ডাক্তারদের চিকিৎসা বিষয়ক তথ্য সহায়তার জন্য মোবাইল অ্যাপ

সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ডাক্তারদের নিয়মিত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে হয়। অনেক ব্যস্ত ডাক্তার বা মেডিকেল শিক্ষার্থীদের কখনো কখনো হঠাৎ করেই কোন রোগ নির্ণয় ও তার চিকিৎসার ব্যাপারে তথ্য জানার প্রয়োজন হয়।

তাই ডাক্তারদের সহায়তার জন্যে দেশীয় সফটওয়্যার নিমার্তা প্রতিষ্ঠান আইটিমেডিকাস (ITmedicus) নিয়ে এসেছে PDM (Practical Diagnosis and Management) মোবাইল অ্যাপ।

PDM বিভিন্ন রোগের রোগ নির্ণয় এবং চিকিৎসার উপর ক্লিনিকাল তথ্য সরবরাহ করে। এখানে সামগ্রিক বিষয়গুলি এমনভাবে সাজানো যা দ্রুত ও সহজে উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। এখানে পাঁচ শতাধিক রোগের চিকিৎসা ব্যবস্থা সংকলিত আছে। এই এপটি অফলাইনে সহজে ব্যবহার করা যায়।

 

সম্প্রতি আইটিমেডিকাস অ্যাপটির 2.0 ভার্সন রিলিজ করেছে, এই ভার্সনটিতে অনেক নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

এক নজরে অ্যাাপটির ফিচার সমুহঃ

  • সাধারণ রোগ এবং উপসর্গের চিকিৎসা ব্যবস্থা।

  • প্যাথলজিকেল পরীক্ষার ফলাফলের সাধারণ মাত্রা এবং ব্যাখ্যা

  • ড্রাগ-ড্রাগ ইন্টারেকশন

  • তাৎক্ষনিক প্রেসক্রিপশন লেখা

  • ঔষধের তালিকা, নির্দেশিকা ও বিবরণ

  • বিভিন্ন মেডিকেল ক্যালকুলেটর ও চার্ট

গুগল প্লেস্টোর এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সর্বমোট ৩০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এবং এই ঠিকানা থেকে আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন।

 

Level 1

আমি আইটি মেডিকাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।