আজ যে অ্যাপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা সবারই পরিচিত কারন এইটা আমিও ব্যবহার করি, নাম Shareit শেয়ারইট। নাম দেখে কাজ বুঝা যায়, যাই হোক এই অ্যাপসটি এখন পর্যন্ত ১০০ কোটি বার প্লে স্টোরে থেকে ডাউনলোড হয়েছে। এটি Lenovo কোম্পানির একটি পন্য লেনোভ চিনেন না? অই যে ল্যাপটোপ দেখা যেত যে এক সময়, এটা সেই তাদের হাতে বানানো। এর আর ইতিহাস ঘাটতে ভালো লাগসে না মুল কথায় যাই, এই অ্যাপস দ্বারা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস বা পিসি বা আইফোন ফাইল ট্রান্সফার করতে পারবেন অতি দ্রুত, কিন্তু কথা আসে ভাইয়া আপনার ডিভাইসে ওয়াই ফাই থাকা লাগবে। না হলে এই অ্যাপস দিয়ে দাতও খিলাল করতে পারবেন না, এই দিজ ক্লিয়ার? এবার যাব এই অ্যাপসটির গুনগান করতে।
প্রধান ফিচারস সমূহুঃ
এই ছিলো যত প্রকার হাবি জাবি কথা বার্তা, এই সব আপনারা আগে থেকে জানেন তারপরেও লেখা। যাই বলি না কেন অ্যাপসটি আশাকরি, একটু ভাব নিলাম মনে হয়? যাই হক নিয়া ফেলছি আর কি করার। আছা চলুন একটু অ্যাপসটির একটা ফোট দেখি যদিও ধার করা ফোট, নিচে তাদের ক্রেডিট দিয়ে দিব। সো ডোন্ট মাইন্ড
আচ্ছা এবার কাজের কথায় আসা যাক, শেয়ারইট যে আপনার জন্য এত কিছু করবে তাতে তাদের ফায়দা কি? ফায়দাতো আসে রে ভাই, সেই রকম ফায়দা লিখতে কেমন জানি লাগছে তাও লিখছি
শেয়ারইট ফ্রি ভার্সনে আপনার জন্য কি কি অপেক্ষা করছে এক নজরে দেখে নেইঃ
আরও অনেক ধরনের বিজ্ঞাপণে ভরপুর আপনার আমার সবার প্রিয় Shareit, যাই হোক এখন এই সবের দিন শেষ। নিচে একদম ফ্রেশ শেয়ারইট এর ভার্সন এর লিঙ্ক দিলাম ডাউনলোড করে ব্যবহার করুন বিরক্তি কর এডস মুক্ত শেয়ারইট।
অনুরোধঃ নিচে মোট ৪টা লিঙ্ক দিলাম, এর মাঝে ১ম টা হচ্ছে যেখান থেকে এই এডস ফ্রি শেয়ারইট ভার্সনটি নেওয়া। আমার অনুরোধ থাকবে সেখান থেকে ডাউনলোড করা জন্য কারন, এটা তাদের একটা ক্রেডিট দেওয়া হয়। আর তারপরের ২টা লিঙ্ক ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক, যেইটা ভালো লাগে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর একদম শেষেরটা হচ্ছে Shareit এর গুগল প্লে স্টোর লিঙ্ক মন চাইলে একবার ঘুরে আসতে পারেন। কেউ কিছু বলবে না। 🤣
মুড ভার্সন সোর্সঃ ওয়েবসাইট
ডিরেক্ট ডাউনলোড লিঙ্কঃ
Download Link #1
Download Link #2
প্লে স্টোর লিঙ্কঃ Google PlayStore
এই ছিল আজকের আয়োজন, আমার আগের লিখা টিউন গুলো দেখতে চাইলে নিচে থেকে দেখে নিতে পারেনঃ
আপনার পিসি এবং এন্ড্রয়েড এর স্টোরেজ ও পারফমেন্স বাড়িয়ে নিন আগের থেকে দিগুন – CCleaner
আমি মাসুম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“ যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ” “ কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ” __অ্যালবার্ট আইনস্টাইন