আপনার Connect করা wifi password দেখে নিন file manager দিয়ে

সবাই কেমন আছেন? আজকে আমি যে টিউনটি করবো সেটা হলো রুটেট ফোন দিয়ে কিভাবে কানেক্ট করা Wifi Password বের করবেন?

অনেকেই আছে যারা এটা নিয়ে ভাবেন যে কিভাবে কানেক্ট করা Wifi password মোবাইল ফোন দিয়ে বের করবো।  এই টিউন শুধু তাদের জন্য।  তো বেশি কথা বারাবো না।  চলুন শুরু করা যাক।

প্রথমেই আপনাকে Play Store থেকে Root Browser ডাউনলোড করে নিতে হবে।

Download Link : Click Me

ডাউনলোড করার পর ওপেন করুন।

Root Directory -> data -> misc -> wifi এই ফোল্ডার গুলোতে ঢুকার পর নিচে এই ফাইল টা পাবেন। নিচের ফাইল টি টেক্স ইডিটর দিয়ে  ওপেন করুন। wpa_supplicant.conf

না বুঝে থাকলে ভিডিও টা দেখে নিতে পারেন।

ভিডিও লিংক থেকেও দেখে নিতে পারেন। ক্লিক করুন এখানে 

আজকে এইটুকুই। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। অন্য কিছু জানার থাকলে  টিউমেন্ট করতে ভুলিয়েন না। আরও নতুন কিছুর জন্য আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখতে ভুলিয়েন না।

Link : এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে আসুন।

নতুন কিছু দেখো, নতুন কিছু শেখো। ধন্যবাদ সবাইকে।

 শেয়ার

Level 2

আমি সমীরণ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস