আসসালামুআলাইকুম
আজকে একটি খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখছি। আমরা অনেকেই আছি ডিজিটাল এই যুগে সময় কোন দিক দিয়ে যাচ্ছে তার কোন হিসেব পাই না।
অনেক সময় দেখা যায় মনঃস্থির করে রাখি আজকের দিন টা অনেক কিছু শিখবো, ভালো ভাবে কাজে লাগাবো… দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয় নাই… কিন্তু সময় ঠিক ই চলে গিয়েছে… কিন্তু আমাদের মূল্যবান সময় টা কোনদিকে দিচ্ছি সেটাই ভেবে পাই না…
এইভাবে আমরা প্রতিনিয়তই নষ্ট করছি মূল্যবান সময়…
বর্তমানে আমাদের সময় এর বেশীর ভাগ ই কাটে স্মার্টফোনে, দেখা যায় কাজে অকাজে আমরা স্মার্ট ফোন টা হাতে নিয়ে আছি… হয়তো কাজের কাজ কিছুই করছি না তবুও ফোন টা অন্যমনস্ক ভাবে হাতে নিয়েই স্ক্রুল করে যাচ্ছি ফেসবুকের হোম পেইজ টা… এ যেন এক অদৃশ্য দায়বদ্ধতা যেটা আমাদের কে ফোন হাতে নিয়ে সময় নষ্ট করতে বাধ্য করছে… কিন্তু এই সময় টা যদি আমরা নতুন কিছু শিখতে ব্যয় করতাম, নিজের স্কিল বারাতে চেষ্টা করতাম তাহলে সেটা আমাদের জন্য উপকার ই বয়ে আনতো… তাছাড়া অত্যাধিক স্মার্ট ফোন ব্যবহারে আমাদের সমাজে দেখা দিচ্ছে বাবা-মা এবং সন্তান এর মাঝে দূরত্ব বৃদ্ধি, পারিবারিক যোগাযোগে অনীহা সহ আরো অনেক ধরনের মারাত্তক সমস্যা, যেটা আমাদের ঘোটা সমাজকেই হুমকির মুখে ফেলছে।
আজকে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি নিজের অজান্তেই কত্তো মূল্যবান সময় নষ্ট করছেন আপনার স্মার্টফোন নামক যন্ত্র টি দিয়ে।
অ্যাপটির নাম ~ App Usage
Playstore download link ~ App Usage – Manage/Track Usage
এই অ্যাপটি খুব ই উপকারী আপনার প্রতিদিনের ফোন ব্যবহার টার ট্র্যাক রাখার জন্য… আপনি বুঝতে পারবেন আপনার সময় এর কতটুকো অংশ আপনি স্মার্টফোন ব্যবহারে ব্যয় করছেন, কোন কোন অ্যাপ ব্যবহার করে আপনার সময় যাচ্ছে… আপনি কি আসলেই স্মার্ট ফোন টির মাধ্যমে কাজের কাজ কিছু করছেন না আজাইড়া টাইপ অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র সময় টাই নষ্ট করছেন এই সব কিছুর উত্তর ই পাবেন অ্যাপ টি ব্যবহারের মাধ্যমে…
প্রতিদিনের ফোন ব্যবহারের সার সংক্ষেপ ও চলে আসবে এক ক্লিকেই, দিনের কোন কোন সময়টা আপনি ফোনে দিচ্ছেন, কোন কোন অ্যাপে দিচ্ছেন সেটা ও বুঝতে পারবেন।
অ্যাপ টা চালু করার পর প্রথম বার কিছু পারমিশন চাব, সেগুলো ঠিক মতো দিয়ে দিন। তারপর আপনি নিজেই বুঝে নিতে পারবেন কীভাবে এটি কাজ করে।
আশা করি অ্যাপ টা ব্যবহারে আপনার স্মার্টফোন এর উপর নিজের কন্ট্রোল আরো বাড়িয়ে দিবে এবং আপনার সময়কে ভালো ভাবে ব্যবহার করতে সাহায্য করবে।
সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকুন এবং টেকটিউনস সাথেই থাকুন
টিউন টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমি মাকছুদ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
আপনার টিউনে টিউন থাম্বনেইল যোগ করুন।