UC Browser এর বিরক্তিকর ডিসপ্লে অ্যাড বন্ধ করুন

UC Browser এর বিরক্তিকর ডিসপ্লে অ্যাড বন্ধ করুন!
অনেক আগে থেকেই জনপ্রিয় হয়ে আসা UC Browser এই প্রজন্মের সেরা ডিভাইস ANDROID এর মধ্যেও সেই জনপ্রিয়তা ধরে রেখেছে। ব্যবহারকারীদের ফিডব্যাক অনুযায়ী বুঝা যায়, ডাউনলোড করতে বেশ সহায়ক এই ব্রাউজারটি। শুধু ডাউনলোড-ই না ব্রাউজ করতে পাওয়া যায় দারুন স্পিড।

অনেকের কাছ থেকে একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে ডিসপ্লেতে অশ্লীল, খারাপ, অকেজু, খবর এসে ভরে থাকে, যা অনেকেই পছন্দ করেনা বরং বিরক্ত হচ্ছে। তবে এটি সঠিক সমাধানও রয়েছে। আর আমি আপনাদের সাথে সেটিই শেয়ার করবো, কিভাবে খুব সহজেই UC Browser এর বিরক্তিকর ডিসপ্লে অ্যাড বন্ধ করবেন।

যাইহোক UC Browser এর বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পেতে নিচের ছোট্ট টিপসট অনুসরণ করুন, আশা করি আপনাদের সমস্যাটির সমাধান পাবেন এবং শান্তিতে ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন।

যেভাবে UC Browser এর বিরক্তিকর ডিসপ্লে অ্যাড বন্ধ করবেন

স্টেপ ১ ঃ UC Browser টি ওপেন করুন এবং আপনার ফাস্ট পেজের একেবারে নিচে চলে যান> এরপর Manage Cardsসিলেক্ট করুন।
স্টেপ ২ ঃ এবার  Headlines চালু করা আছে আপনি Off করে দিন, আমি মনে করি নিচের ছবির সব গুলো Off  করে রাখুন তাহলে আপনার UC Browser এর হোম পেজে আর কোন বিজ্ঞাপনই আসবেনা।

এই লেখাটি সকলের সাথে শেয়ার করুন, যদি কোন সমস্যা থাকে টিউমেন্ট করতে পারেন। ধন্যবাদ

Level 0

আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস