আপনার ব্যক্তিগত এনআইডি দিয়ে অন্য কেউ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন করেনি তো?

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টি কর্তার অশেষ কৃপায় সবাই ভালোই আছেন এবং টেকটিউনস প্রযুক্তির সাথে মেতে আছেন।

গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের নির্দেশে সারা দেশে একযোগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। তখন মোট মোবাইলফোন ব্যবহারকারীর প্রায় ৯০% লোক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন করেছে এবং বতর্মানেও রেজিষ্ট্রেশন চলছে। কিন্তু মোবাইলফোন ব্যবহারকারীরা তাদের এন.আই.ডি  দিয়ে সিম রেজিষ্ট্রেশন করলেও তাদের অধিকাংশ লোকই জানে না তাদের নামে কোন কোন নাম্বারে ঠিক কয়টা সিম রেজিষ্ট্রেশন করা আছে। ফলে কিছু অসাধু ব্যবসায়ী সিম ব্যবহারকারীর অজান্তে তাদের ব্যক্তিগত এন.আই.ডি দিয়ে সিম রেজিষ্ট্রেশন করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করছে যা আইনগতভাবে অপরাধ এবং মূল ব্যবহারকারীর (যার এন.আই.ডি) অনিশ্চিত ঝুঁকি সৃষ্টি করে। যদি এতটুকু পড়ে আপনার টেনশন বেড়ে থাকে তাহলে নিচের অংশ অবশ্যই আপনার টেনশন কমাতে সাহায্য করবে।

Biometric sim checker হল এমন একটি অ্যাপ যার সাহায্যে ব্যবহারকারী জানতে পারবে ব্যবহারকারীর সিমটি নিবন্ধিত কিনা বা এন.আই.ডি (জাতীয় পরিচয়পত্র) দিয়ে কোন কোন নাম্বারে ঠিক কয়টি সিম রেজিষ্ট্রশন করা আছে। তাছাড়া এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী সকল নিবন্ধিত সিমের নাম্বারসহ দেখতে পারবে ফলে ১০০% নিশ্চিত হওয়া যাবে উক্ত নাম্বারসমূহ মূল ব্যবহারকারী নিবন্ধিত করিছে কিনা। যদি সন্দেহমূলক বা অজানা মোবাইল নাম্বার ব্যবহারকারীর নামে নিবন্ধিত হয়ে থাকে তাহলে অতি দ্রুত নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে সন্দেহমূলক বা অজানা নাম্বারটি অনিবন্ধিত করে নিতে পারবেন।

অ্যাপটির নামঃ Biometric Sim Checker with NID

এই অ্যাপের সাহায্যে বাংলাদেশের সকল অপারেটরের (গ্রামীনফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, টেলিটক)  সিমগুলো যাচাই করতে পারবেন এবং এর সবকিছুই করতে পারবেন একদম ফ্রিতে। যদি এইটুকু এসে অ্যাপটিকে আপনার প্রয়োজন বলে মনে হয় তাহলে ডাউনলোড করুন এখান থেকে

➡ এক নজরে অ্যাপের ফিচারসমূহঃ

  • গ্রামীনফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, টেলিটক সহ সকল অপারেটরের সিম সাপোর্টেড;
  • সিম চেক/ যাচাইকরন একদম বিনামূল্য;
  • সহজ ইউজার ইন্টারফেস;
  • ধাপে ধাপে প্রক্রিয়া বর্ণনা;
  • অ্যাপের সাইজ খুব কম(মাত্র ৩ MB);

ডাউনলোডঃ প্লে স্টোর লিংক

আশা করি এই পর্যায়ে আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড অথবা ইন্সটল করা শেষ। তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন কিভাবে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার নামে নিবন্ধিত সিমগুলো যাচাই/চেক করবেন।

ধাপ ১ঃ

অ্যাপটি ইন্সটল করার পর এই ইউজার ইন্টারফেইসটি আপনার সামনে প্রদশিত হবে। সেখান থেকে আপনি যে অপারেটরের সিম যাচাই করতে চান তাতে কিল্ক করুন।

ধাপ ২ঃ

ধরে নিলাম, আপনি আপনার গ্রামীনফোনের সিমটি যাচাই করেছেন এবং সেখানের  "SIM VERIFY (FREE)" বাটুনে কিল্ক করুন। তাহলে আপনার সামনে নিচের ছবির মত স্ক্রীন দেখা যাবে যেখানে সংখ্যা প্রবেশের জায়গায় আপনার এন.আই.ডির (জাতীয় পরিচয়পত্রের) শেষ চার ডিজিট দিয়ে  "DAIL" বাটুনে কিল্ক করুন।

ধাপ ৩ঃ

পূর্ববতী ধাপ সঠিকভাবে সম্পন্ন করা হলে কিছুক্ষনের মধ্যে আপনাকে অন্য আরেকটি মেনুর মাধ্যমে আপনার নামে কোন কোন সিম ও কয়টি সিম নিবন্ধিত করা হয়েছে তার পূর্নবণনাসহ জানিয়ে দেবে।

এই টিউনটি সকল জনসাধারনের সর্তকতার উদ্দেশ্য লেখা। তাই এই টিউনটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা অন্যের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনি চাইলে টিউনটি কপি-পেস্ট করেও শেয়ার করতে পারবেন (সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে techtunes এর নাম দিয়ে দিবেন)

শেষ কথা

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউন এখানেই শেষ করলাম। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সকলকেই ধন্যবাদ এত কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস