অনেক দিন থেকে বাংলাদেশি ভিপিএন সার্ভার এর জন্য অনেকে ডিরেক্টলি এফবি এবং টিউনের টিউমেন্টে জানিয়েছেন তাই তাদের জন্য আজ এই আয়োজন। যাইহোক অ্যান্ড্রয়েডের জন্য বাংলাদেশি ভিপিএন পাওয়া খুব কস্টের, তবে পিসির জন্য বাংলাদেশি ভিপিএন অনেক আছে। আগামিতে হয়ত আরও একটা বাংলাদেশি ভিপিএন শেয়ার করতে পারব। চলুন যেনে নেই সামান্য ইতিহাস আজকের এই ভিপিএন এর তারপরে চলে যাব রিভিও এবং ডাউনলোড ও কিভাবে ব্যবহার করবেন সেইটা নিয়ে। আমি কিন্তু শুধু মাত্র অ্যাপস শেয়ার করার জন্য টিউন লিখিনা, আপনারা যাতে কিছু জানতে পারেন যা আগে কোখন শুনেনি বা পড়েননি।
১৯৯৮ সালে Ofer Vilenski এবং Derry Shribman প্রতিষ্ঠা করেন একটি সফটওয়্যার ডেভেলোপার কোম্পানি যার নাম দেওয়া হয় KRFTech আর তারপরে ২০০০ সালে এই কোম্পানির যা লাভ হয় সেখান থেকে বানানো হয় Jungo নামের একটি অপারেটিং সিস্টেম যা ভালো নাম ডাক হয়ে যায়। পরে তা Cisco নামের একটি প্রতিষ্ঠান এই Jungo ২০০৬ কিনে নেয়। এর পরেই Ofer Vilenski এবং Derry Shribman চিন্তা করেন কিভাবে এমন একটি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বানানো যায় যার মাধ্যমে একে অন্যর সাথে খুব তারাতারি তথ্য শেয়ার করা যায় (অনেকটা টোরেন্ট এর মত) সারা বিশ্ব জুরে। তখনই শুরু হয় হোলা Hola প্রায় ১৮ মিলিওয়ন ডোলার দিয়ে Skype এবং Hotmail(Outlook) মুনাফা দিয়ে বানানো হয় হোলা কে। ২০০৭ সালে হোলা প্রকাশ পায় যার হেডকোয়াটার ইসরাইলে। এই ছিলো হোলার হালকা পাতলা ইতিহাস। এবার রিভিও যাওয়া যাক
হোলা মুলত একটি ফ্রি ভিপিএন এবং সিডিএন সার্ভিস। এরা সারা বিশ্ব জুরে তাদের সার্ভার বসিয়েছে, তাই যেখানে ইচ্ছা সেইখানকার সার্ভার আপনি ব্যবহার করেতে পারবেন। তবে অ্যান্ড্রয়েডের জন্য এদের ২টি সার্ভিস চালু আসে এক ফ্রি আর প্লাস ভার্সন। এই ২ ভার্সন নিয়ে নিচে আরও আলোচনা করা হবে তাই এখন দেখব কিভাবে এই ভিপিএন ব্যবহার করবেন আপনার স্মার্ট ফোনে। এই ভিপিএন আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবনেঃ
১. আপনার সিলেক্ট করা অ্যাপস শুধু মাত্র ভিপিএন কাজ করবে।
২. আর পুরো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
এই ভিপিএন সার্ভিস আপনি বাংলাদেশ সহ মোট ১৯৫টা দেশের সার্ভার বা আইপি ব্যবহার করতে পারবেন। এই ১৯৫ টা দেশ শুধু মাত্র হোলা প্লাস ভার্সন এর জন্য। তাই আপনাকে সব দেশ ব্যবহার করার জন্য অব্যশই প্লাস ভার্সন চালাতে হবে, যা আমি নিচে প্লাস ভার্সন এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি।
কি কি ফিচারস আছে হোলাতেঃ
কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেনঃ
১. নিচের ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে অ্যাপস ডাউনলোড করুন
২. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে অ্যাপস ক্লিক করুন
৩. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে অ্যাপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
৪. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
ডিরেক্ট ডাউনলোড লিঙ্কঃ Download
সোর্স ডাউনলোড লিঙ্কঃ Download
গুগল প্লেঃ PlayStore
এই ছিল আজকের আয়োজন কোথাও কিছু বুজতে, করতে বা জানতে প্রোবলেম হলে নিচের বক্সে লিখতে ভুলবেন না। আর কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু।
আমি মাসুম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“ যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ” “ কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ” __অ্যালবার্ট আইনস্টাইন
Download link hote download kora jasce na.