আপনার মোবাইল ফোনটি বৈধ তো?

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টি কর্তার অশেষ কৃপায় সবাই ভালোই আছেন এবং টেকটিউনস প্রযুক্তির সাথে মেতে আছেন। টিউনের টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন আজকের টিউনের আলোচ্য বিষয় সম্পর্কে। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের টিউন।

মোবাইল বৈধভাবে আমদানি করা বা দেশে উৎপাদিত কি না, তা যাচাইয়ে তথ্যভান্ডার চালু করল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে গ্রাহকেরা মোবাইলের আইএমইআই নম্বরের মাধ্যমে খুব সহজেই বৈধ বা অবৈধ মোবাইল চিহ্নিত করতে পারবেন। এর ফলে অবৈধ মোবাইলের বাজার এবং মোবাইল ফোন চুরি-ছিনতাই বন্ধ হবে। পাশাপাশি নিশ্চিত হবে রাজস্ব হারানোর ক্ষতি।

বৈধতা যাচাইকারী – Mobile IMEI checker হল এমন একটি অ্যাপ যার সাহায্যে খুব সহজে ব্যবহারকারী জানতে পারবে ব্যবহত মোবাইলটি বৈধ কিনা। তাছাড়া বৈধতা যাচাইকারী – Mobile IMEI checker এর মাধ্যমে ব্যবহারকারী শুধুমাত্র খুদে বার্তা পাঠিয়ে বিটিআরসির ডাটাবেস থেকে প্রাপ্ত বার্তার মাধ্যমে ১০০% নিশ্চিত হতে পারবে উক্ত মোবাইলটির আই.এম.ই.আই নিবন্ধিত কিনা। তাছাড়াও এই অ্যাপে রয়েছে বৈধতা সংক্রান্ত সকল তথ্য যা কি না সকল নাগরিকের জানা জরুরি।

যদি এইটুকু পড়ে অ্যাপটিকে প্রয়োজনীয় মনে হয় তাহলে অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে।

এক নজরে অ্যাপের ফিচারসমূহঃ

★ মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ তা যাচাই;
★ মোবাইল যাচাইকরন একদম বিনামূল্য;
★ সহজ ইউজার ইন্টারফেস;
★ অ্যাপের সাইজ খুব কম(মাত্র ২ MB);
★ এবং আরো অনেক কিছু

 

বৈধতা সংক্রান্ত কিছু প্রশ্ন

প্রশ্ন-১ঃ মোবাইলটি যে বৈধ তা জানব কিভাবে?

প্রশ্ন-২ঃ মোবাইলের আইএমইআই নম্বরটি জানব কিভাবে?

প্রশ্ন-৩ঃ বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে হ্যান্ডসেট নিয়ে আসলে সেটি বৈধ হবে কি?

প্রশ্ন-৪ঃ আমি শো রুম থেকে মোবাইল কিনেছি তারপরও উক্ত আই.এম.ই.আই নম্বরটি সরকারী ডাটাবেজে নেই কেন?

প্রশ্ন-৫ঃ ২০১৯ সালে কেনা মোবাইলটির আইএমইআই নম্বরটি ডাটাবেসে পাওয়া যাবে কি?

প্রশ্ন-৬ঃ মোবাইলটি বৈধ না হলে কি সমস্যা হতে পারে?

প্রশ্ন-৭ঃ কেনার আগে মোবাইলটির আইএমইআই নম্বরটি কোথায় পাব?

প্রশ্ন-৮ঃ এস.এম.এসের চার্জ কি প্রযোজ্য?

যদি আপনি উপরিউক্ত প্রশ্নগুলোর যথার্থ উত্তর পেতে চান তাহলে এক্ষুনি ডাউনলোড করুন এই অ্যাপটি।

নোটঃ ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে বৈধভাবে আমদানি অথবা দেশে উৎপাদিত মোবাইলের বেশির ভাগ আইএমইআই নম্বর তথ্যভান্ডারে রয়েছে। এর বাইরে কোনো মোবাইলের আইএমইআই নম্বর আপাতত পাওয়া যাবে না। তবে এখন থেকে যত মোবাইল বৈধভাবে আমদানি বা স্থানীয়ভাবে উৎপাদিত হবে, তা বিটিআরসির তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে।

আশা করি এই মোবাইল অ্যাপটির মাধ্যমে আপনার মোবাইলটি বৈধ না অবৈধ তা খুব সহজেই জানতে পারবেন।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস