং নির্ভরযোগ্যতার কারণে গুগল প্লে স্টোরকে অ্যাপ ডাউনলোডের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেই। তবে, অনেক ব্যবহারকারী রয়েছেন, যারা অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ ডাউনলোডের প্রধান মাধ্যম হিসেবে শুধুমাত্র গুগল প্লে স্টোর কে চিনে থাকেন।
আর, এ ধরনের ব্যবহারকারীরা যেকোন অ্যান্ড্রয়েড অ্যাপ খোঁজার জন্য গুগল প্লে স্টোরে যান এবং সেখানে গিয়ে তার কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজতে থাকেন। কিন্তু, এন্ড্রয়েড ফোনে যেকোনো মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরই একমাত্র সমাধান নয়। বরং, আপনি গুগল প্লে স্টোর এর বাহিরে ও আরো এরকম অনেক সিকিউর মাধ্যম পাবেন, যেগুলো থেকেও অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপ ডাউনলোড করা যায়।
আপনার ক্ষেত্রে বিভিন্ন কারণেই গুগল প্লে স্টোর থেকে বাদ দিয়ে অন্য কোন মাধ্যম থেকে Android অ্যাপ ডাউনলোড করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এক্ষেত্রে, এমনও হতে পারে যে, এই মুহূর্তে গুগল প্লে স্টোরে আপনার পছন্দের যে অ্যাপটি রয়েছে, তার ভার্সন আপনার মোবাইলের সাথে মানানসই নয় অথবা সর্বশেষ আপডেট এর ফলে সেই অ্যাপটি আর আপনার ডিভাইসে কাজ করছে না।
এছাড়াও, কখনো কখনো আপনি গুগল প্লে স্টোরে কিছু প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপস নাও পেতে পারেন। আর এ সময়, আপনার জন্য গুগল প্লে স্টোরে বিকল্প একটি মাধ্যম খোঁজা জরুরি হয়ে যায়, যেখান থেকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপস ডাউনলোড করতে পারেন।
তাই, আজকের এই টিউনে আমি আপনাদেরকে এমন কিছু মাধ্যম বলব, যেসব মাধ্যম থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারেন। আর এখানে বলে রাখি যে, এসব মাধ্যম থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরের চাইতে আরো কিছু অতিরিক্ত সুবিধা পেতে পারেন।
এন্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর বাদ দিয়ে যেকোনো অ্যাপ ডাউনলোড এর ক্ষেত্রে আমি আপনাকে APKMirror ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিব। Google Play Store এর বিকল্প হিসেবে এটি ব্যবহার করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা আপনি এই টিউনটির মাঝে জানতে পারবেন।
আপনারা যারা ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করেন, তারা কিন্তু খুব সহজেই APKMirror থেকেও মোবাইল অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন। এক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর এর মত APKMirror এর ওয়েবসাইটে এসেও যেকোনো অ্যাপ সার্চ করে ডাউনলোড করতে পারবেন।
গুগল প্লে স্টোর এর বিকল্প হিসেবে এই ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল এর প্রক্রিয়াটি ও বেশ সিম্পল। আপনি এই ওয়েবসাইট বা অ্যাপটি থেকে যেকোনো অ্যান্ড্রয়েড অ্যাপ APK ফরমেটে ডাউনলোড করতে পারবেন এবং এখানে থাকা সমস্ত অ্যাপস আপনার জন্য নিরাপদ।
অফিসিয়াল ওয়েবসাইট @ APKMirror Installer App
চলুন তবে, এবার দেখে নেওয়া যাক, আপনি কীভাবে গুগল প্লে স্টোর এর বিকল্প অ্যাপ স্টোর হিসেবে APKMirror ইন্সটলার ডাউনলোড এবং ইন্সটল করতে পারেন।
১. আপনি যদি গুগল প্লে স্টোর বাদ দিয়ে APKMirror থেকে যেকোনো অ্যাপ ডাউনলোড করার কথা বিবেচনা করেন, তাহলে প্রথমে আপনাকে APKMirror Installer App ডাউনলোড করতে হবে। আপনি এই অ্যাপটি সরাসরি তাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা Google Play Store থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আপনি যখন APKMirror ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো অ্যাপ ডাউনলোড করবেন, তখন সেটি ইন্সটল করার জন্য এই অ্যাপটি কাজ করবে।
যাইহোক, APKMirror Installer App টি ডাউনলোড করার জন্য আপনি উপরে দেওয়া লিংকটি ব্যবহার করুন অথবা সরাসরি গুগল সার্চ করেও এই ইন্সটলার অ্যাপটি ডাউনলোড করতে পারেন। স্বাভাবিকভাবে, আপনি পূর্বে যেরকম ভাবে গুগল প্লে স্টোর থেকে কিংবা যেকোন ওয়েবসাইট থেকে আপ ডাউনলোড এবং ইন্সটল করেছেন, ঠিক সেরকম ভাবেই আপনি এই ইন্সটলার অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করুন।
২. গুগল প্লে স্টোর অথবা ওয়েবসাইট থেকে APKMirror Installer App ডাউনলোড করার পর, আপনাকে তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। এখন, আপনি যেকোন অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে APKMirror এর ওয়েবসাইটে প্রবেশ করুন।
এবার আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যে অ্যাপটি ইন্সটল করতে চান, সেটি লিখে সার্চ করুন। এবার আপনি এখানে আপনার সার্চ করা অ্যাপসটি পেয়ে যাবেন।
৩. আপনি এখানে যেকোন অ্যাপ সার্চ করার পর, সেটিকে ডেভেলপার এবং ভার্সন অনুযায়ী ফিল্টার করতে পারবেন। মজার ব্যাপার হলো, আপনি যখন কোন একটি অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে সার্চ করবেন, তখন সেই অ্যাপটির অতীতের সব ভার্সন ই পেয়ে যাবেন এবং এগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো একটি বাছাই করেন ডাউনলোড করতে পারবেন।
গুগল প্লে স্টোর বাদ দিয়ে APKMirror ওয়েবসাইট থেকে এভাবে অ্যাপ ডাউনলোড করার আরো একটি মূল কারণ হলো, গুগল প্লে স্টোরে পাওয়া যায় এমন অনেক অ্যাপ কিছু মোবাইলে ইন্সটল করা যায় না। এর অন্যতম কারণ হলো, গুগল প্লে স্টোরে সর্বশেষ যে ভার্সন রিলিজ হয়েছে, সেটি সেই ডিভাইসের জন্য Compatible নয় এবং সে কারণে সেটি ডাউনলোড হয় না। সেই সাথে, অনেক সময় জনপ্রিয় কিছু অ্যাপসের এমন সব আপডেট ভার্সন আসে, যা ডাউনলোড করার পর মোবাইল আর আগের মত কাজ করে না বা নতুন অ্যাপটিতে অনেক বাগ দেখা যায়।
এসব সমস্যা থেকে বাঁচার জন্য আপনি এখানে সমস্ত ভার্সন চেক করে দেখতে পারেন এবং এখান থেকে আপনার প্রয়োজনীয় ভার্সনটি খুঁজে ডাউনলোড করে নিতে পারেন।
৪. এবার আপনি যে আপনি ডাউনলোড করতে চান, সেটির ডানদিকে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন, এটি ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনার প্রয়োজনীয় অ্যাপ ভার্সন টি সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করার পর, অ্যাপটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হবে। এবার, পরবর্তীতে Download বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলের মেমোরিতে অ্যাপটি ডাউনলোড হতে থাকবে। APKMirror থেকে অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই উপযুক্ত অ্যাপ ভার্সনটি নির্বাচন করুন।
৫. অনেক সময় অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আপনি Warning মেসেজ পেতে পারেন। তবে, অ্যাপ ডাউনলোড এর ক্ষেত্রে আপনি সর্বদাই APKMirror কে বিশ্বাস করতে পারেন এবং এক্ষেত্রে আপনি কোন সতর্কতা ছাড়াই অ্যাপটি ডাউনলোড করার জন্য পারমিশন দিতে পারেন। যদিও, গুগল ক্রোম ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে Warning মেসেজ দেখায়, তবে এখান থেকে অ্যাপ ডাউনলোড করা আপনার জন্য বিপদজনক নয়।
