আগামী ১৪ জুন ২০১৮ মস্কোর লুজিনিকি স্টেডিয়ামে সৌদি আরব বনাম স্বাগতিক রাশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপ ফুটবল ২০১৮|এটি বিশ্বকাপের ২১তম আসর হবে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম বিশ্বকাপ ফুটবল ২০১৮ খেলার এই অসাধারন একটি অ্যান্ড্রয়েট অ্যাপ | যার মাধ্যমে আপনারা ২০১৮ বিশ্বকাপ ফুটবল খেলার সকল আপডেট পাবেন |
বিশ্বকাপ ফুটবল ২০১৮ সময়সূচী
আর অতি আগ্রহী এই ফুটবলপ্রিয় দর্শকদের জন্য আমাদের এই অ্যাপ বিশ্বকাপ ফুটবল ২০১৮ সময়সূচী। এই অ্যাপ এ বিশ্বকাপের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ম্যাচের সময়সূচী দেয়া রয়েছে। গ্রুপ পর্যায় থেকে শুরু করে সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ ও ফাইনাল ম্যাচের সময়, তারিখ, ভেন্যূ ও দেশের নাম আমাদের এই অ্যাপ এ দেয়া হয়েছে। ফুটবল খেলা যারা পছন্দ করেন তারা তাদের পছন্দের দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড, স্পেন ইত্যাদি এর খেলা যাতে কোন কারনে দেখতে ব্যর্থ না হয়, তার জন্য বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফিকচার আগে থেকে জেনে নেয়া ভাল। এর পরেও যদি আপনি ব্যস্ততার চাপা দেয়ালে ভুলেও যান কার খেলা কবে, তাহলে আমাদের এই অ্যাপ থেকে চটজলদি করে দেখে নিতে পারেন বিশ্বকাপ ফুটবল ২০১৮ সময়সূচী। তাই আসুন জেনে নেওয়া যাক.
এই অ্যাপ এর মধ্যে যা যা রয়েছে:
* groups and all matches schedules (per group and per team)
* live matches results
* match live score and fixture
* Live Match
* Top scorers
* World cup Records
*Highlights
App Link : Click Here
আমি হৃদয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।