৫টি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপস যা প্লে স্টোরে নেই

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আজকে এই আর্টিকেলের মধ্যে আমরা জানবো এরকম ৫টি সিক্রেট অ্যান্ড্রয়েড অ্যাপস যা অনেকেই জানেনা এবং যেগুলি আপনি প্লে স্টোরেও পাবেন না কিন্তু যা আপনার ফোনে অবশ্যই থাকা উচিত।

তো চলুন আর বেশি দেরি না করে জেনেনি সেই ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপস এর নাম।

৫টি অ্যান্ড্রয়েড অ্যাপসের নাম যা প্লে স্টোরে নেই

১. Popcorn Time

Image Source: popcorn time

আমাদের লিস্টের প্রথম অ্যাপসটির নাম হল পপকর্ন টাইম। এবার চলুন জেনেনি এই অ্যাপসটির কাজ কি তবে তার আগে বলুন এরকম কত জন আছেন যারা মুভি এবং ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন?

এরকম অনেকেই আছেন তাই তো, আর বিশেষ করে এই করোনার সময় তো অবশ্যই প্রত্যেকেই মুভি ও ওয়েব সিরিজ দেখে সময় কাটাচ্ছে।

Popcorn Time হল এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে লেটেস্ট বা সদ্য মুক্তি পাওয়া মুভি এবং ওয়েব সিরিজগুলি দেখতে পাবেন।

আর তার মধ্যে Netflix এর সমস্ত মুভি ও ওয়েব সিরিজও আপনি পাবেন। আপনি যদি এই অ্যান্ড্রয়েড অ্যাপটির সম্পৰ্কে না জেনে থাকেন তাহলে এখনই ডাউনলোড করুন।

পপকর্ন টাইম এন্ড্রোইড এবং PC দুটি ভার্সনেই আছে।

২. Aptoid

আমাদের লিস্টের দ্বিতীয় অ্যান্ড্রয়েড অ্যাপটি হল Aptoid, এটি গুগল প্লে স্টোরের মতোই একটি অ্যাপ স্টোর বা বলতে পারেন যে প্লে স্টোরের একটি বিকল্প অ্যাপ স্টোর।

কিন্তু এই অ্যাপ স্টোরটির বিশেষত্ব হল এখানে আপনি প্লে স্টোরের সমস্ত অ্যাপস ও গেমস পাওয়ার সাথে সাথে প্লে স্টোরের পেইড অ্যাপসগুলি Aptoid থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

অর্থাৎ প্লে স্টোরের যেই অ্যাপসগুলি পেইড ও কিনে ব্যবহার করতে হত তা আপনি এখানে থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

৩. YouTube Vanced

YouTube Vanced হল ইউটিউবের একটি মোডেড অ্যাপ কিন্তু আপনি আপনার এন্ড্রোইড ফোনে ইনস্টলড থাকা ইউটিউবের থেকেও বেশি ফাঙ্কশন এই ইউটিউব মোড অ্যাপটিতে ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপটির বিশেষত্ব হল আপনি ইউটিউব ভিডিওগুলি ব্যাকগ্রউন্ডে চালিয়ে রাখতে বা ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক করে রাখতে পারবেন।

তার সাথে এখন থেকে আপনার ভিডিওতে কোনো অ্যাড আসবেনা এবং ডার্ক মোড ছাড়াও আরো অনেক কালার ভ্যারিয়েন্ট পাবেন।

অর্থাৎ ইউটিউব প্রিমিয়াম ভার্সনের মতোই বা তার থেকেও বেশি ফিচারস এখানে পাবেন।

৪. XTunes

XTunes একটি অনলাইন অডিও মিউজিক প্লেয়ার এখানে আপনি সব রকমের পুরানো থেকে নতুন বাংলা, হিন্দি এবং ইংলিশ মিউজিক পেয়ে যাবেন।

তার সাথে আপনার পছন্দের যে কোনো গান একটি মাত্র ক্লিকে ডাউনলোড করে আপনার ফোন স্টোরেজের মধ্যেও রাখতে পারবেন এবং যখন খুশি পরে ইন্টারনেট ছাড়া চালাতে পারবেন।

৫. Videoder

আমাদের শেষ এন্ড্রোইড অ্যাপটির নাম হল Videoder যেটি আমার সব থেকে পছন্দের এবং আমি মনে করি যা সবার ফোনে থাকা উচিত।

এটি একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার, শুধু ইউটিউব বললে ভুল হবে কারণ এখান থেকে আপনি ফেইসবুক, ইনস্টাগ্রাম এর মতো আরো ভিডিও বা সোশ্যাল প্লাটফর্ম থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি ইউটিউবের কোনো ভিডিও কে MP3 তে কনভার্ট করেও সরাসরি ডাউনলোড করতে পারবেন।

#বোনাস

আপনি যদি এরকম আরো অনলাইন টিপস, অনলাইন ইনকাম এবং ব্লগিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার সাইটটি ভিসিট করুন এখানে ক্লিক করে

 

 

Level 1

আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস