টপ ১৩ টি এপ যা প্রতিটা ছাত্র-ছাত্রীর ইউজ করা উচিত

হ্যালো,

আমি শন মার্ক। আমার এই টিউটোরিয়াল টিউন টি এপ রিভিউ সম্পর্কিত।

ছাত্রজীবনের প্রতিটা সেকটরে আমাদের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। ক্লাসের পড়া, এসাইনমেন্ট, এক্সাম, ফ্রেন্ড্রদের সাথে আড্ডা, বিভিন্ন প্রোগ্রাম, ফোরাম, গ্রুপিং! কত কিছু মেইনটেইন করতে হয় আমাদের!


মাঝে মাঝে মনে হয় জীবন টা একটু সহজ হলে!


এই সববিষয় গুলো মাথায় রেখে কিছু প্রয়োজনীয় এপের একটা লিস্ট বানিয়ে ফেললাম। চল দেখা যাক কি এমন গুরুত্বপূর্ণ অ্যাপস যা প্রতিটা স্টুডেন্টের থাকা উচিত?

১।  Group Chat!

আচ্ছা যদি এমন কোন এপ থাকত, যেখানে আনলিমিটেড ফাইল, টেক্সট, ডকুমেন্ট শেয়ার করা যেত! দেখতে যেন  Cool হয়! Messenger, Whatsapp, Viber, Skype  আর ভালো লাগেনা। সবাই ত ইউজ করে এগুলা। একটু ডিফ্রেন্ট কিছু চাই! তুমার চিন্তা ভাবনা যদি এমনটাই হয়, তবে ইউজ করতে পারো- "DISCORD"

অস্থির interface, coolest app ever!

সুবিধাঃ

১। Group Chat

২। Unlimited File Sharing (any type extenstion)

৩। Video Call, Voice Call (HD)

৪। hash tag আরো অনেক কিছু!

ত, নামিয়ে ফেলঃ

২। পারসোনাল নোটঃ

recomand করব Evernote ইউজ করতে। evernote এ তুমি যেকোন রকমের ফাইল+ গুরুত্ব পূর্ন কোন নোট লিখে রাখতে পারবে। পিসি বা তুমার smartphone যেটাই হোক, simple একটা account খুলে, same acoount দিয়ে তুমি যেকোন পিসি, smartphone যেখানে ইচ্ছা লগিন করে তুমার সেভ করা নোট গুলো দেখে নিতে পারো। Google KEEP ও ইউজ করে দেখতে পারো।

much more Similar as: GOOGLE  KEEP

৩। টাইমটেবিলঃ

ক্লাসের প্রথম দিন টাইমটেবিল টা হাতে পেয়ে আমাদের মনে প্রথম যে চিন্তাটা আসে.

আজকে বাসায় গিয়েই একটা রুটিন করে ফেলব, কখন কোন সাবজেক্ট পড়ব, কখন ম্যাথ করব, কখন গেমস খেলব, কখন আড্ডা দিব। কাগজ কলম নিয়েই আমরা প্ল্যান বানানো শুরু করি।

একটু think করত, যদি এই কাজটাই তুমি একটা এপের মাঝে করে ফেলতে পারো, কেমন হয়? যেখানে তুমার চাহিদা মত সব থাকবে, শুধু তুমার নিজের মত করে সাজিয়ে নেয়া।

 

তাহলে নামিয়ে ফেল, My Study Life

৪। Office - ডকুমেন্ট বা প্রেজেন্টেশনঃ

office এর কথা চিন্তা করলেই মাথায় চলে আসে micrOsoft office, Word, PowerPoint, Excell! তবে MS office এর এতগুলা version, অনেকেই confused হয়ে যাই কোন version টা use করব। তাছাড়া smartphone গুলোর জন্য কি আলাদা কিছু use করা যায় কিনা?

যাইহোক, তোমরা জান কিনা জানিনা, MS office 2016 Education যে version এটা শুধুমাত্র.edu domain মানে স্টুডেন্টস, টিচারদের জন্য বানানো হয়েছে। তুমার যদি কোন.edu ডোমেইন- এর email থাকে, তাহলে $149.99 ডলারের এই সফটওয়্যার টি তুমি ফ্রি তে পেয়ে যাবে। আর না থাকলে KMS বা reloader ত আছেই, তাইনা?

যারা android user তাদের জন্য best OFFICE SUITE Pro

যারা IOS/MAC user তারা Polaris বা MS Office use করতে পারো

আর Linux user দের এর জন্য Libre best

৫। বই পড়ার জন্যঃ

বর্তমানে pdf এবং epub এই দুটি ফরমেটের বই খুব দেখা যাচ্ছে। আর এপ স্টোর গুলোতে pdf reader এর অভাব নেই। এখন এত কিছুর ভীড়ে আমাদের দরকার যেটি সবচেয়ে ভালো, এবং চোখের প্রটেক্ট করে এমন একটি pdf রিডার।

পিসি ইউজার দের জন্য adobe was best, এখন adobe এর চেয়েও ভালো অনেক পিডিএফ রিডার রয়েছে। আমি recomand করব- Sumatra PDF ইউজ করতে। এটি খুব ফাস্ট এবং simple!


যারা android user তাদের জন্য- Moon Reader Pro টা খুব ভালো, যেকোন ফরমেট সাপোর্ট করে। আর যদি simple চাও ত, GOOGLE PDF Reader ভালো।

৬। ক্লাসনোটঃ

অনেক সময় ক্লাসে কোন নোটের ফটো নিতে হয়, কিন্তু বাসায় গিয়ে দেখা যায় ফটোগুলো এক একট ভিন্ন ভিন্ন সাইজের হয়ে গিয়েছে। দেখতে কেমন বিচ্ছিরি লাগে। যদি তুমি এই নোট গুলোই PDF বা বই আকারে পেতে, কত সুবিধা হতো তাইনা?

এজন্য তুমি use করতে পারো,  CamScanner

৭। ম্যাথ ক্যালকুলেটরঃ

ধর তুমি ম্যাথ এক্সাম দিয়ে বের হলে, এখন তুমি জান না ৬নাম্বার question টার answer কত! বা ফ্রেন্ডরাও Confusion এ রয়েছে। এখন যদি এমন হয়, সেই question টার উপরে তুমার mobile টি ধরা মাত্রই তুমার answer স্ক্রিনে চলে এসেছে, তাহলে কেমন হয়?

তাহলে ডাওনলোড করে নাওঃ PHOTO MATH 

যদি এমন কোন এপ পাওয়া যেত, যেটা দেখতে হুবহু Casio Scientific Calculator  এর মত হবে, তাহলে কেমন হয়? তাহলে এখনি নিয়ে নাও Casio MS-991

৮। ডকুমেন্ট শেয়ারিংঃ

অনেক সময় পিসি তে মোবাইল থেকে অনেক ডকুমেন্ট ট্রান্সফার করতে হয়। অনেকেই ডেটা ক্যাবল ইউজ করি, অনেকেই shareit ইউজ করি, তবে যদি আরেকটু Smart কিছু ইউজ করা যেত, ধর তুমার ফোনের যেকোন ফাইলস তুমি ট্রান্সফার করার আগেই পিসি দিয়ে দেখে নিতে পারছো, সেটা হোক অডিও, ভিডিও বা ফটো!

তাহলে নিয়ে নাওঃ AirDroid

তুমার ফোনের হটসপট কানেক্ট করেই বা এক -ই LAN এর কানেকশনে ফ্রি তে যেকোন কিছু শেয়ার করতে পারবে।

আর যদি Android to Android বা IOS হয় তাহলে shareit ইউজ করতে পারো।

৯। নিউজ/পত্রিকাঃ

তুমি যে স্ট্রিমের স্টুডেন্ট ই হও না কেন, তুমার  নিশ্চই প্রিয় কিছু নিউজ সাইট বা ওয়েব সাইট রয়েছে, যেগুলোর আপডেট তুমি মিস করতে চাওনা।

ধর, আমার ইন্টারেষ্টের কথা বলি, আমি টেকনোলজি বা গিক টেক রিলেটেড সাইট খুব পছন্দ করি, হিসেব করলে সাইটগুলোর সংখ্যা কয়েকশত হয়ে যাবে।  এখন এটা ত অসম্ভব, প্রতিটা সাইটে নিয়মিত সার্ফ করা। তাই আমি সেসব সাইট গুলোর address একটা এপের ভেতর ইন্সার্ট করে দিয়েছি, এখন নতুন যে টিউন ই হোক না কেন, আমি সাথে সাথে সেটি পড়তে পারছি, কষ্ট করে বার বার সেই সাইটে ভিজিট করতে হচ্ছেনা।

এতক্ষন যে বিষয় টা  নিয়ে কথা বললাম, সেটা হলো RSS FEED. RSS FEED কি সেটা গুগল করলেই বুঝে যাবে।

প্রথমে তুমাকে feed.ly থেকে একটা account খুলে নিতে হবে, তারপর সেখানে তুমার প্রিয় ওয়েব সাইট গুলো এড করে দাও, ব্যাস, এখন তুমি যদি PC USER হও, তাহলে নামিয়ে নাও, NEXTGEN

আর যদি মোবাইল ইউজার হও, নামিয়ে নাও,  FEEDLY

এরপর তুমার সেই feedlyএর যে পাসওয়ার্ড আর ইমেইল ছিল সেটি দিয়ে feedly বা NEXTGEN এ লগ ইন করে নাও।

১০। স্ক্রিনশটঃ

যারা পিসি ইউজার তাদের জন্য আলাদা করে কোন screenshot এপ নেয়ার প্রয়োজন নেই। তবে ব্রাওজারের জন্য মাঝে মাঝে পুরো website এর স্ক্রিনশট নেয়ার প্রয়োজন হয়। এজন্য বেস্ট হলো,  1Click 

যারা android user তাদের ফোনের ডেফল্ট কিছু কি চাপলেই স্ক্রিনশট হয়ে যায়, তবে মাঝে মাঝে Customize করার প্রয়োজন পড়ে। কোন কিছু হাইলাইটের জন্য বা টেক্সট-ইমুজি এড করার জন্য, তাই ইউজ করতে পারোঃ FooView

এই এপ দিয়ে তুমি মাল্টিপল টেক্সট কপি করার পর সব কপি করা TEXT গুলো ক্লিপ বোর্ডের মত থেকে যাবে।

১১। EYE-Protector:

অনেকেই laptop বা mobile এ ঘন্টার পড় ঘন্টা বই পরে কাটিয়ে দেয়। দীর্ঘক্ষণ এভাবে Display-এর দিকে তাকিয়ে থাকলে চোখের বারো-টা বেজে যায়। তাই ইউস করতে পারো এই software টি।

যারা windows 10 USER, তাদের জন্য default করে night mode option দিয়ে রাখা হয়েছে (after 1709 version)

যারা Mac, win7, 8, 8, 1 ইউজার তারা ইউজ করতে পারো,  Flux

আর android user জন্যঃ twillight Pro

১২। মিডিয়া প্লেয়ারঃ

দিনের অনেকটা সময় আমরা Youtube দেখে কাটাই, অনেকেই টিভি দেখি, গান শুনি বা মুভি দেখি।  যদি এই সবগুলা ফিচার একসাথে পাওয়া যায়, কেমন হয়?

এজন্য Download করে নাও,  Cherry Player

এটি দিয়ে তুমি Youtube, VK, twitch, billboard, BBC, lastfm, IPTV বা তুমার কাস্টম যেকোন মিডিয়া তুমি প্লে করতে পারবে। TV এর জন্য অনলাইন থেকে m3u8 চ্যানেল লিস্ট খুঁজে নিতে হবে।

১৩। অক্সফোর্ড ডিকশনারীঃ 9th Edition


এই ডিকশনারী সম্পর্কে ডিটেল কিছু বলার নেই। সবাই জানো এটা world এর best ডিকশনারী। পুরো ডেটাবেজ ডাওনলোড করে নাও।

Android user রা install এর পর Data file টিকে Phone Memory>Android>Data তে পেস্ট করে ডাও।

IOS User রা শুধু ইন্সটল করলেই হবে।

 

Level 0

আমি শণ মার্ক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন নেগেটিভ র‌্যাংকিং পাচ্ছে

টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র‌্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র‌্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।

  1. আপনার টিউনে একটি বাক্যও কপি পেস্ট কন্টেন্ট থাকলে। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। কপিপেস্ট কন্টেন্ট ও প্লেজারিজম (Plagiarism) ডিটেক্ট এর জন্য টেকটিউনস, এন্টি কপিপেস্ট ও এন্টি প্লেজারিজম (Plagiarism) টুল ব্যবহার করে যার মাধ্যমে কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) কন্টেন্ট সিস্টেম থেকে সংয়ক্রিয় ভাবে Detect হয়। আপনার যে কোন একটি Single টিউনে একটি বাক্যও কপিপেস্ট হলে টেকটিউনসের কপিপেস্ট ও প্লেজারিজম (Plagiarism) Detection Mechanism তা ডিটেক্ট করে
  2. অ্যাফিলিয়েট, রেফারাল লিংক দিয়ে ঘরে বসে অনলাইন আয় জাতীয় টিউন করলে
  3. টিউনের যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল ডাউনলোড লিংক বা সর্ট লিংক থাকলে
  4. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টেকটিউনসে আংশিক টিউন করে বাকি অংশ পড়তে নিজের সাইট বা ভিডিও এর লিংক স্থাপন করলে
  5. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউন করে ডাউনলোড করার জন্য লিংক টিউনে না দিয়ে নিজের সাইট বা ভিডিওতে গিয়ে ডাউনলোড করার লিংক স্থাপন করলে
  6. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউন শুরুতেই, টিউনের প্রথম ৫০ শব্দের মধ্যে, টিউনের বিভিন্ন শব্দ, বাক্য ঘন ঘন নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, টিউন এর সাথে অপ্রাসঙ্গিক ইনলাইন লিংক করলে
  7. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউনে কোন ধরনের বর্ণনা না দিয়ে বিস্তারিত না লিখে শুধু মাত্র চ্যানেল লিংক ভিডিও টিউন করলে
  8. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউনে ভিডিও এম্বেড অবস্থায় না দিয়ে ক্লিকএবল ভিডিও লিংক হিসেবে টিউনে স্থাপন করলে
  9. নিজের করা একই টিউন কপি পেস্ট করে বারবার টেকটিউনসে প্রকাশ করলে
  10. টেকটিউনসে প্রকাশিত অন্য টিউনারের টিউন হুবহু কপি করে বা আংশিক পরিবর্তন করে নিজের নামে টিউন করলে
  11. যে কোন অ্যাপ, সফটওয়্যার ইত্যাদির এর অফিসিয়াল স্টোর, অফিসিয়াল পেইজ, অফিশিয়াল সাইট এর ডাউনলোড লিংক না দিয়ে নিজ থেকে নিজের সাইট, পেইজ, গ্রুপ এ লিংক স্থাপন করে বা অন্য কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্টে আপলোড করে লিংক স্থাপন করলে

আপনার টিউন নেগেটিভ র‌্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র‌্যাংকিং পায়। নেগেটিভ র‌্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।

টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্‌ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।