কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন। আমার আজকের টিউনে আমি আপনাদের সাথে এমন একটি দরকারি বিষয় শেয়ার করব। টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কিসের কথা বলছি।
হ্যাঁ, আমার আজকের এই টিউনে দেখাবো কিভাবে আপনি বিজ্ঞাপণ ছাড়াই ইমো ব্যবহার করবেন। বর্তমানে আমরা সবাই কমবেশি ইমো ব্যবহার করি। কিন্তু ইমোর একটি বড় সমস্যা হলো অতিরিক্ত বিজ্ঞাপণ। এই বিজ্ঞাপনগুলোর কারণে আমরা অনেক সমস্যায় পড়ি। তাই আপনি যদি এই বিরক্তিকর বিজ্ঞাপণ থেকে বাঁচতে চান তাহলে টিউনটি সম্পূর্ণ পড়ুন। আপনি যদি ইমোতে আসা বিজ্ঞাপণ বন্ধ করতে চান তাহলে আপনাকে অতিরিক্ত কোন কিছু করতে হবে না শুধুমাত্র আপনার ইমো অ্যাপটি পরিবর্তন করতে হবে।
ইমো এর অনেকগুলো ভার্সন রয়েছে। এর মধ্য থেকে আপনি যদি ইমো লাইট (imo Lite) অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনি বিজ্ঞাপণ থেকে বাঁচতে পারবেন।
কারণ ইমো লাইট (imo Lite) এর মধ্যে বিজ্ঞাপণে ঝামেলা কম। কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনি ইমো লাইট (imo Lite) অ্যাপ টি ডাউনলোড করতে পারবেন না। ইমো লাইট (imo Lite) অ্যাপটি গুগল প্লে স্টোরে বাংলাদেশের জন্য সাপোর্ট করে না। এখন আপনি হয়তো ভাবছেন কীভাবে ইমো লাইট (imo Lite) অ্যাপ টি পাবেন। চিন্তার কোন কারণ নেই।
ইমো এর অফিসিয়াল ওয়েবসাইটে ইমো লাইট (imo Lite) অ্যাপটি এভেলেবেল রয়েছে। ইমো এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইমো লাইট (imo Lite) অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর এটি ইন্সটল করে নিন। ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনি স্বাভাবিকভাবেই ইমো ব্যবহার করতে পারবেন তবে বিজ্ঞাপণ ছাড়া।
ইমো লাইট (imo Lite) ডাউনলোড @ ইমো অফিসিয়াল ওয়েবসাইট
আশাকরি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।
আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।