আজ যে অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা বলতে গেলে সবারই পরিচিত একটি অ্যান্ড্রয়েড ভিডিও প্লেয়ার, MX Player. সচারাচর সবার স্মার্টফোনে এই অ্যাপসটি দেখা যায়। কারন যেকোন প্রকার ভিডিও এতে প্লে করা যায় সাথে আপনি যদি মুভি দেখেন তাহলে তার সাথে সাবটাইটেল ব্যবহার করতে পারবেন। মূলত এই সব কারনে এই ভিডিও প্লেয়ারটি এত পপুলার। আর আজ আমি তার প্রিমিয়াম, মুড ভার্সন শেয়ার করতে যাচ্ছি।
আসলে এই অ্যাপস নিয়ে তেমন কিছু বলার নেই, কারন এর কাজ সকলের এর জানা। তবে আমি আজ এই অ্যাপস এর প্রিমিয়াম বা মুড ভার্সন এর কি কি ফেসেলিটি আসে সেই নিয়ে কিছু আলাপ আলোচনা করব। তারপরেও যদি কেও এই অ্যাপসটি প্রথম দেখে থাকেন তো তার জন্য কিছু বর্ননা তো দিতে হবে।
MX Player অ্যান্ড্রয়েড ব্যাসেড একটি ভিডিও প্লেয়ার যার মাধ্যমে আপনি আপনার মোবাইলে থাকা সব প্রকার ভিডিও দেখতে পারবেন। এবং কি আপনি যদি ফরেনার মুভির পোকা হন তাহলে হয়ত সাবটাইটেল দিয়ে দেখেন, MX Player কিন্তু আপনি আপনার মুভির সাবটাইটেল ও দিয়ে দেখতে পারবেন। তো চলুন দেখি কি কি ফরমেট সাপোর্ট করে তা একবার দেখে নেওয়া যাক।
MX Player Pro Subtitle formats:
এইতো ছিল এই অ্যাপস যাবতীয় কার্যকলাপ, এবার দেখব যে এই অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার কি সুবিধা।
প্রিমিয়াম ও মুড ফিচারসঃ
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
আমি স্বরুপ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।