আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?
আজ নিয়ে আসলাম নতুন একটি টিউন। এখানে আমি দেখাব কি করে আপনি যে কোন ছবির লেখাকে টেক্সট আকারে বানিয়ে ইচ্ছা মত এডিট করতে পারেন। ধ্রুন আপনার খাতায় কিছু লেখা আছে সেটা আপনি ছবি তুলে আপনার ডিভাইসে নিতে পারবেন এবং এডিট করতে পারবেন। আজ দেখাব ইংরেজি কি রে করা যায়। আগামি পর্বে দেখাব কি করে বাংলাকে করবেন। তো চলুন শুরু করা যাক।
আমি আজ একটি টেকনোলোজি ইউজ করেছি। এটির নাম হল OCR. OCR এর পূর্ণ রুপ হল Optical Character Recognition.
এটি ছবির ভেতর থেকে লেখা অক্ষরগুলি ডিটেক্ট করে আপনাকে ছবি থেকে আলাদা করে দেবে লেখা গুলি। নির্বোধ এই যন্ত্রগুলি আমাদের এই সুবিধা দিয়ে আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে।
আপ্পনারা যারা কম্পিউটার ইউজার তারা এই লিঙ্কে যানঃ Onlineocr
আর যারা মোবাইলে পেতে চান তারা গুগল প্লেতে পাবেন অ্যাপস টি। দেখুন আমার ভিদিওঃ
আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।