৬. এবার আপনি এখান থেকে যে অ্যাপটি ডাউনলোড করেছেন, সেটি আপনার মোবাইলের মেমোরিতে সেভ হয়েছে। এখন সেই অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করার জন্য প্রস্তুত। এবার, আপনি চাইলে স্বাভাবিকভাবে আপনার মোবাইলের Download ফোল্ডারে গিয়ে অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন।
তবে এখানে আপনাকে বলে রাখি যে, আপনি যদি অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে প্রথমে ভুল ভার্সন সিলেক্ট করেন, তাহলে কিন্তু অনেক সময় Install করতে ব্যর্থ হতে পারেন। তাই, অ্যাপ ডাউনলোড এর ক্ষেত্রে আপনি সর্বদা Latest Version বাছাই করুন। আর অন্যদিকে, আপনি যদি অনেক পুরাতন ভার্সনের মোবাইল ব্যবহার করে থাকেন, তাহলে Settings > About থেকে মোবাইলটির ভার্সন চেক করে অ্যাপ বাছাই করুন। আর তা না হলে, আপনার ডাউনলোড করা অ্যাপটি ইন্সটল করতে পারবেন না।
সেই সাথে, আপনি যদি কোন একটি অ্যাপ ভার্সন ইন্সটল করতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই অন্য কোন ভার্সন ডাউনলোড করে চেষ্টা করে দেখতে পারেন।
৭. APKMirror ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার পর, আপনাকে অবশ্যই সেই অ্যাপটি মোবাইলে ইন্সটল করার প্রয়োজন। আর এটি ইন্সটল করার জন্য আপনার কাছে বেশ কয়েকটি অপশন রয়েছে। তবে, আপনি সরাসরি APKMirror Installer থেকেও আপনার ডাউনলোড করা অ্যাপটি ইন্সটল করতে পারেন। এবার তাহলে, APKMirror Installer ব্যবহার করে আপনার ডাউনলোড করা অ্যাপসটি ওপেন করুন।
৮. APKMirror Installer এর মাধ্যমে ডাউনলোড করা অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে ইন্সটল করার জন্য প্রথমে এই অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাকে File Manager এর অ্যাক্সেস দিতে হবে। এবার, এখান থেকে সঠিক ফোল্ডারে গিয়ে অ্যাপটি খুঁজে নিন এবং সেটিতে ক্লিক করে সেটি ইন্সটল করুন।
৩. এখান থেকে অ্যাপটি খুঁজে নিয়ে ইন্সটল করার পর আপনার কাজ শেষ। এবার, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে স্বাভাবিকভাবেই সেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে গুগল প্লে স্টোর বাদ দিয়ে APKMirror থেকে আপ ডাউনলোড করার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এরমধ্যে কিছু অন্যতম কারণ হলো, আপনার ফোনের বয়স এবং অ্যান্ড্রয়েড ভার্সন। আপনি যদি এই মুহূর্তে পুরাতন বা অনেক পূর্বের ভার্সনের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আপনি বেশ সমস্যায় পড়তে পারেন।
অনেক ক্ষেত্রে দেখা যাবে যে, আপনি আর গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারছেন না অথবা গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারলেও, সেখান থেকে নতুন ভার্সনের অ্যাপ গুলো আর ডাউনলোড করা যাচ্ছে না। আপনি এরকম সমস্যার সমাধানের জন্য APKMirror এর মত অ্যাপ স্টোর এর সাহায্য নিতে পারে এবং এটির মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার কথা বিবেচনা করতে পারেন।
আবার, অনেক সময় আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে ব্যর্থ হতে পারেন। আপনি যখন জরুরি কোন সময়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে ব্যর্থ হন, তখন তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য APKMirror ওয়েবসাইটকে বেছে নিতে পারেন এবং এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তবে, কখনো যদি আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সমস্যায় পড়েন, তাহলে কিছু পদক্ষেপের মাধ্যমে সেটির সমাধান করতে পারেন।
আপনি যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এর ক্ষেত্রে সমস্যায় পড়েন, তাহলে নিম্নলিখিত পদক্ষেপ গুলোর মাধ্যমে এটি ঠিক করার চেষ্টা করতে পারেন।
১. প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা না গেলে এবং শুধু Pending দেখালে, প্রথমে ডিভাইসটি রিবুট করুন।
২. দ্বিতীয় পদক্ষেপ হিসেবে গুগল প্লে স্টোর এর অ্যাপ ডাটা Clear করুন। আর এটি করার জন্য, প্লে স্টোরের উপর ট্যাপ করে ধরে রাখুন এবং App Info অপশন থেকে Stroage অপশনে যাবেন।
৩. এরপর, Clear data or Clear Stroage ডাটা ক্লিয়ার করুন। এছাড়া আপনি একই অপশনটি সেটিংস থেকে Apps অথবা Apps & Notification সেকশন থেকে ও দেখতে পাবেন।
এরপর আপনি আবার গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করতে পারেন। আর এক্ষেত্রেও যদি আপনি ব্যর্থ হন, তাহলে আবার APKMirror থেকে কিছু অ্যাপ ডাউনলোড ইন্সটল করুন।
এক্ষেত্রে আপনি APKMirror থেকে নিচের অ্যাপ গুলো ডাউনলোড এবং ইন্সটল করুন।
আপনি উপরের এই চারটি অ্যাপ ইন্সটল করার পর, সেগুলো ওপেন না করেই আপনার মোবাইল থেকে রিপোর্ট করুন এবং তারপর গুগল প্লে স্টোর ব্যবহার করার চেষ্টা করুন। এবার আপনি গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর যদি এরকম নোটিফিকেশন পান যে, Google Play Service আপডেট করা প্রয়োজন, তাহলে চিন্তা করবেন না। এক্ষেত্রে আপনি যখন Google একাউন্টে সাইন ইন করে অ্যাপটিতে প্রবেশ করবেন, তখন Automatically গুগল প্লে স্টোর লেটেস্ট ভার্সনে আপডেট হবে।
সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল প্লে স্টোর সঠিকভাবে কাজ করে না এবং এটি সে সমস্ত ডিভাইসের জন্য Compatible ও নয়। আর তাই, আপনি যদি পুরাতন ভার্সনের অ্যান্ড্রয়েড মোবাইল গুলো ব্যবহার করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই গুগল প্লে স্টোর ব্যবহার করার সময় অনেক সমস্যায় পড়তে পারেন। এরকম পরিস্থিতিতে আপনি APKMirror ওয়েবসাইটের সাহায্যে এ সমস্ত অ্যাপগুলো ডাউনলোড এবং ইন্সটল করুন।
আর আশা করা যায় যে, উপরের অ্যাপগুলো আপনার মোবাইলে ইন্সটল করার পর, গুগল প্লে স্টোর আপনার ডিভাইসে সঠিকভাবে কাজ করবে। তবে, এরকম পরিস্থিতিতে ও কিন্তু আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে থাকা লেটেস্ট ভার্সনের অ্যাপ গুলো ডাউনলোড করতে ব্যর্থ হতে পারে। আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর এর বিকল্প হিসেবে APKMirror ওয়েবসাইটিকে বেছে নিতে পারেন। যেটি আপনাকে কোন ঝামেলা ছাড়াই সর্বশেষ ভার্সন সহ, পূর্বের ভার্সনের অ্যাপ সমূহ ডাউনলোড করতে দিবে।
Google Play Store বাদ দিয়ে অন্যান্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পেছনে অনেক যুক্তিযুক্ত কারণ রয়েছে। এসব কারণগুলোর মধ্যে থেকে আপনি উপরে বেশ কিছু কারণ জেনেছেন। তবে, এর বাহিরে ও আরো এরকম অনেক কারণ রয়েছে, যে কারণে আপনাকে গুগল প্লে স্টোর বাদ দিয়ে অন্যান্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার কথা ভাবতে হবে।
উদাহরণস্বরূপ, গুগল কখনো কখনো কোন অ্যাপের Content, Functionality এবং লোকাল আইনের কারণে কিছু অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নেয়। আবার কখনো কখনো অ্যাপ এ থাকা ম্যালওয়্যার ব্যবহারকারীদের প্রাইভেসি লঙ্ঘন এবং আরো কিছু কারণে প্লে স্টোর থেকে অ্যাপ ডিলিট করে দিতে পারে। আপনি যদি এরকম কোন অ্যাপ ব্যবহার করে থাকেন, যা গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে, তাহলে সেটি ডাউনলোড করার একমাত্র উপায় হিসেবে আপনাকে গুগল প্লে স্টোরের বিকল্প দেখতে হবে।
গুগল প্লে স্টোর এর বিকল্প হিসেবে APKMirror ব্যবহারের আরো একটি কারণ হলো, কিছু কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। এ ধরনের অ্যাপস গুলো গুগল প্লে স্টোরে ভৌগোলিক লিমিটেশন বা সেন্সর এর কারণে কিছু দেশের ব্যবহারকারীদের অ্যাক্সেস থাকেনা। আবার অনেক সময় অ্যাপস গুলো নিয়মিত আপডেটের ফলে অনেক বেশি ফিচার যুক্ত করা হয়, যা পুরাতন অ্যান্ড্রয়েড ফোন গুলোতে ব্যবহার করা যায় না।
কিন্তু অন্যদিকে, APKMirror এ আপনি সর্বশেষ আপডেট ভার্সন এর অ্যাপটি পাওয়ার পাশাপাশি পূর্ববর্তী ভার্সনগুলো ও পেয়ে যাবেন।
অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য APKMirror একটি জনপ্রিয় ওয়েবসাইট। সেই সাথে এটি APK ফাইল ডাউনলোড করার জন্য সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত উৎস গুলোর মধ্যে থেকে অন্যতম একটি হিসেবে বিবেচিত। অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে এই সাইটটি কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য বেশ পরিচিত। APKMirror ওয়েবসাইটে যেকোনো অ্যাপ তাদের সার্ভারে হোস্ট করার ক্ষেত্রে সেটির সত্যতা কঠোরভাবে যাচাই করে।
যাইহোক, যেকোনো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্কতার জন্য অবশ্যই বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা অপরিহার্য। আর সে দিক দিক থেকে বিবেচনা, APKMirror ওয়েব সাইটে অনেক বেশি নিরাপদ এবং যেকোনো অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে নির্ভরযোগ্য।
APKMirror ওয়েব সাইটে থাকা সমস্ত অ্যাপ গুলো তাদের অরিজিনাল ডেভেলপমেন্ট দ্বারা ভেরিফাই করা এবং এ কারণে এটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।
যদি Google Play Store এর বাহিরে কোন একটি অ্যাপ স্টোরের কথা আসে, তাহলে অনেকেই এমনটি ভাবেন যে সেখানে ক্রাকড বা পাইরেটেড অ্যাপ থাকবে। কিন্তু, APKMirror কোন ধরনের পাইরেটেড সামগ্রী হোস্ট করে না। আপনি যদি শুধুমাত্র ভৌগলিক অবস্থান কিংবা সেন্সরশিপ এর কারণে কোন একটি অ্যাপ গুগল প্লে স্টোরে খুঁজে না পান, তবে সেটির অরিজিনাল ভার্সন খুঁজে পেতেই কেবল APKMirror ব্যবহার করতে পারেন।
এই ওয়েবসাইটটি শুধুমাত্র অরজিনাল অ্যাপই হোস্ট করে। আর তাই, APKMirror সবসময় অ্যাপ ডেভলপারদের সাহায্য করে থাকে এবং এটি কোন অনৈতিক কাজ করে না। যদিও আপনি পাইরেটেড অ্যাপ গুলোতে প্রিমিয়াম সুবিধা বিনামূল্যে পেতে পারেন। কিন্তু, সে সমস্ত অ্যাপে আপনাকে এ ধরনের সুবিধা দেওয়ার পেছনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার এর মত Malicious কোড লুকিয়ে আছে, যা আপনার ক্ষেত্রে কখনোই কাম্য নয়।
আপনি আরো অনেক উৎস থেকে APKMirror অ্যাপ স্টোর সম্পর্কে অনুসন্ধান করতে পারেন। এক্ষেত্রে, সর্বদা এটি নিরাপদ এবং নির্ভরযোগ্য Android অ্যাপ ডাউনলোড করার ওয়েবসাইট হিসেবে বিবেচিত হবে।
APK ফাইল ফরমেট হলো সংস্থা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ব্যাপকভাবে Available থাকা অপশন গুলোর মধ্য থেকে অন্যতম একটি। তবে এই ফাইল ফরম্যাটটির একটি প্রধান সমস্যা হল, অফিসিয়াল গুগল প্লে স্টোর এর বাহিরে এগুলো সাধারণভাবে ইন্সটল করার উপায় নেই। আর তাই, APKMirror Installer হলো এমন একটি অ্যাপ, যা আপনাকে এই সমস্যার সমাধান করে দিতে পারে। এটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে APK ফরমেটের অ্যাপ ইন্সটল করার অনুমতি দেয়।
তাহলে বন্ধুরা, আজ থেকে আপনিও গুগল প্লে স্টোর ছাড়া যেকোন অ্যাপ ডাউনলোড করার জন্য APKMirror ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটটি আপনাকে, দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট অ্যাপটির যেকোনো ভার্সন ডাউনলোড করার ব্যবস্থা করে দিতে পারে, যা গুগল প্লে স্টোর দিয়ে করা সম্ভব নয়। ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)