আসসালামু আলাইকুম।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন….
অনেকদিন যাবৎ কোন টিউন করি নি। আসলে বাস্তব জীবনের নানা ব্যস্ততা, পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা, আরো নানা বাধাবিপত্তি থাকায় সবসময় টিউন করা সম্ভব হয়ে ওঠে না। যাইহোক আজ আপনাদের জন্য নতুন একটি টিউন নিয়ে হাজির হলাম আমি ফাহাদ, , তো প্রথমেই জেনে নেওয়া যাক আজকের টিউনের বিষয়,
আজকের টিউনে আপনাদের একটি ফটো ইডিটিং এপের সাথে পরিচয় করিয়ে দিব, , , অ্যান্ড্রয়েড ফোনে ফটো ইডিট করার জন্য এটা আমার কাছে সেরা লেগেছে। অ্যাপস টির নাম হলো \”Facetune\”…. এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। কেউ খুঁজে না পেলে টিউমেন্টে আমাকে জানিয়ে দিয়েন।
১.প্রথমত যে বিষয়টি হচ্ছে তা হলো এর সাইজ হবে ৫০ এম্বি, , , রেট অনেক ভালো ৪.৪, , , মোট ডাউনলোড হয়েছে ৫ মিলিয়ন বা ৫০ লক্ষের অধিক।
২.মুখের নানা স্পট দূর করতে এই অ্যাপসটি উস্তাদ, , মুখের কোন দাগ এর দ্বারা অতি সহজেই দূর করা সম্ভব।
৩.আপনার মুখ যদি হয়ে থাকে কালো তাহলে এই অ্যাপস টি দ্বারা ফর্শা আপনি হতেই পারেন।
৪.মুখের কোন জায়গাগ কাটা দাগ বা ব্রন থাকলে এর মাধ্যমে তা দূর করে দিতে পারেন।
৫.চোখের রং বদলাতে পারেন। যেমনঃ কালো, সাদা, নীল, বাদামি বা লাল।
৬.ফটোতে নানারকম ইফেক্ট (Effect) দিতে পারবেন।
৭.নানা ধরনের ফ্রেম লাগাতে পারেন।
৮…. এছাড়াও অনেক কিছু…? /?
আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোন দিন অন্য কোন নতুন বিষয় নিয়ে, , সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, , আল্লাহ হাফেজ।
Full Credit: Fahad Hasan (Editor At-TipsNow24.Com)
আমার সাইটঃ-TipsNow24.Com
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।