সকলে সালাম নিবেন। টেকটিউনস কে আমি ভালোবাসি। একসময় নিয়মিত আমি এই সাইট পড়তাম। অনেক উপক্রিতও হয়েছি। যাইহোক আসল কথায় আসি।
অ্যান্ড্রয়েড এপ্লিকেশন আপনি চাইলে ফ্রী তে বানাইতে পারেন। এমন অনেক সাইট আছে এক মিনিটেই ওয়েবসাইট কে কনভার্ট করে অ্যাপ বানিয়ে দিবে। বা মোবাইলেই অনেক অ্যাপ ইউজ করে আপনি অ্যাপ বানাইতে পারবেন। যারা এই ফ্রিতে আর খুব সহজে মোবাইলেই অ্যাপ বানাইতে চান তারা দয়া করে আমাকে এড়িয়ে যাবেন। কারণ ফ্রী জিনিসে আমি কখনোই বিশ্বাসী না। অ্যাপ পপুলার হলে দেখবেন একটা সময় আপনার স্বাদের অ্যাপে তারা আলতুফালতু এডস বসিয়ে দিচ্ছে। বা ইনস্টলের উপর অনেক টাকা চাইবে আপনার কাছে।
আমার কোন প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা শিক্ষা ছিলো না। এই সাইট ইউজ করে একসময় টুকটাক কাজ করার চেষ্টা করেছি। আজ আমি নিজেই অ্যান্ড্রয়েড এপ্লিকেশন বানাই। এবং সেটা শ্রমও সময় দিয়ে। 'ঔষধের ব্যবহার নির্দেশিকা' নামক একটা অ্যাপ প্রথম আমি প্লে স্টোরে আপলোড করি। যেটা ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। আমারো কিছু ইনকাম হচ্ছে। https://goo.gl/CujqSV এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন অ্যাপটি।
আমার আপাতত সর্বমোট ৮টি অ্যাপ্লিকেশ আছে। আরো কিছু করবো।
আর ভাবছি আপনাদের উৎসাহ থাকলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট একদম বেসিক থেকে বাংলায় নিয়মিত টিউটোরিয়াল দিবো(সোর্স কোড সহ)। সবাই টিউমেন্ট করে মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ
আমি nokib03। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।