মোবাইলে স্ক্রীনশর্ট নিতে পাওয়ার+ভলিউম বাটুনে কিল্ক করতে করতে কান্ত? তাহলে এই টিউনটি আপনার জন্য

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টি কর্তার অশেষ কৃপায় সবাই ভালোই আছেন এবং টেকটিউনস প্রযুক্তির সাথে মেতে আছেন। আজকের আলোচ্য বিষয় অ্যাপ রিভিউ নিয়ে এবং এই অ্যাপটির নাম Proximity Screenshot Capture। তাহলে আর দেরি কেন শুরু করা যাক।

আমাদের প্রত্যেকে কোন না কোন জরুরি প্রয়োজনে স্ক্রীনশর্ট নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের ডিভাইসের ডিফল্ট স্ক্রীনশর্ট নেওয়ার জন্য যে প্রোগ্রাম রয়েছে তার সাহায্যে স্ক্রীনশর্ট নিতে পাওয়ার+ভলিউম বাটুন কিল্ক করতে হয়। যা অনেকটাই কষ্টসাধ্য, সময়সাপেক্ষ। তাই আপনাদের এই সমস্যা থেকে পরিত্রানের জন্য নিয়ে আসলাম Proximity Screenshot Capture অ্যাপ, যার মাধ্যমে কোন বাটুনে কিল্ক ছাড়াই (সেন্সরের মাধ্যমে) আপনার মোবাইলের স্কীনশর্ট হাই-রেজুলেশনে নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে যেকোন ভিডিও ও গেমস থেকে খুব সহজে কোন বাটুনে কিল্ক ছাড়াই ঝটপট স্ক্রীনশর্ট নিতে পারবেন। শুধু ভিডিও ও গেমস নয়, এই অ্যাপের সাহায্যে যেকোন সময় প্রক্সিমেটি সেন্সরে মাত্র একবার ট্যাপ করে স্ক্রীনশর্ট নিতে পারবেন। যদি এইটুকু পড়ে অ্যাপটিকে প্রয়োজনীয় মনে হয় তাহলে অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে।

এক নজরে এই অ্যাপের প্রধান কিছু বৈশিষ্ট্যঃ

  • খুব সিম্পল এবং সুন্দর পরিপাটি ডিজাইন,
  • অ্যাপটি একবার চালু করলে অন্য যেকোন অ্যাপ ব্যবহারের মধ্যেও স্ক্রীনশর্ট নিতে পারবে,
  • বাটুনে কোন কিল্ক ছাড়াই আপনি স্ক্রীনশর্ট নিতে পারবেন,
  • স্ক্রীনশর্ট উঠবে না যদি আপনার মোবাইলের স্ক্রিন অফ থাকে,
  • স্ক্রীনশর্ট উঠবে না যদি আপনার মোবাইল পকেটে থাকে,
  • স্ক্রীনশর্ট নেওয়ার সময় ভাইব্রেশন হবে,
  • রুট, নন-রুট উভয় ডিভাইস সাপোর্টেড,
  • অ্যাপের সাইজ মাত্র ৩ মেগাবাইট।

 

পারমিশন নোটিশ

*External Storage: স্ক্রীনশর্ট বা ছবি মেমরিতে সেইভ বা সংরক্ষণের জন্য।
*Internet, Access network state: অ্যাড শো করানোর জন্য।
*Read phone state: ইনকামিং বা আউটগোয়িং কল সনাক্ত করার জন্য।
*Vibrate: স্ক্রীনশর্ট নেওয়ার সময় ভাইব্রেশনের জন্য।

 

নোটঃ
*ক্যাপচারকৃত সকল ছবি মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ “Pictures/ProximityScreenshots” এই ফোল্ডারে পাওয়া যাবে।
*অ্যান্ড্রয়েড ভার্সন ৫ (ললিপপ) এবং এর উপরের সকল ভার্সন সাপোর্টেড।

Proximity Screenshot Capture বিশ্বের সেরা একটি অ্যাপ। বাটুনে কিল্ক ছাড়া স্ক্রীনশর্ট নেওয়ার জন্য সেরা এই অ্যাপটি মিস করবেন না! তাই অ্যাপটি বিনামূল্যে এখনই ডাউনলোড করুন!

বিশেষ দ্রষ্টব্যঃ কিছু কিছু জিনিষ সহজে বোঝানোর জন্য বাংলা এবং ইংরেজি এইভাবে মিশ্রণ করে লেখা। তাই কোথাও কোনো অস্পষ্টতা বা তথ্যগত ভুল চোখে পড়লে অনুগ্রহ করে টিউমেন্ট করবেন। আমি পরবর্তীতে সঠিক করতে চেষ্টা করব। এছাড়াও টিউন সম্পর্কে আপনার যে কোনো গঠনমূলক আলোচনা, সমালোচনা, মন্তব্য একান্ত কাম্য। সকলকে ধন্যবাদ, এতটা সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস