অ্যান্ডয়েড স্মার্টফোনকে DSLR ক্যামেরার লাইভভিউ মনিটর এবং রিমোট হিসেবে ব্যবহার করুন

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

একা একা নিজের ভিডিও সুট করা কিংবা অয়ান ম্যান আর্মি হিসেবে কোন ভিডিও প্রোডাকশন করা একটা দুঃসাধ্য ব্যাপার। যারা চেস্টা করেছেন নিশ্চয়ই সেটির সমস্যা গুলো জানেন। সমস্যা আরো প্রখর হয় যদি আপনার ক্যামেরাতে ফ্লিপ আউট স্ক্রীন না থাকে। বারবার ক্যামেরার পেছনে এসে ফ্রেম ঠিক করা, ফোকাস এডজাস্ট করা, এক্সপোজার ঠিক করা যথারীতি দুঃসাধ্য হয়ে দাড়ায়।

এরকম পরিস্থিতিতে একটা এক্সটারনাল মনিটর আপনার কাজকে আরো সহজ করে দিতে পারে। কেমন হয় সেরকম একটা এক্সটারনাল মনিটর মনিটর যদি আপনি ফ্রিতে পেয়ে যান এবং তা ও হবে টাচ এনেবেলড জা দিয়ে আপনি দূর থেকেই কন্ট্রোল করতে পারবেন আপনার DSLR ক্যামেরার বিভিন্ন সেটিংস। হাঁ, আপনার কাছে থাকা অ্যানড্রইয়েড স্মার্টফোন দিয়ে এই কাজটি আপনি খুব সহজে করে ফেলতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ:

  • ১) OTG সাপোর্ট করে এমন একটি স্মার্টফোন
  • ২) OTG ক্যাবল
  • ৩) DLSR ক্যামেরার USB ক্যাবল
  • ৪) DSLR কামেরা
  • ৫) Helicon Remote (অ্যানড্রয়েড আপ্লিকেশন)

কার্যপ্রণালী:

প্রথমে Google play store থেকে Helicon Remote এই আপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এবার DSLR ক্যামেরার Power on করুন এবং আপনার স্মার্টফোনে OTG ক্যাবলটি সংযুক্ত করুন এবং OTG ক্যাবলের সাথে DSLR ক্যামেরার USB ক্যাবল দিয়ে স্মার্টফোনটি DSLRএর সাথে সংযুক্ত করুন।

সংযুক্ত করার সাথে সাথে একটি পপআপ মেনু আসবে যেখানে বলা থাকবে আপ্ননি ক্যামেরাটিকে Helicon Remote এর মাধ্যমে অন করতে চান কিনা। প্রয়োজনীয় পারমিশন দিয়ে Helicon Remote on করুন।

আপনার কাজ শেষ, এখন মোবাইলের স্ক্রীনে DSLR ক্যামেরার লাইভ ভিউ দেখতে পাবেন তার সাথে সাথে অই আপ্লিকেশন থেকেই প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করতে পারবেন।

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার ইউটিউবের । টিউটোরিয়াল গুলো আমার ভাল লাগে। সাথে আছি সব সময়। আর আপনি কি ফ্রিল্যান্সিং করছেন।

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।