সফটওয়্যার ইন্সটল না হওয়ার কারণ ও সমাধান Software Installation Problem amp Solution PART 1

হ্যালো ফ্রেন্ডস।
আশা করি সকলেই ভালো আছেন।
এই টিউনে আলোচনা করবো - সফটওয়্যার ইন্সটল না হওয়ার কারণ এবং কিভাবে এটির সমাধান করবেন।
তো চলুন শুরু করা যাক।

সফটওয়ার ইনষ্টল না হওয়ার সম্ভাব্য ও সাধারন কারনসমূহঃ

➼ অপর্যাপ্ত স্টোরেজ স্পেসঃ

আপনার ফোনে নতুন অ্যাপ্লিকেশনগুলি জায়গা করে দেওয়ার জন্য আপনার ফোনে জায়গা সল্পতার সম্ভবনা থাকতেই পারে।

 সমাধান:

নতুন অ্যাপ্লিকেশন গুলোকে জায়গা করে দিতে, যে সকল অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করছেন না তা আনইনস্টল করুন ৷ এছাড়া আপনার ডিভাইসে বর্তমানে ইনস্টল করা রয়েছে সেই একই অ্যাপের পূর্ববর্তী আপডেট গুলো  আনইনস্টল করুন।

 ➼ Corrupted apk বা নষ্ট অ্যাপ :

এটি Google Play Store এর বাইরে থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশনের সাথে সর্বাধিক প্রচলিত। এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি নষ্ট বা অসম্পূর্ণভাবে ডাউনলোড করা বা অসম্পূর্ণ কপি হয়ে থাকে।

 সমাধান:

কোন প্রকার অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে ফাইলগুলির দ্বিগুণ পরীক্ষা করুন এবং নিশ্চিত হয়ে নিন তারা পুরোপুরি অনুলিপি (Copy) বা ডাউনলোড হয়েছিল কিনা।

➼ ভুল অ্যাপ ইন্সটলের স্থান:

কিছু অ্যাপ্লিকেশন শুধুমাত্র ফোন মেমরিতে ইনস্টল হয়ে থাকে এবং কিছু অ্যাপ্লিকেশন ফোন মেমরি এবং SD card  উভয়ে ইনস্টল করা যায়। অ্যাপের এই বৈশিষ্টের বিরুদ্ধে ইনষ্টল করতে গেলে ত্রুটি দৃশ্যমান হয়।

 সমাধান:

অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের অবস্থান পরিবর্তন করে চালু করুন বা সিস্টেমটি নির্ধারণ করার দায়িত্ব দিন।

➼ মাউন্ট করা SD কার্ডে ইনস্টলেশন :

সম্ভবত, আপনার SD কার্ডটি ল্যাপটপে বা অন্য কোথাও মাউন্ট করা। এই ক্ষেত্রে কিছুটা ইনস্টল করার চেষ্টা করলে স্বভাবতই সমস্যা দেখা দেবে, কারণ SD কার্ডটি অ্যাক্সেসযোগ্য।

 সমাধান:

নিশ্চিত করুন আপনার SD কার্ডটি মাউন্টেড করা বা একটি পিসি বা অন্য কোথাও সংযুক্ত নয়। খারাপ পরিস্থিতিতে, আপনার এসডি কার্ডটি ফরম্যাট করুন – ব্যাকআপ এবং ফরম্যাটের ক্ষেত্রে এর ভিতরে থাকা বিষয়বস্তু অন্য কোথাও কপি করে রাখুন।

➼ নষ্ট স্টোরেজ (Phine memory এবং SD Card):

এটি সম্ভবত এই সমস্যার একটি অন্যতম কারণ। আপনার ডিভাইসের স্টোরেজ যদি অকার্যকর হয় তবে যে কোনও অ্যাপ্লিকেশন ইনস্টল করা অসম্ভব হবে ৷

আশা করি ভালো লেগেছে এবং আপনার কাজে আসবে। Part 2  দেখতে  ভিজিট করুন.https://www.tuneround.com/2019/04/sofware-installation-problem-solve.html

Level 0

আমি মোঃ শামীম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My name is Md. Shamim Hosen I am currently studied at Bangladesh National University in BBA department. I am a simple man. Also want to be a peaceful and a honest man. I love my country and I love my parents so much. My blog site : https://techblogbd.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস