সাফল্যের গোপন ফর্মুলা বা সফল হওয়ার উপায় – Bani Cirontoni

জীবনে "সাফল্য" পেতে কে না চায়,  "সফল" হওয়া সহজ নয়। আমারা "সফল ক্যারিয়ার" জন্য প্রায়ই- "সাফল্যের শর্তাবলী", "সাফল্যের গল্প", "সফল হওয়ার উপায়", "সফলতার বাণী", "সফলতার গল্প" পড়ে থাকি।
সাফল্য ও "সম্পদ" অর্জন করার থেকে সাফল্য ও সম্পদ ধরে রাখা খুব কঠিন। অনেকে সম্পদ অর্জনের জন্য- "সম্পদ অর্জনের ছোট দোয়া", "ধনী হওয়ার দোয়া", "ধনী হওয়ার আমল" করে থাকে। কেউ কেউ আবার "কোটিপতি" হবার জন্য "জাদু মন্ত্র", "কালো জাদু" প্রয়োগ করে থাকে।

"সফল ক্যারিয়ার" হিসেবে বর্তমানে অনেকেই "অনলাইনে টাকা আয়" বা "ইউটিউব থেকে টাকা আয়" ইত্যাদি "চাকুরীর" বিকল্প পেশা হিসেবে। গ্রহন করেছে।

Download Link

ব্যবসায় প্রতিষ্ঠানে সাফল্য পেতে "আয় ব্যয় হিসাব" রাখা খুবই জরুরী। যদি আয় ব্যয় হিসাব রাখা না হয় তাহলে যত "টাকা আয়" বা "টাকা ইনকাম" করা হোক না কেন "ধনী" হওয়া যায় না।

১। মিতব্যয়ীঃ মিতব্যয়ী হওয়াটা ধনী হওয়ার অন্যতম উপায়। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বর্তমানে ৬৫ বিলিয়ন ডলারের মালিক। তিনি নিজেকে অত্যন্ত মিতব্যয়ী বলে দাবি করেন। ১৯৫৮ সালে অল্প দামে যে বাড়িটি তিনি কিনেছিলেন এখনো সে বাড়িতেই বাস করছেন। এ ছাড়া জীবন যাপনের জন্য সর্বদা সাধারণ উপকরণ ব্যবহার করতেই তিনি পছন্দ করেন। একইভাবে টাকা হলেই নানা বিলাসপণ্য ব্যবহার করে তা শেষ করতে হবে কিংবা ঘন ঘন গাড়ি-বাড়ি বদল করতে হবে এমন ধারণাকে তিনি অপছন্দ করেন।

২। ভুল থেকে শিক্ষাঃ দু-একবার ভুল করা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। সবারই ভুল হয়। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ৫৪ বিলিয়ন ডলার। তিনি ফেসবুকের শুরুতে একটি বড় ভুল করেছিলেন। তবে এ ভুলের কারণে তিনি যে হতাশ হয়ে গিয়েছিলেন তা নয়। এ ভুলটি তিনি পরবর্তী সময়ে দ্রুত সংশোধন করে নেন। তিনি জানান, এ ভুলের কারণে হয়তো তাঁর কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কিন্তু এ ধরনের কোনো ভুল যেন আর না হয় সে জন্য তিনি সতর্ক হয়ে গেছেন।

৩। আত্মবিশ্বাসঃ যে বিষয়টি আপনার বিশ্বাস, সে বিষয়েই বিনিয়োগ করতে হবে। অন্যথায় বিনিয়োগ থেকে সঠিক ফলাফল পাওয়া যাবে না। অ্যামাজনডটকমের সিইও জেফ বিজোসের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৬৬ বিলিয়ন ডলার। ২০১৩ সালে তিনি ওয়াশিংটন টিউন পত্রিকা কিনে নেন। তিনি বিশ্বাস করতেন, এতে তিনি ভালো করতে পারবেন। তাঁর সে বিশ্বাসকে তিনি বাস্তবে প্রমাণ করেন। তাঁর মালিকানায় ওয়াশিংটন টিউন পত্রিকা বর্তমানে ভালোভাবে চলছে।

৪। সঠিকভাবে অর্থের জোগানঃ নগদ অর্থের প্রবাহ ছাড়া ব্যবসা চালু রাখা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। হংকংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি লি কা-শিং। তিনি ৩১ বিলিয়ন ডলারের মালিক। অল্প বয়সেই তাঁকে পরিবারের সহায়তার জন্য পড়াশোনা ছাড়তে হয়। তবে ২২ বছর বয়সেই তিনি সফলভাবে প্রথম ফ্যাক্টরি চালু করতে সক্ষম হন। এরপর নানা ধরনের ব্যবসা সফলভাবে করেছেন তিনি। ব্লুমবার্গ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি সর্বদা নিজের আর্থিক প্রবাহ ঠিক রেখেছেন। ’

৫। কর বিষয়ে জ্ঞানঃ অধিকাংশ ব্যবসাতেই একটি বড় বিষয় হলো কর বা ট্যাক্স। আর এ বিষয়টিতে অন্যের ওপর নির্ভর করে সফল হওয়া যায় না। এ জন্য উদ্যোক্তাদের উচিত কর বিষয়ে যাবতীয় আইনকানুন জেনে নেওয়া। ধনী ব্যক্তিরা সর্বদা এসব বিষয় নিজেই বুঝে নিয়ে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ বিষয়ে ওয়ারেন বাফেট বলেন, ‘বিনিয়োগ নির্ভর করে তা থেকে কতখানি লাভ পাওয়া যাবে তার ওপর। কোনো ক্ষেত্রে কর যদি বেশি হয় তাহলে সেখানে বিনিয়োগ না করাই ভালো।

Download Link

"সফলতার উক্তি" ও "বানী" নিয়ে WikiReZon টীম এ অ্যাপটি ডেভেলপ করেছে। এই অ্যাপের তথ্যসমূহ "বানী চিরন্তনী" ও "চিরন্তন সত্য বানী" সম্পর্কিত অনলাইন আর্টিকেল ও অন্যান্য ওয়েব রিসোর্স থেকে সংকলিত হয়েছে।

এ অ্যাপ থেকে যেসব বিষয় জানা যাবেঃ
বানী চিরন্তন
☆ বানী চিরন্তনী - famous quotes

অ্যাপটির অনন্য বৈশিষ্ট্যঃ
☆ আকর্ষণীয় ডিজাইন
☆ নেভিগেশন সুবিধার জন্য Next ও Previous বাটন সুবিধা
☆ Matched Color theme

Visit Our Website:-

https://wikibdandroidapps.blogspot.com/

Level 1

আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস