হ্যালো বন্ধুরা আমি তানভীর আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে। এটি অনেকে এরই কাজে দিবে বলে আমার বিশ্বাস। তো চলুন কোন বিষয় নিয়ে আজকের ট্রিক সেটি সম্পর্কে আগে ক্লিয়ার হই।
ধরেন আপনি আপনার ফোন কোন এক জায়গায় রেখে গেলেন। এবং কেউ একজন আপনার ফোনের পাসোয়ার্ড জানে। এখন এই পাস ওয়ার্ড জানা অবস্তায় ও অই ব্যক্তি আপনার ফোন টি আনলক করতে পারবেন না। এবং সে আতঙ্কিত হয়ে পড়বে। এইখানেই মজাটা। এইট্রিকের মাধমে আপনি আপনার বন্ধুকে আতংকে ফেলে দিতে পারবেন।
ট্রিক টি দেখতে আপনাদের আমার এই ভিডিও টি দেখতে হবে। শেষ পর্যন্ত দেখবেন এবং না টেনে দেখার ট্রাই করবেন। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ধন্যবাদ
আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir