আমাদের জীবনে মোবাইল একটি অপরিহার্য বিষয় হয়ে উঠেছে, যা আমাদের জীবন কে সহজ থেকে আরো সহজ করে তুলেছে। এটার মাধ্যমে আমরা সারা দুনিয়াকে হাতের মুঠে করে ফেলেছি।
মোবাইল ফোনের সবচেয়ে বেস্ট ফিচার হলো কল করার সিস্টেম, যার জন্য মূলত মোবাইল বানানো হয়েছে।
অনেক সময় আমরা খুব বেশি অপ্রয়োজনী কল পেয়ে থাকি, যার জন্য খুব বিরক্ত বোধ হয়। বা আমাদের ডিস্টার্ব করার জন্য অনেকে কল দেয়। এছারা সিম কোম্পানি গুলো বিরক্তি কর কল দিয়, যা খুবই বিরক্তি কর বিষয়। এই সব বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা সিম কোম্পানির কল বোল্কিং সিস্টেম ব্যবহার করি তবে, আমাদের সিম কোম্পানি কে টাকা দিতে হয়।
তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ কে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা সকল প্রকার কল বল্ক করতে পারবেন। আপটির নাম
প্লে স্টোর ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
অথবা cx advance call blocker লিখে প্লেস্টোরে সার্চ দিন।
যাযা আছে অ্যাপ টিতে ঃ
১। যেকোনো প্রকার কল বল্ক করতে পারবেন, যে নাম্বার ইচ্ছা আপনি চান।
২। আপনি চাইলে শুধু আপনার কনট্রাক লিস্টের নাম্বার গুলো আপনাকে কল দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না।
৩। মেনুয়ালি বল্ক লিস্ট বানানো যাবে।
৪। মেনুয়ালি হোয়াইট লিস্ট বানাতে পারবনে। হোহাইট লিস্ট মানে এই লিস্টের নাম্বার কখনো বল্ক হবে না।
৫। কান্টি কোড বল্ক করতে পারবেন।
৬। প্রাইভেট এবং অপরিচিত সকল নাম্বার মানে স্পামিং সকল নাম্বার বল্ক করতে পারবেন এক ক্লিকে।
আরো অনেক কিছু আছে, আপটি ডাউনলোড দিয়ে দেখুন।
সো এখনি ডাউনলোড দিন,
ডাউনলোড করতে
প্লে স্টোর ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
কিছু স্কেন সর্ট আপটির
আমি শাওন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।