হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
আপনি যদি একই অ্যাপ্লিকেশান ক্লোন করে ব্যবহার করতে চান তাহলে হাই কম্প্যাটিবিলিটি অ্যাপ্লিকেশান ব্যবহার করার পরামর্শ থাকল যা Google Play এবং iTunes অনেক অ্যাপ্লিকেশান রয়েছে কেননা ডুপ্লিকেট ভার্চুয়াল অ্যাপ্লিকেশনগুলো খুব বেশি স্টোরেজ ব্যবহার করে না, তবে এর একটি বড় সীমাবদ্ধতা রয়েছেঃ আপনি এই ক্লোন অ্যাপ্লিকেশান ব্যবহার করে একই অ্যাপ দুইটির বেশি ব্যবহার করতে পারবেন না।
এছাড়াও আপনি যদি বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করতে একই অ্যাপ্লিকেশান বারবার ব্যবহার করতে চান তাহলে আপনাকে ঐ অ্যাপ্লিকেশান এর ডাটা ক্লিন করে অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, গুগল এর অ্যাপ্লিকেশানগুলো বেশিরভাগই ক্লোন করা সম্ভব না। তাছাড়া আপনি Skype, Facebook, Twitter, eBay, Spotify, অথবা Instagram এবং অন্য অ্যাপস গুলো কোন সমস্যা ছাড়াই অ্যাপ্লিকেশনগুলো ক্লোন করতে পারবেন।
সুতরাং, আসুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক, কিভাবে সহজেই iPhone এবং Android ফোনের অ্যাপ ক্লোন করতে হয় সে সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ টিউনটি পড়ার অনুরোধ রইলো।
নিচে ৫টি ভিন্ন ক্লোন অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করবো।
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড।
ভূমিকাঃ এটি এমন একটি অ্যাপ্লিকেশান যা ব্যবহার করে কাঙ্ক্ষিত অ্যাপটি ক্লোন করেই আপনি বিভিন্ন অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। আর App Cloner দিয়ে অ্যাপ ক্লোন করা একদমই সহজ এবং এটি নতুন একটি APK অ্যাপ্লিকেশান ক্রিয়েট করবে যাতে আপনি আপনার ডিভাইসে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন যা আগের অ্যাপ্লিকেশান এর অনুরূপ নতুন একটি অ্যাপ্লিকেশান। আর ডুপলিকেট অ্যাপ্লিকেশানগুলো কোন সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ App Cloner
ফিচারঃ
সুবিধাঃ
অসুবিধাঃ
প্রাইসঃ
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড।
ভূমিকাঃ এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে আপনি আপনার ডিভাইসে একই অ্যাপ অথবা গেমস দুইবার ব্যবহার করতে পারবেন যেমনঃ WhatsApp, Facebook অথবা অন্য যেকোণ অ্যাপ কেননা এটি গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ এবং গেমসগুলোর প্রায় ৯৯% অ্যাপ ক্লোন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশান ওপেন করার সময় শুধুমাত্র আপনার ফোনের কোন অ্যাপ এবং গেম ক্লোন করতে চান এবং ক্লোন অ্যাপ গুলোর শর্টকাট আইকন গুলোও অন্য আকইন থেকে আলাদা হওয়াতে কোন সমস্যা ছাড়াই নেভিগেট করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ Parallel Space
ফিচারঃ
সুবিধাঃ
অসুবিধাঃ
প্রাইসঃ
অপারেটিং সিস্টেমঃ iOS (আইওএস)।
ভূমিকাঃ এটি Cydia এর একটি নতুন টুইক এসেছে যার মাধ্যমে সৌশল নেটওয়ার্কগুলোতে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তারা এটা ব্যবহার করে সহজেই লগইন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশান এর নাম দেখেই বোঝা যায়, এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে আপনি সৌশল অ্যাপ ক্লোন করে ম্যানেজ করতে পারবেন, ফলে আপনার ফোনে থাকা মূল সৌশল অ্যাপ এর ক্লোন ক্রিয়েট করতে পারবেন নিমিষেই। এরপরে আপনি আপনার ডিভাইস থেকে একসাথে দুটি সৌশল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য দুটি ফেসবুক অ্যাপ্লিকেশান ক্লোন করতে পারেন এছাড়াও Instagram, Dropbox, Linking, Skype, Kik Messenger, Whatsapp এবং আরও অনেক অনেক অ্যাপ ক্লোন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশান ক্লোনারটি আপনার iPhone এ ব্যবহার করুন কেননা এটি ব্যবহার করা একদমই সহজ এবং সুপার ডুপার ফাস্ট।
ডাউনলোড লিংকঃ Social Duplicator অথবা Social Duplicator
ফিচারঃ
সুবিধাঃ
অসুবিধাঃ
প্রাইসঃ
অপারেটিং সিস্টেমঃ iOS 9
ভূমিকাঃ Slices হচ্ছে Cydia টুইক্স যা ব্যবহার করে আপনি Instagram, Snapchat, WhatsApp, Facebook, Twitter এবং জনপ্রিয় Candy Crush গেমস গুলোর ডুপ্লিকেট অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে আপনার ডিভাইসটিকে জেইলব্রেক করা থাকলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ Slices অথবা Slices
ফিচারঃ
সুবিধাঃ
অসুবিধাঃ
প্রাইসঃ
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড।
ভূমিকাঃ এই ক্লোন অ্যাপ্লিকেশান ব্যবহার করে আপনি অন্য অ্যাকাউন্টে কানেক্ট করার জন্য মূল অ্যাপ থেকে লগআউট না করেই অন্য অ্যাকাউন্টে লগইন করতে পারবেন সহজেই। আর এই অ্যাপটি ব্যবহার করতে, আপনাকে অবশ্যই একটি ক্লোন অ্যাপ ক্রিয়েট করতে হবে এবং নতুন অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ক্লোন অ্যাপটি পুনরায় কনফিগার করতে হবে। এরপরে, ক্লোন অ্যাপের নতুন আইকন মূল স্ক্রিনে একটি সাদা বক্সের মধ্যে ক্লোন অ্যাপের নাম এবং গ্রিক বর্ণ বিটার পরে দেখতে পাবেন।
ডাউনলোড লিংকঃ Go Multiple
ফিচারঃ
অরিজিনাল এবং ক্লোন অ্যাপ্লিকেশানগুলোর আলাদা স্টোরেজ রয়েছে।
কম্পিউটারেও ডাউনলোড করতে পারবেন।
এই অ্যাপটি একদম Parallel অ্যাপের মত।
সুবিধাঃ
অসুবিধাঃ
প্রাইসঃ
একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনি কল্পনা করুন যে আপনি নিজেই একসাথে একাধিক Twitter এবং Facebook অ্যাকাউন্ট ব্যবহার করছেন! এটা আসলেই পাগলামির মত লাগছে। আর এই সমস্যার একটি যুক্তিসঙ্গত সমধান হচ্ছে, ক্লোনার অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনার iOS অথবা অ্যান্ড্রয়েড যে কোনও অ্যাপ্লিকেশনকে অ্যাপ ক্লোন করতে পারবেন এবং আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন কোন সমস্যা ছাড়াই।
আর অ্যাপ্লিকেশান ক্লোন করার মানে এই নয় যে, ক্লোন অ্যাপগুলো আপনার ডিভাইসে মূল অ্যাপের পরিমাণ স্টোরেজ ব্যবহার করবে, ক্লোন অ্যাপগুলো শুধু নতুন অ্যাকাউন্ট এর ডেটাগুলো ব্যবহার করতে যতটুকু স্টোরেজ দরকার ততটুকু স্টোরেজ ব্যবহার করবে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, ক্লোন অ্যাপ্লিকেশানটি মূল অ্যাপ্লিকেশনের ডেটা ছাড়াই স্টার্ট হয়, কারণ এটি নতুন ইন্সটল করা অ্যাপ্লিকেশানের মত কাজ করে।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
-
ছবি: Purple Prism 3d illustration From Vecteezy By tunnelmotions
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 191 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।