অনেক এপ্লিকেশন বর্তমান। তবে ভারতে থেকে খেলা দেখতে গেলে হটস্টার (Hotstar) এর জুড়ি মেলা ভার। কেন না ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টিং হটস্টার-এর দখলে। তবে সেই জন্যে আপনাকে কিছু দক্ষিণা দিতে হবে হটস্টারকে। আমার জানা নিম্নলিখিত দুটো প্যাক বর্তমান।
এছাড়াও নেপাল, ভূটান এবং মালদ্বীপে ও এই হটস্টার দিয়েই খেলা দেখা যাবে। ইউরোপ (আয়ারল্যান্ড এবং UK বাদে), শ্রীলঙ্কা, আমেরিকা, মধ্যে এশিয়া, কানাডা, আফগানিস্তান, এই সমস্ত এলাকাতেও Hotstar ২০১৯ ক্রিকেট বিশ্ব কাপের অফিসিয়াল ব্রডকাস্টার।
আরও বাকি কিছু জায়গার অফিসিয়াল ব্রডকাস্টারের নাম।
মতামত জানাতে ভুলবেন না।
আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
allylook profile link : https://allylook.com/roton