আজকাল তো আমাদের অ্যান্ড্রয়েড ফোন গুলোর প্লে স্টোরে কত হাজারো রকমের চেনা অচেনা জানা অজানা সফটওয়্যার দিয়ে ভরপুর রয়েছে। এগুলোর মধ্যে কিছু সফ্টওয়্যার আছে খুবই সুনাম ধন্য। যেমন:- ফেসবুক, হোয়াটস অ্যাপ, টিক টক, ইমো, ইত্যাদি ইত্যাদি অফিসিয়াল অ্যাপস সমুহ। এবং আরো অনেক অ্যাপস রয়েছে যা লোকাল অ্যাপস।
ঐ ধরনের অ্যাপস গুলোর সাথে বেশি লোকজন তেমন একটা পরিচিত নয়। এবং এই ধরনের অ্যাপস গুলোর বেশিরভাগই আপনার আমার মত সাধারণ মানুষজন আপলোড দিয়ে থাকে। এবং এই অ্যাপস গুলোর যথেষ্ট পরিমাণে দূর্বলতা থাকে। বেশিরভাগ অ্যাপস গুলোর মধ্যই প্রবলেম থাকে। তাছাড়া অনেক সফওয়্যারই ইন্সটল করার পর কাজ করেনা। বেশিরভাগ অ্যাপসই অনেক বেশি স্পামিং হয়।
স্পামিং বলতে অনেক রকমের অপ্রয়োজনীয় অ্যাডস থাকে। অ্যাপস ইন্সটল করে রাখলে আজেবাজে নোটিফিকেশন আসে। অ্যাডস এর পরিমাণ অনেক বেশি থাকে। তাছাড়া সহজে অ্যাডস গুলো রিমুভ করাও যায় না। সুতরাং এইসব অ্যাপস গুলো থেকে থেকে কাজের কাজ তো হয়ই না বরং আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়।
আজকে এবং আমার পরবর্তী টিউন গুলো থেকে আমি আপনদেরকে যেই সফ্টওয়্যার গুলো দেখাবো সেগুলো খুবই কার্যকরী। এবং এইসব সফ্টওয়্যার গুলোতে কোনো রকম ভোগান্তি পোহাতে হয় না। আমার প্রতিটি টিউন গুলোতে দেখানো সফটওয়্যারগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা কাজ করবে।
তবে আপনার কোন ধরনের সফটওয়ার প্রয়োজন বা কোন ধরনের সফ্টওয়্যার আপনি খুঁজছেন সেটা আপনি আমাকে জানাবেন। আপনারা আমাকে টিউমেন্ট করে অথবা মেসেজ করে জানাতে পারেন। জানিয়ে দিলে আমি ঐ ধরনের সবচেয়ে সেরা সফ্টওয়্যার আপনাদের জন্য খুঁজে বের করবো। এরপর টিউন করে জানিয়ে দিব। চলুন তাহলে সফটওয়্যার গুলোর বর্ণনা জেনে নেওয়া যাক।
আমার আজকের রিভিউ করা কাঙ্ক্ষিত সেই সফটওয়্যারটির নাম হচ্ছে Full Battery Charge Alarm. আমরা সকলেই প্রায় ফোন চার্জিং নিয়ে একটা বড় সমস্যায় পড়ি। প্রথমত আমরা সকলেই ফোন চার্জে লাগিয়ে দেই। এরপর সকলেই নিজেদের অন্য কোনো কাজে লেগে পড়ি। অথবা আমরা অনেকেই ঘুমিয়ে পড়ি।
এইদিকে আমদের ঘুমিয়ে থাকাতে কিংবা অন্য কোনো কাজে থাকাতে আমাদের মোবাইল গুলো ফুল চার্জ হয়ে যায়। কিন্তু সেটা আমরা জানতেও পারি না। এইদিকে ফুল চার্জ হয়ে আরও কয়েক ঘন্টা হয়ে যায় কিন্ত আমরা নিজেদের কাজেই থাকি। নিজেদের কাজে থাকার সময়ে হয়তো আমরা চার্জার থেকে ফোন খুলতে পারি না অথবা ভুলে যাই।
কিন্তু এইদিকে ফুল চার্জ এর পরও অনেকক্ষণ ফোন ব্যবহার করতে থাকলে ফোনের ব্যাটারিটা ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এতে ব্যাটারি বেশীদিন টিকে বরং দ্রুতই নষ্ট হয়ে যায়। এর থেকে বাঁচার জন্যই মূলত আমার আজকের সফটওয়্যার। আমার এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার ফোনে ফুল চার্জ হবার সাথে সাথেই অ্যালার্ম বাজতে থাকবে। এর ফলে আপনি যেখানেই থাকুন কিংবা ঘুমিয়ে থাকুন না কেন আপানার ফোনে ফুল চার্জের অ্যালার্ম বাজলেই আপনি টের পেয়ে যাবেন। তখন আপনি চার্জার থেকে ফোনটি খুলে রাখতে পারবেন।
অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। এরপর সার্চ অপশনে যেয়ে Full Battery Charge Alarm সার্চ করতে হবে।
অনেকগুলো সফটওয়্যার আসবে। আমি যেই সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা ইন্সটল করতে হবে। এতগুলো সফটওয়্যার এর ব্যাপারে আমি বলতে পারবো না। তবে আমি যেই সফটওয়্যারটি দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই চমৎকার এবং সম্পূর্ণ এড ফ্রি।
আমার অলরেডি ইন্সটল করা আছে। দেখতেই পাচ্ছেন। আপনি ইন্সটল করেই নিন।
ওপেন করলে এইরকম একটি পেজ আসবে। ডান দিক থেকে বাম দিকে সোয়াপ করুন।
এবারও ডান দিক থেকে বাম দিকে সোয়াপ করুন।
Done এ ক্লিক করুন।
দেখুন এখানে আমার ব্যাটারী এবং চার্জ এর পরিমাণ দেখাচ্ছে। এবং আরো দেখুন নিচে Start Charge Alarm লেখা আছে। এটা এখন কাজ করবে না। এটাকে কাজ করানোর জন্যে প্রথমে Settings এ ক্লিক করুন।
এখানে দেখুন সেটিংস এ আপনার ফুল চার্জের অ্যালার্ম সেট করার জন্য সমস্ত রকমের অপশন আছে। কোনো প্রকার অপশন মিস নেই। নাম্বার 1 এ আপনি আপনার ফোনে ফুল চার্জ হলে ভাইব্রেশন হবে নাকি সেটা সেট করতে পারবেন। নাম্বার 2 এ আপনার ফোন ফুল চার্জ হলে রিং বাজবে কি না সেটা ঠিক করতে পারবেন। আপনি এখন 3 নাম্বার অপশন এ ক্লিক করুন।
এখানে আপনি আপনার ফোন এ কত শতাংশ চার্জ পূরণ হলে অ্যালার্ম বাজবে সেটা সেট করতে পারবেন।
আমি সবার নিচে 100% সিলেক্ট করে নিয়েছি।
Low Battery Warning Level এ ক্লিক করুন।
এখানে আপনি সর্বনিম্ন কত শতাংশ চার্জ শেষ হয়ে গেলে আপনি আপনার ফোনে চার্জ কমে যাওয়ার অ্যালার্ম বাজবে সেটা নির্ণয় করতে পারবেন।
Battery Temperature Warning Level এ ক্লিক করুন।
এখানে আপনার ফোন কি পরিমাণে গরম হলে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আসবে সেটাও সেট করতে পারবেন।
নিচের ছবিতে প্রথম দুটি অপশনে সাইলেন্ট মোড এ রিং হবে কি না ভাইব্রেশন হবে কি না সেগুলো সিলেক্ট করুন। এরপর নিচের Alarm Ringtone এ ক্লিক করুন।
Allow চাইলে Allow করে দিন।
আপনার ফোনের যেকোন একটি রিংটোন সিলেক্ট করুন।
Alarm Volume setting এ ক্লিক করুন।
আপনার অ্যালার্ম এর ভলিউম কেমন হবে সেটা সিলেক্ট করুন।
এরপর বেরিয়ে এসে নিচের দিকে তাকান। দেখবেন যে, Start Charge Alarm এর জায়গায় Stop Charge Alarm লেখা উঠে গেছে। অর্থাৎ Charge Alarm অপশনটি চালু হয়ে গেছে। তবে আপনার ফোনে যদি আপনি এখনও অপশনটি চালু করতে না পারেন তাহলে নিচের ট্রিকসটি ফলো করুন।
প্রথমে আপনার ফোনটি চার্জে লাগান। তারপর এই অ্যাপস টি ওপেন করে Start Charge Alarm এ ক্লিক করুন। তাহলে তাহলে অপশনটি চালু হয়ে Stop Charge Alarm লেখা উঠে যাবে। এরপর নিশ্চিন্তে চার্জে লাগিয়ে রাখুন। চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে।
অ্যাপসটির সাথে আমি ৬ মাস যাবৎ পরিচিত। একদিকে এটা ব্যবহার করার প্রথম কারন হচ্ছে ইহা সম্পূর্ণ অ্যাডস ফ্রি। দ্বিতীয় কারন হচ্ছে আমি আজ পর্যন্ত এই সফটওয়্যার এ কোনো বাগ প্রবেলম পায়নি। তৃতীয়ত ইহা কোনো দিন ক্রাশ করেনি। সর্বশেষ এবং সবচয়ে বড়ো কারণ হচ্ছে, এই এই সফটওয়্যারটি আজ পর্যন্ত নিজের কাজ সঠিক ভাবে সম্পন্ন করছে।
আমাকে কোনোদিনও এই সফটওয়্যার ব্যবহার করে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। আমি এখন নিশ্চিন্তে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যাই অথবা নিজের কাজ করি। ফোনের চার্জ ফুল চার্জ হয়ে গেলে ফোন নিজেই আমাকে ডেকে নেয়। আপনিও চাইলে সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
আপনারা সবাই ভালো এবং সুস্থ থেকে আমার পরবর্তী টিউন এর জন্য অপেক্ষা করতে থাকুন, ধন্যবাদ।
আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
আমি Techtunes এক জন নতুন সদস্য। আমি techtunes এ article publish কোরতে চাই এবং এক জন টাসটেড মেমবার হতে ইচ্ছুক। কিন্তু আমি একটি সমস্যায় পড়েছি।
techtunes এ NID Card information চেয়েছে। আমার তো NID Card এখনো হয় নি। এতে কী কোন সমস্যা হবে।