অ্যান্ড্রয়েড ফোনে সময় সেট করে ফাইল ডাউনলোড করুন

কেমন হতো যদি একটি নির্দিষ্ট সময়ে আপনার ফোন টি আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করত। যখন আপনি কোন কাজে ব্যস্ত। এর অনেক সুবিধা আছে! যেমন মনে করুন, আপনার বাসার ওয়াইফাই নষ্ট হযে গেছে। এখন আপনার ফোনেও লিমিটেড মোবাইল ডাটা আছে। আরার কাজের কোনো বড় ফাইল ডাউনলোড করা দরকার। যেটা আপনার লিমিটেড মোবাইল ডাটা দিয়ে সম্ভব না।

দিনের বেলা ওয়াইফাই মেরামতের লোক আসবে। এরং সারাদিন আপনি বড়ির বাইরে থাকবেন। এমন আরো অনেক কারন হতে পারে।  এখন আপনি জাস্ট  ডাউনলোড প্রসেসটির সময় সেট করে দিলেন, সময় হলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে সময় নির্ধারণ করে ডাউনলোড করতে হয়?

এটা করার জন্য আমি Advanced Download Manager সংক্ষেপে ADM ব্যবহার করব। তার আগে জানা ভালো হবে ADM হলো অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেক শক্তিশালী একটি ডাউনলোড ম্যানেজার। এর যেমন একাধিক ফিচার আছে, তেমনি সাইজ ও অনেক কম।

নিচে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হলো। তাই মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করতেছি। 
স্টেপ ১: সবার আগে ADM অ্যাপসটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে প্লে স্টোরে অ্যাপ টির নাম লিখে সার্চ করুন।  ইতিমধ্যে ডাউনলোড করে থাকলে পরবর্তী স্টেপ গুলো ফলো করুন।

স্টেপ ২: নিচে ডান পাশের সবুজ প্লাস বাটনেটিতে ক্লিক করে একটি ডাউনলোড লিঙ্ক  অ্যাড করুন। এবং ডাউনলোড পজ করুন।

স্টেপ ৩: এবার বাম থেকে ডানে সুইপ করে সাইডবার মেনু বের করুন। আপনি চাইলে উপরে বাম দিকের মেনু বাটন টিতে ক্লিক করেও সেটা করতে পারেন।

স্টেপ ৪: সেটিংসে প্রবেশ করুন। সাইডবার মেনুর সেটিংস লেখাটিতে ক্লিক করে। এখন একটু নিচে Scheduler অপসন টি দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন।

স্টেপ ৫: ডাউনলোড এর টাইম আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সেটিংস টি এনাবল করতে সবার উপরের Download file On Schedule অপসন টি এনাবল করুন।

স্টেপ ৬: এখন আপনার কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করে দিন। এখানে একটি বিষয় লক্ষ্যনীয় যে সময় নির্ধারণ এর সময় ২৪ ঘন্টা পদ্ধতিতে ঘন্টা নির্ধারণ করতে হয়।

স্টেপ ৬: এবার নিচের সেটিংস গুলো আপনার প্রয়োজন অনুযায়ী চালু অথবা বন্ধ করুন। নিচে একটি  দরকারী সেটিংস এর বর্ণনা করা হলো।

  • Turn on/off Wi-Fi after starting/stopping এই সেটিংস চালু করার মাধ্যমে আপনি যেই সময়টি নির্ধারণ করে দিয়েছেন তখন Wi-Fi চালু না থাকলে Wi-Fi চালু হয়ে যাবে।

আশা করি এই টিউন টি বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি।  আমার আরো আর্টিকেল গুলো পড়তে NanoBlog.Xyz ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

Level 1

আমি ইসতিআক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তির স্টুডেন্ট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস