দেখে নিন কিভাবে মোবাইলের চার্জ আরও ১০গুণ বাড়াবেন সাথে সিপিও কুলার, ক্লিনার ও রাম বুস্টারসহ

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম বন্ধুরা।

কেমন আছেন সবাই?

আজ আবারও আরেকটা অ্যাপ নিয়ে হাজির হলাম। যা আমাদের মোবাইল এর চার্জ কম থাকলেও কিভাবে অনেকখন মোবাইল চালু রাখা যায় এমন একটা অ্যাপ।

Awesome Cleaner & Super Battery Saver

অ্যাপ পাবেন এইখানে

এই অ্যাপ এ আপনি যে যে সুবিধা পাবেন, তা হল

  • রাম বুস্টার, মোবাইল এর স্পীড বৃদ্ধি।
  • জাঙ্ক ফাইল ক্লিনার।
  • সিপিও কুলার। যা সিপিও কে অনেক ঠান্ডা রাখতে সাহায্য করবে।
  • ব্যাটারি সেভার। যা মোবাইলকে ৫-১০গুণ বেশি সময় চালু রাখতে পারবেন

রাম বুস্টার

মোবাইলে অনেক অ্যাপ থাকলে ওই সকল অ্যাপ একবার ওপেন করে রেখে দিলে তা ব্যাগ্রউন্ডে রাম নিয়ে থাকে। যা মোবাইল কে স্লো করে দেয়। তাই রাম বুস্ট করলে অই সকল অ্যাপ গুলো ক্লোজ হয়ে যায়। রাম অনেক ফ্রি হয়ে যায়। তাই রাম বুস্টার খুবই দরকারি।

জাঙ্ক ফাইল ক্লিনার

বিভিন্ন অ্যাপ ওপেন করার কারণে, অ্যাপ বাদ দিলে কিছু ফাইল থেকে যায়, যা অযথা মোবাইলের জায়গা নিয়ে রাখে, এবং মোবাইল এর স্পীড এ প্রবলেম করে। তাই জাঙ্ক ফাইল ক্লিন করা খুব দরকার। এই অ্যাপ এ দেখতে পারবেন কোন ধরনের জাঙ্ক ফাইল কেমন জমা হয়েছে  এবং এক ক্লিকে সব পরিস্কার করতে পারবেন।


সিপিও কুলার

মোবাইল অনেকক্ষন চলার কারণে সাথে বেশি অ্যাপ ব্যাগ্রউন্ডে ওপেন থাকার কারণে সিপিও তে অনেক চাপ পড়ে, যার জন্য সিপিও অনেক গরম হয়ে যায়। যেমন কম্পিউটার এ হয়ে থাকে। তাই সব কিছুই উপযুক্ত তাপমাত্রায় ঠান্ডা থাকা খুব দরকার। এই জন্য এই থেকে এক ক্লিকে সিপিও কে কুল করতে পারবেন। যা আপনার মোবাইল এর জন্য অনেক উপকারি একটা ফিচার।


ব্যাটারি সেভার

এই টিউন এ সব চেয়ে গুরুত্বপুর্ণ একটা ফিচার হল ব্যাটারি সেভার। আর যতই মোবাইল ইউজার আছেন, সবাই চাই নিজের মোবাইল এর ব্যাটারি যেন অনেক বেশি সময় ওপেন থাকে। বিশেষ করে কোথাও গেলে তো দুশ্চিন্তার সীমা থাকে না। তাই তাদের জন্য এই ফিচার অনেক উপকার হবে আশা করি।

এখানে ব্যাটারি সেভ করার জন্য তিনটা পদ্ধতি আছে

  • নরমাল মোড
  • আলট্রা পাওয়ার মোড
  • এক্সট্রিম পাওয়ার মোড

নরমাল মোড

নরমাল মোড হল স্বাভাবিক যে সকল অ্যাপ ব্যাগ্রউন্ডে ওপেন থেকে চার্জ খেয়ে থাকে অই সকল অ্যাপ, ফাইল কে বন্ধ করে দেয়।

আলট্রা পাওয়ার মোডঃ

এই মোডে আপনি আপনার মোবাইল ব্যাটারি স্বাভাবিকের চেয়ে আরও বেশি সময় চার্জ সেভ করতে পারবেন। তার জন্য আপনার মোবাইল এর যে যে বিষয় গুলো বন্ধ করে দিবে, তাহল

  • ব্রাইটনেস কমিয়ে দিবে ৮০% এর মত।
  • মোবাইল এর অন্য সিস্টেমকে কিছুটা স্লো করে দিবে
  • সকল ব্যাটারি খাদক দের বন্ধ করে দিবে
  • সাথে কিছু সিস্টেম অ্যাপ যেমন ব্লুটুথ, স্ক্রীন রোটেশন, সাইঙ্ক ইত্যাদি বন্ধ করে দিবে।

এক্সট্রিম পাওয়ার মোডঃ

এই মোডে আপনি আপনার মোবাইল ব্যাটারি স্বাভাবিকের চেয়ে আরও বেশি সময় চার্জ সেভ করতে পারবেন। তার জন্য আপনার মোবাইল এর যে যে বিষয় গুলো বন্ধ করে দিবে, তাহল

  • ব্রাইটনেস কমিয়ে দিবে ৯০% এর মত।
  • মোবাইল এর অন্য সিস্টেমকে কিছুটা স্লো করে দিবে
  • সকল ব্যাটারি খাদক দের বন্ধ করে দিবে
  • মোবাইল এর কালার সাদা কালো মোডে নিয়ে আসবে।
  • মেমরি তে প্রবেশ বন্ধ করে দিবে
  • সাথে কিছু সিস্টেম অ্যাপ যেমন ব্লুটুথ, স্ক্রীন রোটেশন, সাইঙ্ক ইত্যাদি বন্ধ করে দিবে।

ডাউনলোড

Awesome Cleaner & Super Battery Saver

অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

আমার টিউনে জোসস করুন

আশা করি এই টিউন থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আমার টিউনে জোসস করুন। আপনাদের ভালবাসায় পরবর্তিতে নতুন টিউন দিতে আশা যোগাবে ইনশাআল্লাহ্‌ সবাই আমার জন্য দুয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমার গত টিউনে পাবেন এখানে জটপট দেখে নিন আপনার ইন্টারনেট স্পীড সাথে কত ডাটা খরচ হয়েছে

Level 0

আমি রুহুল আমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am a graphic & Web designer. I am the owner of elearnerpoint.com and creativedesignpoint.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাপের নাম, প্লেস্টোর লিংক কোথায় ভাই?

আচ্ছা। ধন্যবাদ ভাই।